আসসলামু আলাইকুম প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে Blackhat মুভির দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এবং এটাই শেষ পর্ব আশা করি সবাই মনোযোগ সহকারে পড়বেন।
গত পর্বে লিখেছিলাম ওই হ্যাকারটি সম্পূর্ণ শেয়ারের দাম বাড়িয়ে দেয় এরপরে,
এদিকে আমরা দেখতে পারি ওয়াঙ এফবিআই অফিসে চলে আসে, সে ক্যারোল ও হ্যান্ডি কে বলে আমার এই কাজের জন্য নিক কে চাই যে কিনা অনেক গুলো ব্যাংক হ্যাক করার কারণে ১৫ বছর জেল খেটেছে তো এখন ক্যারল বলে সে এখন চারটা বড় ব্যাংক হ্যাক করেছে। আমাদের ৪০৮ বিলিয়ন ডলার লস হয়েছে এটাতো সেই হিসেবে যেটা আমরা জানি তবে যেটা আমরা জানি না সেটা আরো বেশি হতে পারে, এখন ওয়াঙ বলে রেড কোরের দুইজন রাইটার যার ভেতর আমি হচ্ছি কো,রাইটার মানে যখন আমি MR DITe পড়তাম তখন আমি আর আমার রুমমেট যে কিনা জিনিয়াস আর এই কোডের মেইন রাইটার আমরা দুজন মিলে কোডটা লিখেছিলাম, তো এখন ক্যারোল বলে নিক, তো ওয়াঙ বলে হে আর ব্ল্যাকেট হ্যাকাররা ওই কোডটা অনলাইনে পেয়ে গিয়েছিল। এরপর তারা এই কোডটা নিজের মতো করে চেঞ্জ করে নেয় যাতে এই কোডটা তারা তাদের মত করে ব্যবহার করতে পারে।
এরপর এখন আমরা যদি চাই এই কোডের সাহায্যে হ্যাকারদের কে বের করতে তাহলে আমাকে তাকে লাগবে, যে কিনা এই কোডের মেইন রাইটার তো এই জন্য অনেক কষ্ট হলেও ক্যারোল নিক কে ফ্রি করে আর তারা সবাই মিলে সেই জায়গায় চলে আসে যেখান থেকে অ্যাটাকের শুরু হয়েছে এখন এখানে এসেই লিওন বলে যে তোমার এই নেটওয়ার্ক ডিপ প্যাকেজ ইনফেকশন আর ইন্সটলেশন এর পেছনে আর এটা খুব বড় একটি ফায়ারওয়াল আসলে ডিপ প্যাকেজ ইনফেকশন হচ্ছে। এমন একটা জিনিস যেটা ডাটা প্যাকেজ কে খুব ভালোভাবে চেক করে।
মানে এটা যেকোনো ডাটা ব্লক আর সেইটার মার্ক চেঞ্জ করতে পারে আর ইন্সটুয়েশন প্রটেকশন হচ্ছে একটা টুল যেটা দিয়ে নেটওয়ার্কের মনিটর করা হয় যাতে করে কোন আননোন অ্যাক্টিভিটি হয় সেটা দিয়ে এটা স্টপ করা যায়, তখন এটা নিক শুনতে পেয়ে নিক অনুমান করে বলে যে হ্যাকারে রুমে এসেছে এবং নিজ হাত দিয়ে ম্যালওয়ার ইন্সটল করেছে। কারণ এত সিকিউরিটির ভেতরে অন্য কোন অপশন নেই যে হ্যাকাররা সহজে ঢুকতে পারবে।
এখন ওখানকার দায়িত্বে সিস্টেম অফ দা রবি বলে সমস্ত আইডি কার্ড আমি চেক করেছি কোন আন অথরাই এক্টিভিটি নেই এই সিস্টেম শুধু আমি একমাত্র এক্সেস করতে পারি এবং আরে এইটার পাসওয়ার্ড হচ্ছে আমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট। এরপরে নিক গিয়ে সিস্টেম অফ দা রবির কম্পিউটার চেক করে কম্পিউটার চেক করার পর একটা inf file পায় যেটা ভেতরে আরেকটা file ছিল, সেটা ছিল MSSVC আর যখন সে এটা চেক করে তখন সে জানতে পারে এটাই সেই রেড কোড যার মানে রেড কোড তার কম্পিউটারে ইন্সটল করা আছে, এখন ক্যারোল তাকে জিজ্ঞেস করে, তুমি কখনো তোমার পেনড্রাইভ টেবিলে রেখে গিয়েছো রবি বলে হয়তোবা রেখে গিয়েছিলাম ভুল বসত, ক্যারল তখন আবার জিজ্ঞেস করে নতুন কেউ ছাটাই হয়েছে তখন রবি বলে হ্যাঁ লোজানো নামে এক লোক ছিল সে দুই সপ্তাহ আগে চলে গিয়েছে সে মাত্র এক মাস কাজ করেছে, তখন ওয়াঙ রবি কে জিজ্ঞেস করে যে ওই লোকটা কি তোমার কম্পিউটার এক্সেস পেত। তখন রবি বলে হ্যাঁ পেতো, এরপর রবি সেই লোকটার সিসিটিভি ফুটেজ দেখায় তারা সেই লোকটার হাতের ট্যাটু দেখে বুঝতে পারে সে কোথায় আছে। এরপর ওরা সবাই মিলে লোকানো নামের লোকটির বাসায় যায়, যে দেখে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে সে মারা গিয়েছে।
এরপরে ওয়াঙ ও ক্যারোল মালয়েশিয়া চলে আসে, কারণ ওই লোকটার বাসায় অনেকগুলো ফাইল পায় যে ফাইল এর ভিতর হ্যাকারদের information ছিল, হ্যাকারদের লোকেশন ট্রেস করতে করতে ওরা একটা সমুদ্রের পাড়ে আসে সমুদ্রের পাড়ে অনেকগুলো মাইনিং কাজ চলতেছিল সেখানে ওয়াঙ একটা ওয়াটার ট্যাংক দেখতে পায় যেটা হংকং ওয়াটার ট্যাঙ্ক এর মতো দেখতে ছিল মানে হংকংয়ে যেরকম ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল সে রকম এখানে এসে দেখতে পায়।
এখন আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাতে পারবো আসলে হ্যাকারদের প্ল্যান ছিল হংকংয়ে ছোটখাটো ওয়াটার ট্যাঙ্ক ব্লাস্ট করে দেখা যে ওই দেশে কি কি সমস্যা হতে পারে, এরপরে ওরা অনেক বড় একটা বিস্ফোরণ করত, যার কারণে দেশে পানির অভাব হয়ে যেত তখন ওরা ওদের স্টোর করা পানি বেশি দামে বিক্রি করতো এবং ওরা বেশি প্রফিট পাইতো, কিন্তু লাস্টে এফবিআই টিম এবং ওয়াঙ ও ক্যারোল তাদের লোকেশন ট্রেস করে তাদেরকে ধরতে পারে এবং এত বড় বিস্ফোরণ থেকে দেশটাকে সেভ করতে পারে।
(বিদ্র:) আমি সম্পূর্ণ মুভি আমার চিন্তা ভাবনা এবং আমার মনের মত করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভাল লাগবে এবং আমার যদি কোন ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকের মত এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি একটু অসুস্থ সবার কাছে দোয়াপ্রার্থী, এ বলে আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি।
Device | name |
---|---|
Android | realme 8 |
Camera | 64MP |
Screenshot taken with my phone: | @farhan456 |
লেখার কোয়ালিটি টা আমার ভালো লেগেছে। খুব সুন্দর করে গুছিয়ে লিখে বুঝিয়েছেন।
কিন্তু আমি মুভির প্রতি ইন্টারেস্ট না, তাই মুভি নিয়ে মন্তব্য করলাম না।
কিন্তু আপনার বুঝানোর ধরন টা ভালো লেগেছে, সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ দোয়া রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you ❣️❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit