মায়া! খুব সাধারণ একটি শব্দ কিন্তু এই শব্দটির আছে এক বিশাল পরিধি যা দু-একটি শব্দ বা বাক্য দিয়ে অনুধাবন করা সম্ভব নয়। এটি কেবল একটি শব্দ নয় এর সাথে যুক্ত থাকে কত কাল, মহাকাল, সাজানো স্মৃতি, ভালবাসার একরাশ অনুভুতি, হাজারো পদচারণা, অজস্র সময়, রাত -দিন, বেলা অবেলার গল্প, এক রাশ দুঃখ, এমন হাজারো ব্যকুলতা, উৎকন্ঠা নিয়ে তৈরী হয় মায়া। সে কি মায়া, ভীষন মায়া।
আমাদের জীবন ফুরিয়ে যাবে কিন্তু মায়ার স্মৃতি কখনো ফুরাবে না এটাই বাস্তব আমরা জীবনে যে স্মৃতিগুলো পড়ে আছে সবকিছুই মায়ার পর চলে বা জীবনে যে দিনগুলো আমাদের আসছে সেই দিনগুলো আমাদের মায়ার পরে চলতে হবে এটাই বাস্তব।
যাইহোক আজ আপনি খুব সুন্দর একটি পোষ্ট উপহার দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।