হোস্টেলে প্রথমে দিন গুলো :-পরিবারকে ছেড়ে হোস্টেলে এসে যখন বাবা,মা,দাদা আমাকে রেখে যায়। তা পরে শুরু হয়।জীবনের নতুন আর একটা জীবন।পরিবার কে ছেড়ে প্রথমে নিজেকে অনেক খরাপ লাগে। প্রথমে প্রতি দিন কান্না করতাম। কিছু ভালো লাগতো না। সবাই নতুন কারা সাথে তেমন পরিচয় নেই। সবাই হোস্টেল নতুন কেউ কাউকে চেনে না। সবাই আমার কতো একে আস্থায় আছে। কারা সাথে কেউ কথা বলে না। মনে হয় এই হোস্টেলে সবাই যেন কেউ কার না। সবাই নিজে নিজে থাকে কেউ কার সাথে কথা বলে না। প্রথম দিন থাকার পরে মনে এর মধ্যে কেমন যানি একটা লাগতে শুরু করে দিলো থাকতে আর ভালো লাগে না। ঘুরতে ভালো লাগে না। খাওয়া ভালো লাগে না। শুধু পরিবার এর কথা মনে পড়ে। বাবা,মা এর কথা সবচেয় বেশি পরিমান মনে পড়ে।বাবা,মা এর আদর ভালোবাসা ছেড়ে থাকতে একটু মন চায় না। তাদের কথা সব সময় মনে পড়ে।
হোস্টেলের নতুন বন্ধু :- হোস্টেল থাকতে থাকতে একটা সময় সবার সাথে পরিচয় হয়। তা পরে সবার সাথে পরিচয় হয়। তার পরে থেকে সবার সাথে বন্ধুতো হয়। বিশেষ করে নিজের রুম মেট গুলো এর সাথে বেশি ভালো বন্ধুতো হয়ে উঠলো তাদের সাথে এক সাথে একটা রুমে থাকা। তাদের সাথে খাওয়া দাওয়া করা। এক সাথে ঘুরাঘুরি করা। তাদের সাথে মিলে মিশে থাকতে থাকতে পরিবার এর কথা আর তেমন আর মনে পড়ে না। মনে হয় সবাই মিলে একটা পরিবার এর মতো মিলে মিশে আছি। নতুন বন্ধু দের সাথে নানা জাগার ঘুরাঘুরি করে অনেক মজা হইতো।
দীর্ঘ চার বছর হোস্টেল :- এই হোস্টেলে দেখতে দেখতে চার বছর যে কেমন করে শেষ হয়ে গিলো বুঝতে পাড়লাম না।আসলে এই দীর্ঘ চার বছর থাকার পরে মনে হয় নাই কোন দিন যেন আমি পরিবারকে ছেড়ে আছি। সব সময় মনে হইতো আমি আমার পরিবার এর সাথে আছি। এই চার বছরে জীবনের প্রতি টা মূহুর্তের কথা জীবন সব সময় মনে থাকবে। এই হোস্টেল লাইফ ছিলো অনেক মজা আর কতো না আনন্দো আর বেদনার কথা সব সময় মনে থাকবে। এই চার বছরে হোস্টেল অনেক বড়ো দাদা ছিলো তার কথা সব সময় মনে থাকবে। তাদের দেওয়া অনেক কথা সম সময় মনে পড়বে।তাদের দেওয়া উপদেশ আমাদের জীবন এর সামনে দিকে নিয়ে যাওয়া পথে অনেক কাজে লাগবে। বড়ো দের দেওয়া সব কথা আমাদের জীবনে চলার পথে কাজে লাগবে।
হোস্টেল লাইফ এর কিছু মূহুর্তো:- হোস্টেল থাকা কালীন সময় আমাদের নানা বিষয় আমাদের সবার অনেক বেশি মনে থাকবে। এই হোস্টেল থাকা কালীন সময় আমাদের কলেজ এর নারিকেল গাছ থেকে কতো নারিকেল চুরি করে খাওয়া হইতো সবাই মিলে একটা সাথে চুরি করে খাওয়া মজা আলাদা। আমাদের কলেজে নারিকেল গাছ এর ডাব গুলো অনেক ভালো খেতে অনেক সাদ এতো সাদ কেন হুম।তা পরে আমাদের হোস্টেল এর বাইরে একটা কাঁঠাল বাগান থেকে কাঁঠাল,চুরি করে খাওয়া কথা মনে থাকবে সব সময় এই সুন্দর মূহুর্তো কথা সব সময় মনে থাকবে।