আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আশা করি অনেক ভাল হবে সবাইকে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
বাউল শাহ আব্দুল করিম এর গানে একটি লিপি ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আমাদের শৈশব এমন একটা সময় যেখানে বরাবরের মতো আমাদের সব সময় যাওয়ার ইচ্ছা হয় আমাদের শৈশব এমন একটা সময় যা বরাবরের মত আমাদের মনে পড়ে যায়। আমরা যত দিন দিন বড় হতে থাকি যত সামনের দিকে এগোতে থাকি ততই আমাদের ছোটবেলার বা শৈশবের স্মৃতি গুলো স্মৃতির পাতায় আরো স্পষ্ট হয়ে থাকে এই সময়টা আমাদের একটি স্বর্ণালী যুগ ছিল এই সুন্দর সময় আমরা সবাই আনন্দ মজা দুষ্টামি করেছি যেগুলো পুরনো বইয়ের লিপিবদ্ধ হয়ে থাকার মত।
বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর শৈশবের একটি গল্প শেয়ার করতে যাচ্ছি আজ থেকে প্রায় ১০ বছর আগে আমি তখন প্রায় অনেক ছোট ছিলাম তখন বয়স ছিল মাত্র 5 বছর আমরা নানু বাড়িতে থাকতাম নানু বাড়ি ছিল আমার আনন্দের খেলার মাঠ পড়াশোনার চৌকাঠ। ছোটবেলায় এবং আমাদের আঞ্চলিক ভাষায় আগে ব্যারাকে স্কুল বলতো সেগুলো হচ্ছে গ্রামের লোকেরাই নিজেরা ইস্কুল বা ছোট্ট একটি ঘর বানিয়ে ছোট শিশুদের কে পড়াতো এগুলোকেই ব্যারাকে স্কুল বলতো তখন নানু আমায় সব সময় স্কুলে দিয়ে আসতো শৈশবকালের কিছুটা সময় স্কুলে কেটেছে এবং দু বছরে স্কুলে পড়ার পর তার পরবর্তী যাত্রা হিসেবে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে আমাকে।
একদিন ছোটবেলার বন্ধুরা যারা ছিল আমার সাথের বন্ধুরা সবাই সাঁতার পারতো তখন কেবলমাত্র ঢাকা থেকে আমি নানু বাড়িতে গিয়েছি দুই বছর থাকার জন্য আমার বন্ধুরা সবাই বলেছিল চল আজকে নদীতে গোসল করতে যাই নদীতে গোসল করতে যাওয়ার কথা নানুকে বললে নানু আমায় খুব বেধরপ পিটিয়েছে কারণ আমি সাঁতার না পাড়ায় নদীতে গোসল করতে যেতে চেয়েছিলাম। 😅
আমার মামার একটি পুকুর ছিল ওই সময় আমার বন্ধুবান্ধবদের কে নানু বলল তোরা সবাই মিলে এই পুকুরে গোসল কর এবং নানু বলে দেয় ওদেরকে আমাকে যেন সাঁতার শেখায় আমি সাঁতার কিছুই পারছিলাম না পুকুরের মাঝখানে যাইতাম আর হাবুডুবু খেয়ে ডুবে যেতাম আর আমার বন্ধুবান্ধবরা সবাই হাসা শুরু করত। আসলে এগুলো কথা আপনাদের মাঝে বলছি প্রতিটা কথায় যেন মনের পরিকল্পনা থেকে ওই দৃশ্যগুলো ভেসে উঠছে আমার।
আমরা প্রতিনিয়ত মামার ওই পুকুরে গোসল করতাম তখন শীত আসার পূর্বাভাস সময় ছিল শীত আসার আগে প্রায় অনেক বৃষ্টি হয় এবং তারপর ঠান্ডা ঠান্ডা ভাব হয় এবং কিছুদিন পর থেকে কুয়াশা পড়া শুরু করে বেশ ৪-৫ দিন বৃষ্টি হওয়ার পর মামার পুকুর পানিতে ভরে গিয়েছিল ওই সময় ছেলেপেলে সহ নেমে ছিলাম পুকুরে পুকুরটি বেশ অনেক বড় ছিল আমি হালকা হালকা পানিতে একটু ভাসা শিখেছিলাম পন্ডিতি করে পুকুরের মাঝখানে চলে গিয়েছিলাম এবং প্রায় ডুবে গিয়েছিলাম হয়তো ঐদিন আল্লাহ বাঁচিয়েছিল দেখে বেঁচে আছি আজও আমি ডুবে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমাকে অনেক কষ্টের পর পানি থেকে তুলে সুস্থ করে তুলেছিল এবং এভাবে আমার একটি শৈশবের স্মৃতিচারণ হয়ে থাকে।
আজকের মত এখানেই সমাপ্তি টেনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।
𝐂ςメ@farhan456
Device | name |
---|---|
Android: | Realme C53 |
Android version: | 13 |
Camera: | 50MP |
Location: | Bangladesh-bogura |
Short by : | @farhan456 |
শৈশব স্মৃতি মনে দাগ কেটে থাকে।তা আমৃত্যু মনে থাকে। আপনার শৈশব স্মৃতি গুলো খুব সুন্দর ছিল। আমার খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সত্যি ওই গানগুলো অনেক সুন্দর। যেখানে বলা হয়েছিল,,, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওই দিনগুলোই সুন্দর শৈশবের স্মৃতিগুলো আমাদের মনে দাগ কেটে দিয়ে যায়। আমি যখন প্রথম সাঁতার শিখি। তখন আমি নিজেও ডুবে যাওয়ার উপক্রম ছিল। এরপরে আমার বড় ভাই আমাকে বাঁচিয়ে ছিল। আপনার সাথে এমন একটা ঘটনা ঘটেছে।
আজকে আপনার শৈশবের কথাগুলো পড়ার পর আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে শৈশবটা আমার চোখের সামনে ভাসতে লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, শৈশবের স্মৃতিচারণ নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যে দেয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সাঁতার শেখার কথা শুনে আমার সাঁতার শেখার কথা মনে পড়ে।। আমাকে আমার বাবা এবং আংকেল সাঁতার শিখিয়ে ছিলেন আর আমি সাঁতার শিখতে যেয়ে অনেকবার পানি খেয়েছি।।।
শৈশবে এরকম অনেক স্মৃতি আছে যেগুলো আমাদেরকে অনেক বেশি মনে করিয়ে দেয় আর ভাবায় আগের দিনগুলি অনেক ভালো ছিল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
My X account
https://twitter.com/FarhanLbib000/status/1708010307036258422?t=kIZOGra24LonDDpd2hHqjA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit