দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের খেলায় আমার কিছু কথা ও একটি শিক্ষা গ্রহণ।

in hive-120823 •  last year 

Screenshot_20231017-101135.jpg

আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভাল আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আপনাদের সবার দিন শুভ কাটুক সুস্থতার সাথে কাটুক এই নিয়ে আমার লেখনি শুরু করছি সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করলাম।


আমি আজকে আপনাদের মাঝে সেভাবে খেলা নিয়ে বিশ্লেষণ করতে আসেনি খেলা আমি ততটা বুঝিনা এবং কখন কি হয় সেভাবেও ততটা জানিনা যতটুকু সম্ভব আজকে আপনাদের মাঝে তথ্যটি নিজের মতামত এবং কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব জানিনা কতটুকু সঠিক হবে আজকে মূলত দক্ষিণ আফ্রিকায় বনাম নেদারল্যান্ডের খেলায় একটি শিক্ষা গ্রহণ এই বিষয়টা নিয়েই আজকের মূল কথা।

আগের একটানা দুইটা ম্যাচে জয় এনেছিল দক্ষিণ আফ্রিকারা এবং এর বিপক্ষে নেদারল্যান্ডেরা এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। আজ মূলত নেদারল্যান্ডের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দিন ওডিয়াই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সামনে সেভাবে কখনো জিততে পারিনি নেদারল্যান্ড কিন্তু এই ম্যাচে নেদারল্যান্ডের কেননা কপাল খুলে গিয়েছিল।

ball-4393070_1280.jpgsource

ধরমশালা: বিশ্বকাপের ১৫ তম ম্যাচ ছিল গতকালকে ১৫ তম ম্যাচের ধরমশালা আজ মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ড দুই দলের শুরুটা ছিল একদম ভিন্ন দুই রকম ভাবে হয়েছিল। এক কথায় বিধ্বংসী জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ড মোটামুটি ভালো খেললেও জানিনা এবার খেলায় নেদারল্যান্ড একদম কোন ম্যাচেই যে তার সম্ভাবনা একদমই পায়নি। তবে ইংল্যান্ড বনাম আফগানিস্তানের খেলায় আফগানিস্তান জেতাই সাফল্যের প্রেরণা ছিল দক্ষিণ আফ্রিকাদের কাছে।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কে হারিয়েছিল আফগানিস্তান কিন্তু এবার হারিয়ে ফেলল বিধ্বংসী টিম সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ড। বৃষ্টিময় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে আট উইকেটে ২৪৫ করে নেদারল্যান্ড। পাল্টা জবাব এ দক্ষিণ আফ্রিকা এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট করে তারা।

যেহেতু নেদারল্যান্ড প্রতিটা ম্যাচেই কারো সাথেই জিতে উঠতে পারিনি এক্ষেত্রে অনুমান এবং সাউথ আফ্রিকার মত টিমের সাথে খেলায় যে জিততে পারবে এটার সম্ভাবনায় একদমই ছিল না খেলা চলাকালীন খেলার মোড় ঘুরে যায়। এই খেলার মোড় ঘুরে যাওয়াতে একটি ভয়াবহ গল্প এখন বলবো। প্রতিটা এলাকাতেই ভালো মানুষ খারাপ মানুষ দুজনেই বাস করে আমাদের এলাকার ছেলেপেলেরা অনলাইন জুয়ায় অনেক আসক্ত।

Screenshot_20231018-093856.jpg

SCREENSHOT WITH MY PHONE

কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ সবাই নিজের কপালকে পৌষ মাস মনে করেই সর্বনাশের শীর্ষে পৌঁছে যায় গতকালকের সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের খেলায় সবাই জানত কালকে সাউথ আফ্রিকা জিতবে পাশের বাসার বড় ভাই একদম চেনা পরিচিত একদম কাছের বড় ভাই সাউথ আফ্রিকায় ৫০০০০ হাজার টাকা লাগিয়েছিল আরো ৫০ হাজার টাকা লাভের আশায় আহারে।

সবাই একসাথেই খেলা দেখছিলাম আমি অনেকবার বড় ভাইয়াকে নিষেধ করলাম যে ভাইয়া এগুলো কাজ করো না এখন সে আগে থেকেই এই জোয়ার নেশায় ছিল এইটা জানি না আমি নিজে নিষেধ করলাম যে ভাইয়া এগুলো কাজ করা একদমই ঠিক হবে না।

হঠাৎ করেই নেদারল্যান্ড জেতা শুরু করলে এবং শেষমেষ জিতে গেলে চোখের সামনে বড় ভাইয়ের এতগুলো টাকা হারতে দেখলাম অথচ এটাই বলব জুয়া একটি অন্ধকার জগত এই জগতে ঢুকলে কেউ লাভের আশা দেখতে পারেনা বরং শুধু লসে যায় জীবন ধ্বংস হয়ে যায় হতে পারে এই দেখাটি আমার জীবনের একটি বিরাট শিক্ষা গ্রহণ।


আজকের মত আমার লেখনি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।

◦•●◉✿ ধন্যবাদ ✿◉●•◦
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আসলে গতকালকের ম্যাচটি দেখে একটু অবাক হয়েছিলাম সাউথ আফ্রিকা এত ভালো দল হয়েও নেদারল্যান্ডের কাছে এভাবে হেরে যাবে।।

আর আপনি আপনার বড় ভাইয়ের কথা বলেছেন সে কালকের ম্যাচে টাকা বাজি ধরেছিল। আসলে এই বাজে মানুষকে এত রাতে যেমন বড়লোক করে দেয় আবার রাতারাতি ফকির ও করে দেয় তাই এগুলো থেকে আমাদের দূরে থাকাই কাম্য।।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত দেওয়ার জন্য এবং মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য ভালো থাকবেন।

আসলে আমাদের এলাকায়ও এই ধরনের মানুষের অভাব নেই। যারা কিনা এই খেলার মধ্যে টাকা ইনভেস্ট করেন, অর্থাৎ জুয়া খেলে, নিজেদেরকে অনেক বেশি বড় মনে করে। আসলে ভাগ্য যেখানে সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছে। সেখানে আমি আর আপনি কেন সেই ভাগ্যের উপর হাত দিতে যাব।

তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, এসব খেলা যেখানে অনুষ্ঠিত হয় সেখান থেকে নিজেকে দূরে রাখবেন। কেননা পুলিশ যদি একবার সেখানে আপনাকে দেখতে পায়। তাহলে ভাববে আপনি এই খেলার সাথে যুক্ত, এই খেলার কারণে বর্তমানে বিভিন্ন পরিবারের মধ্যে নানা ধরনের সমস্যা হচ্ছে।

অসংখ্য ধন্যবাদ, একটা সতর্কবার্তা আমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই এখান থেকে আমরা সবাই সতর্ক হব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য প্রতিবারের মতো আপনার সুন্দর মতামত গুলো বেশ ভালো লাগে আমার কাছে ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য।

খুবই সুন্দর করে বলেছেন কারো পৌষ মাস কারো সর্বনাস। এই জুয়া খেলাটা কত মানুষের জীবন শেষ করে দিয়েছে। এরপরেও মানুষ এই জুয়ার প্রতি অনেক আকর্ষন। কত লক্ষ লক্ষ টাকা নষ্ট হয় এই জুয়ার জন্য।