পারিবারিক মামলা দায়ের এর খরচ

in hive-120823 •  9 months ago 

আসসালামু আলাইকুম/আদাব


Hello Friends...!!

কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। গত দুই দিন পূর্বে আমি আপনাদের সাথে একটি ফৌজদারি মামলা দায়ের এর খরচ কেমন সেটা আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের জানাবো একটি পারিবারিক মামলা দায়ের এ কেমন খরচ হতে পারে।



Orange Simple Fashion Shop Facebook Cover_20240318_172442_0000.png
Edited by Canva

এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, "এতদিন ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা শুনে এসেছি, পারিবারিক মামলা আবার কোনটা??" ধ্যার্য্য ধরুন, বুঝিয়ে বলছি.....



পারিবারিক মামলা কি?


কোনো বিবাহিত দম্পতি এর মাঝে সাংসারিক বোঝাপড়া না হওয়ার কারণে বিচ্ছেদ হয়েছে, কিন্তু স্বামী তার স্ত্রীর বকেয়া দেনমোহর ও ইদ্দত কালীন খোরপোষ পরিশোধ করেন নি, সেক্ষেত্রে ওই স্ত্রী তার স্বামীর নিকট থেকে তার বকেয়া পাওনাদি প্রাপ্তির জন্য আদালতে যে মামলা দায়ের করে সেই মামলাকে পারিবারিক মামলা বলে। যদি ঐ দম্পতির কোনো সন্তানাদি থাকে এবং ওই সন্তান যদি মায়ের কাছে থাকে তাহলে ঐ সন্তানের ভরণপোষণ এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এই পারিবারিক মামলায় অন্তর্গত হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন পারিবারিক মামলা কি। তাহলে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক।



চলুন শুরুতেই জেনে নেই কাগজপত্র কি কি লাগবে?

  • ওকালতনামা (সকল মামলার জন্য বাধ্যতামূলক),
  • ডেমি (অনেকেই কার্টিজ পেপার নামে চিনেন)/অ্যাডভোলেরাম কোর্ট ফি,
  • ফিরিস্তি,
  • চূড়ান্ত নোটিশ,
  • ডাক টিকিট সহ পোস্টাল খাম,
  • বিবাহের কাবিননামা (পারিবারিক মামলার জন্য বাধ্যতামূলক)।

চলুন এবার খরচ করা শুরু করি......
প্রথমেই ওকালতনামা কিনলাম ৪০০৳ দিয়ে। এখন মামলাটি কম্পিউটার এ টাইপ করতে হবে। টাইপ হয়ে গেলে প্রিন্ট করতে হবে ডেমি তে অর্থাৎ কার্টিজ পেপার এ অথবা এডভোলেরাম কোর্টফি তে। একটা কার্টিজ পেপার এর দাম ২০৳। কার্টিজ পেপার লাগবে মিনিমাম ৫-৬ টা। ধরে নিলাম আমাদের ৫টা লাগলো। তাহলে কার্টিজ পেপার এর দাম আসতেছে (৫×২০)=১০০৳। পারিবারিক মামলায় কম্পিউটার বিল দিতে হবে ৩০০৳। এবারে আমাদের কিনতে হবে চূড়ান্ত নোটিশ ৩টা যার দাম আসবে ৬৳, ফিরিস্তি একটা ৪০৳, ডাক টিকিট সহ পোস্টাল খাম ও প্রাপ্তি স্বীকার পত্র যার দাম আসবে ২৫৳, এবং ম্যাদ এ লাগবে ৫০৳। সর্বমোট আমরা এ পর্যন্ত খরচ করেছি ৯২১৳।



IMG_20240318_224757.jpg
এডভলেরাম কোর্ট ফি

এবার মামলাটি সাজাতে হবে। সেজন্য আপনাকে নোটিশ, ফিরিস্তি ও ম্যদ লিখে তারপর মামলাটি সাজানোর কাজ শেষ করতে হবে।



IMG_20240318_224855.jpg
চূড়ান্ত নোটিশ


এবারে মামলাটি তে কোর্ট ফি লাগাতে হবে। ২০২৩ সালের পারিবারিক আদালত আইন অনুযায়ী পারিবারিক মামলায় নির্দিষ্ট ২০০৳ টাকার কোর্ট ফি লাগাতে হবে। আবার ২০০৳ কোর্ট ফি দাম নিবে ২৫০৳।


এভাবে মামলাটির আনুষঙ্গিক কাজ শেষ করার পর মামলাটি পারিবারিক জজ আদালতে জমা দিতে হবে। জমা দিতে লাগবে আবার ৩০০৳। জমা হওয়ার পর পারিবারিক জজ আদালতের বিচারক মহোদয় মামলাটি একবার চেক দিবেন। সকল কিছু ঠিকঠাক থাকলে তিনি মামলাটি গ্রহণের আদেশ প্রদান করবেন এবং মামলাটির নাম্বার ও পরবর্তী তারিখ প্রদান করবেন। উল্লেখ্য যে, "ফৌজদারি মামলায় যেমন মামলা দায়ের এর শুরুতে ফরীয়াদির জবানবন্দি নেয়া হয়, পারিবারিক আদালতে ফরীয়াদির জবানবন্দি শুরুতে নেয়া হয় না"।



IMG_20240318_224829.jpg
ডাক টিকিট সহ খাম


তাহলে আমরা একটি পারিবারিক মামলায় খরচ করলাম প্রায় ১৫০০ টাকা।


এরপর আইনজীবীর ফি আছে, তার সহকারীর ফি আছে। সব মিলিয়ে একটি পারিবারিক মামলা দায়ের এ একজন ব্যক্তির প্রায় ৩০০০৳ টাকার মতো খরচ হয়। কিন্তু ক্লায়েন্ট এর আর্থিক অবস্থা বিবেচনায় একজন আইনজীবী ক্লায়েন্ট এর নিকট থেকে বিভিন্ন রকমের এমাউন্ট নিয়ে থাকে। কিন্তু ৩০০০ টাকার নিচে কেউ নিবে না।


বিশেষ দ্রষ্টব্য: এই হিসাবটি শুধুমাত্র কুড়িগ্রাম জেলার জন্য প্রযোজ্য। অন্যান্য জেলায় এর কিছুটা কম বা বেশি হবে।


Device Information

Device BrandXiaomi
ModelRedmi 8
Camera AppgCam Custom Camera
Shot by@bari1011


সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

আমাদের পরিবারের মধ্যে বেশিরভাগ সময়ে, জমি জায়গা এবং বিভিন্ন ধরনের টাকা লেনদেন নিয়ে সমস্যা হয়ে থাকে। যার কারণে পারিবারিক মামলা করা হয়ে থাকে। তবে আমি আজ পর্যন্ত এই ধরনের মামলা সম্পর্কে তেমন কিছুই জানতাম না, আজকে আপনার পোস্ট পরিদর্শন করেই জানতে পারলাম যে, পারিবারিক মামলা করতে কতটুকু টাকা খরচ হতে পারে। ধন্যবাদ উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদেরকে অবগত করার জন্য।ভালো থাকবেন।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ অতীব জরুরী একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।আমরা অনেকেই হয়তো এসব বিষয়ে অবগত নই। তাই অনেকক্ষেত্রে বিভিন্ন প্রতারণা ও হয়রানির স্বীকার হতে হয় আমাদের। তবে আপনার লিখা থেকে এ বিষয়ে জানতে পেরে বেশ উপকৃত হলাম। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

পারিবারিক মামলা দায়ের খরচ কেমন হতে পারে আর মামলা কেমন হতে পারে সেই সম্পর্কে আজকে জানতে পারলাম আপনার পোস্ট পড়ে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Posted using SteemPro Mobile