রথযাত্রা: এই রথযাত্রা প্রতি বছরে একবার করে আসে
এ রথযাত্রা মূলত সাত দিন ধরে হয়ে থাকে।রথযাত্রার মধ্যে মূলত আমাদের জীবনের সুখ,দুঃখ,আনন্দ, বেদনা, ভালো-মন্দ ইত্যাদি বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক হয়ে থাকে। রথযাত্রা মধ্যে দিয়ে আমাদের জীবনের মুখ্য লাভ করে থাকি।রথযাত্রা আমরা সবাই মিলে মূলত রথের দড়ি টেনে টেনে আমরা সবাই মিলে জগন্নাথ দেবের মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়।সেখানেই জগন্নাথ দেব সাত দিন ধরে মামার বাড়িতে থাকেন। তারপরে সাত দিন পর জগন্নাথ দেব পুনরায় ফিরে আসেন মাসির বাড়িতে। এই জগন্নাথ দেব যেদিন মূলত মামার বাড়ি থেকে ফিরে আসে। সেটাকে বলা হয় উল্টো রথযাত্রা। এইদিন পুনরায় আবার সবাই মিলে রথের দড়ি টেন নিয়ে আসা হয়। আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটি সব চেয়ে বড় উৎসব মধ্যে একটি।
রথ কি: রথ মূলত কাঠের তৈরি একটি যানবাহন যার মাধ্যমে মধ্য দিয়ে দেবতারা কোথাও যাওয়া আসা করে থাকেন। রথের মধ্যে মূলত কাঠের চাকা দিয়ে তৈরি করা হয়ে থাকে। এটি সামনে মূলত ঘোড়া দ্বারা চালনা করা হয়ে থাকে। এটি দেখতে মূলত একটি সুন্দর সুদর্শন অপূর্ব দেখতে এই জন্যই নাম রথ। রথ উপরে মূলত একটি লাল পতাকা দেওয়া হয়।
রথযাত্রা কিভাবে পালন করি: প্রথমে জগন্নাথ এর মন্দিরে কীর্তন করা হয় এই কীর্তির মাধ্যমে জগন্নাথ দেবকে স্মরণ করা হয়ে থাকে। তার প্রতি আমাদের ভক্তি করে থাকি।তার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা প্রদান করে থাকি। তিনি আমাদের যেন সারা জীবন ভালো ভাবে রাখেন। অনেকক্ষণ কীর্তন হওয়ার পরে সবার মাঝে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করায় থাকে। জগন্নাথ দেবের প্রসাদ অনেক সুস্বাদু হয়ে থাকে। তারপরে সবাই মিলে জগন্নাথ দেবকে তার মামার বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি রথের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। জয়দেবকে রথের মধ্যে নিয়ে যাওয়ার সময় সবাই মিলে রথের মধ্যে রশি লাগা থাকে। সেই রশি টেনে সবাই মিলে একসাথে জগন্নাথ দেবের সাথে জগন্নাথ দেবের মামার বাড়ি যাওয়া হয়ে থাকে। যাওয়ার সময় যাওয়ার সময় সবাই মিলে জগন্নাথ দেবের সামনে কীর্তনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় এবং নিত্য করা হয়ে থাকে।তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি করে থাকি।
রথযাত্রা করা কারণ কি: রথযাত্রা মূলত আমাদের হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান। যার মাধ্যমে আমরা আমাদের জীবনের একটি মুখ্য লাভের কাজ করে থাকে ।এই রথযাত্রার মাধ্যমে যদি আমরা জয় জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারি তাহলে আমাদের জীবনে অনেক বড় মুখ্য লাভ করতে পারবো। তাহলে আমাদের আর পূর্ণ জন্ম নিতে হবে না। আমরা পৃথিবী ছেড়ে স্বর্গবাসী হইতে পারবো। আমাদের জীবনের মুখ্যলাভ হবে। রথের দড়ি টেনে আমরা আমাদের জীবনের পাপ ক্ষয় করতে পারব।আমাদের জীবনে দুঃখ-কষ্ট লাগাবো হবে।আমাদের জীবনের নানা ধরনের রোগ বালাই থেকে বাঁচতে পারব।
রথ যাত্রার উৎসব: এই রথ যাত্রায় মূলত জগন্নাথ দেবের জন্য হয়ে থাকে। এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে একটা উৎসব পালন করে থাকি। আমরা এই রথ যাত্রার মধ্যে দিয়ে আমাদের জীবনে আনন্দ করে থাকি। এই রথ যাত্রায় প্রথমে জগন্নাথ দেবের মন্দিরে কীর্তন করায় থাকে।তার তারপরে জগন্নাথ দেবের প্রসাদ সেবন করে থাকি।এই জগন্নাথ দেবের প্রসাদ অনেক সুস্বাদ হয়ে থাকে। তারপরে জগন্নাথ দেব তার রথের মাধ্যমে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই রথযাত্রা রথের সামনে মূলত রশির মাধ্যমে তার ভক্তরা দড়ি হাত দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ দেবের মামার বাড়িতে। এই রথযাত্রা জগন্নাথ দেবের সঙ্গে একসাথে যাওয়ার মজা অনেক হয়ে থাকে। এখানে হিন্দু ধর্মের সবাই মিলে দড়ির দিয়ে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবকে আর মামার বাড়িতে সেখানে অনেক মজা হয়ে থাকে। সবাই মিলে জগন্নাথ দেব সামনে কীর্তন করা হয়ে থাকে। এবং নৃত্য করা হয়ে থাকে।
বছরে একবার করে আসে এই রথ যাত্রা ৷ আর এই রথ যাত্রায় অনেক মানুষের সমাগম সৃষ্টি হয়ে থাকে দুর দুরান্তের মানুষ আসে এই রথযাত্রা পূজার উপভোগ করার জন্য ৷ বিশেষ আকর্ষণীয় হচ্ছে রথযাত্রা মধ্যে দিয়ে আমাদের জীবনের মুখ্য লাভ করে থাকি । রথযাত্রা আমরা সবাই মিলে মূলত রথের দড়ি টেনে টেনে আমরা কিছুদুর পর্যন্ত নিয়ে যাই ৷
যাই হোক ভাই আপনার পোস্ট টি অসাধারণ হয়েছে ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো ৷ ভালো থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit