হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের এডমিন sduttaskitchen দিদির জন্মদিন ছিলো। অবশ্যই পোস্টটি আমি কালকে শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আর লেখা হয়নি। কালকের দিনটা আমাদের কাছে অনেক আনন্দের একটি দিন ছিলো। কারণ যেহেতু এডমিন ম্যামের জন্মদিন তাই সবাই কম বেশি আনন্দ উপভোগ করেছে। আমি তো সত্যিই অনেক আনন্দ উপভোগ করেছি।
ছবি গুলো স্ক্রীনশট নেওয়া হয়েছে ডিসকার্ড থেকে।
তবে দুঃখের বিষয় দূর থেকে শুধু তার জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। কিন্তু আমি দিদির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তার সামনের দিন গুলো অনেক সুন্দর ভাবে কাটবে। তার জীবন হাসি খুশিতে ভরে উঠুক। তিনি আমাদের মাঝে যে ভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ঠিক এই ভাবে দাঁড়িয়ে থাকুক। সব সময় তার হাসি মুখটা যেনো আমরা দেখতে পাই। এবং প্রতি বছরে বছরে এমন আনন্দ নিয়ে আসবে আমাদের জীবনে তার জন্মদিনে।
যাই হোক গতকাল সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি। আমাদের এই ছোট্ট পরিবারের সদস্যরা সবাই দিদিকে উইশ করেছেন। আমি তো অবাক কারণ হয়তোবা আমি দেরিতে দিদিকে উইশ করব। যেহেতু ঘুম থেকে উঠেছি তাই ফ্রেশ না হয়ে দিদি কে উইশ করে ফ্রেশ হওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এবং দিদির জন্মদিনে সবাইকে এই ভাবে উইশ করতে দেখে আমি সত্যিই আনন্দিত ছিলাম।
যাই হোক এই দূর দূরান্ত থেকে পরিবারের সদস্য হিসেবে। তাকে উইশ করা ছাড়া আর কোনো করণীয় আমার ছিলো না। কিছু সময় পরে হঠাৎ একটি গানের কথা আমার মনে পড়লো। তাই ডিসকোডে গানের লিংকে দিদির জন্য উপহার হিসেবে দিয়েছিলাম। যাই হোক মনে মনে ভাবছিলাম দিদির জন্মদিন উপলক্ষে আজকে কিছু একটা হলে ভালো হতো।
কিন্তু কাজের ব্যস্ততার মধ্য মেসেজ করার আগেই খেয়াল করে দেখতে পেলাম। আমাদের প্রিয় বড় ভাই শাহিন ভাই মেসেজ দিয়ে আমার মনের কথা সেখানে উল্লেখ করেছে। এবং সাথে শম্পা দিদি ও প্রিয়া আপু ও তনয় ভাই ও আরো অনেকে সেখানে সহমত জানিয়েছে। এবং শম্পা দিদি সবার কাছ থেকে সম্মতি জানতে চাই। আমি তো গিয়েই সেখানে হাত তুলে দাঁড়িয়ে ছিলাম। এবং আমাদের এই ছোট্ট পরিবারের সদস্যরা সবাই সেখানে সহমত জানিয়েছিল।
তাই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ সময় ৯ টার সময় সবাই উপস্থিত হবো আমরা একি জায়গায়। এবং তার পাশাপাশি অনেক দিন ধরে হ্যাং আউট হয় না। দিদির জন্মদিন উপলক্ষে গতকাল রাতে অনেক সুন্দর একটি হ্যাং আউট হয়ে যায়। যেটা সত্যিই অনেক আনন্দের একটি বিষয় ছিলো এবং দিদির জন্মদিন উপলক্ষে সবাই অনেক দিন পরে আমরা এক সাথে হয়ে কথা বলি।
দিদি আসলে একটু দেরি করেছিল অবশ্যই তার কিছু কাজ ছিলো। তার আগে কথা বলে জাহিদুল ভাইয়ের অসুস্থতার কথা শুনে সত্যি আমরা সবাই অবাক হয়েছিলাম এবং মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাইহোক তার সাথে কথা বলে অনেক কথা আমরা কালকে জানতে পারি। কিছু সময়ের মধ্যে দিদির আগমন আমরা দিদির উপস্থিত সেখানে দেখতে পেলাম। সবাই দিদিকে উইশ করলো ভয়েজ কলে।
এবং যে যার মতো কম বেশি দিদি কে গান শুনিয়ে খুশি করার চেষ্টা করেছিল। তার পাশা পাশি অনেক কথা হয়েছিল সেখানে এবং বিশেষ করে ঈশা আপু উইশ করেছিল অনেক সুন্দর ভাবে। এবং তার পরিবারের সকল সদস্য দিদিকে উইশ করেন। যাই হোক এভাবে কিছু সময় কথা বলতে বলতে সেখানে আমরা শেষ করি। আমি পোস্টটি কালকের লিখতে চেয়েছিলাম কিন্তু রাত তখন ১.২৩ মিনিট। তাই আর গতকাল পোস্টটি আমার লেখা হয়নি।
দিদির এই ছবিটি দিদির পোস্ট থেকে নেওয়া হয়েছে।
আমি আজকে আবারো @sduttaskitchen দিদিকে আমার পোষ্টের মাধ্যমে উইস করছি শুভ জন্মদিন দিদি। আপনার জন্য সত্যি মন থেকে প্রাণ ভরা দোয়া ও শুভ কামনা রইলো সব সময়। এভাবে আপনি আমাদের মাঝে সব সময় হাসি খুশি ভাবে চলে যাবে। আপনার সামনের দিন গুলো সত্যি অনেক সুন্দর হবে এই প্রার্থনা করব সব সময়। ভালো এবং সুস্থ থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Happy birthday 💕 💕 🎉@sduttaskitchen দিদি আমি অনেক লেট করে ফেলেছি তাই আর ডিসকোর্ডে সাহস হয়নি আমার ,আপনাকে অভিনন্দন জানানো ! Sorry দিদি আমি একটু ঝামেলায় ছিলাম, আপনে মনে কষ্ট নিবেন না দিদি! বাইজিদ ভাইয়ের পোষ্টের মাধ্যমে আমি আরেকটি সুযোগ পাইলাম আপনাকে উইশ করার জন্য! তাই ধন্যবাদ বাইজিদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।আমি দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনাকে সব সময় সুস্থ রাখে দিদি।

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sduttaskitchen অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি আমাকে সমর্থন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে দিনটা আসলেই কিছুটা অন্যরকম ছিল। অনেকদিন পরে আমরা হ্যাংআউটে যোগদান করেছিলাম। যদিও অনেকে না জানার কারণে হয়তো বা যোগ দিতে পারেন নাই।তবে আশা করি পরবর্তী হয়না আউট এবং ভিডিও ক্লাসের সবাই যোগদান করবেন।
আমি নিজেও পরে যোগদান করেছিলাম যার কারণে অনেক কিছুই মিস করে গেছে। সবার সাথে আনন্দ করার পাশাপাশি গতকাল দিদির জন্মদিনও ছিলো।
আপনার পোস্টের মাধ্যমে দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর আরো একবার সুযোগ পেয়ে গেলাম। তাই এমন একটা পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@sduttaskitchen আরও একবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit