সঠিক বন্ধু নির্বাচন করবেন কিভাবে।

in hive-120823 •  last year 

young-people-3575167_1280.jpgsource


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি বসে থাকতে থাকতে আজকের দিন কি বিষয় নিয়ে লিখব ভেবে উঠে পারছিলাম না ভাবলাম আপনাদের মাঝে সঠিক বন্ধু নির্বাচন কিভাবে করবেন এবং তাদের সাথে মেশা উচিত এবং তাদের সাথে মেশা উচিত না এ বিষয়টি নিয়ে আজকের লেখনী শেয়ার করতে যাচ্ছি।

আমাদের জীবন চলার পথে সবারই বন্ধু-বান্ধব আছে এবং সবচেয়ে বেশি স্কুল লাইফ এবং কলেজ লাইফে বন্ধু-বান্ধবরা বেশি হয়ে থাকে এই সময় সঠিক বন্ধু নির্বাচন করা অত্যাবশক আমাদের সবার জন্য।

আপনি কি জানেন ? প্রতিদিন আপনি যাদের সাথে মিশছেন যাদের সাথে ঘোরাফেরা করছেন যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময়টুকু কাটাচ্ছেন তাদের প্রায় অনেক আচার আচরণ আপনার ভেতরেও চলে আসবে।

আপনি কি জানেন প্রতিদিন যে বন্ধুদের সাথে ঘোরাফেরা করছেন বা যে পাড়া প্রতিবেশীদের সাথে ঘোরাফেরা করছেন একসাথে বসে আড্ডা দিচ্ছেন সময় কাটাচ্ছেন সেই বন্ধু বা সে প্রতিবেশীর সেই ব্যক্তির চিন্তাধারা আচার-আচরণ মূল্যবোধ ব্যক্তিত্ব চিন্তা ধারা এবং চিন্তাভাবনা আপনাকেও কোন না কোন ভাবে প্রভাবিত করবে এবং আপনার ভেতরেও একই রকম ওই ব্যক্তি গুলোর আচরণ চলে আসবে।

sunset-570881_1280.jpgsource

একজন নেশাখোর বন্ধুদের সাথে আপনি মেলামেশা করছেন আপনার সামনে তারা প্রতিদিন নেশা খাচ্ছে মেয়েদেরকে ইভটিজিং করছে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলেই খারাপ মূলক কথা বলছে প্রতিদিন খারাপ কাজ খারাপ কথাবার্তা এবং নেগেটিভ চর্চা করছে তাদের এইগুলো খারাপ কাজে দেখলে আপনার নিষ্পাপ মন একটু হলেও নড়েচড়ে উঠবে এবং আপনার ভেতরেও আফসোস হবে আমি যদি এই কাজগুলো করতে পারতাম তখন আপনি এইটা ভাবতে ভুলে যাবেন এগুলো তো খারাপ কাজ এগুলো তো সমাজে ভালো না।

একদম এই সময় আপনার নিষ্পাপ মন খারাপ কাজে লিপ্ত হবে এবং যে নেশাখোর যে ছেলেদের সাথে মিশেছেন যে খারাপ লোকেদের সাথে মিশেছেন সেম তারা কিভাবে সেই খারাপ কাজগুলো করছে আপনিও কোন না কোন মাধ্যমে সেই খারাপ কাজগুলো মধ্যে লিপ্ত হয়ে যাবেন।

অপরদিকে আপনি যারা ভাল মানুষ যারা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকে সব সময় নামাজ কালাম পরে পড়াশোনায় নিজেকে বিলিয়ে দেয় ভালো উদ্যোক্তা দক্ষ মানুষ ভালো মানবিক মানুষের সাথে ঘোরাফেরা করলে আপনার অজান্তেই সেই ভালো কাজগুলো আপনা আপনি আপনার ভিতরে চলে আসতে শুরু করবেন এবং আপনার জীবন প্রফুল্ল ও প্রভাবিত করবে।

সবশেষে সঠিক বন্ধু নির্বাচন করতে গেলে সব সময় সচেতন থাকার চেষ্টা করবেন স্কুল লাইফ এবং কলেজ লাইফ টাইম আমাদের ভবিষ্যতের চলমান গন্তব্য এই সময় সচেতন হয়ে যারা ভালো বন্ধু নির্বাচন করতে পারবে তারাই সব সময় সফল হবে এবং যারা সঠিক বন্ধু নির্বাচন করতে ভুল করে বসবে তারাই একটি সময়ে এসে পস্তাবে। সো বন্ধু নির্বাচনে সবাই সচেতন থাকবেন।


আজকের লেখনী এখানেই শেষ করতে যাচ্ছি সবার কাছে একটু দোয়াপ্রার্থী সকাল থেকে শরীরটা একটু খারাপ জ্বর জ্বর ভাব সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।


❤️ধন্যবাদ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু রয়েছে।।। এরমধ্যে সব বন্ধুই যে প্রকৃত বন্ধু হয় তা কিন্তু না।।।।।। আর এই প্রকৃত বন্ধু যে ভাবে চিনবো সেই বিষয়টি নিয়ে আপনি খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন।।।

খুবই ভালো লেগেছে আপনার পোস্টটি পড়ে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট করার জন্য।।।

সঠিক বন্ধু নির্বাচন করা একটি কঠিন কাজ। কারন মানুষ চিনা খুব ই কস্টসাধ্য ব্যাপার।
আপনি অনেক গুলো বিষয় বিবেচনা করে যাতে বন্ধু নির্বাচন করা হয়, তা আমাদের সাথে শেয়ার করেছেন।তা আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে।

আমাদের প্রত্যেক মানুষের চলার পথে বন্ধু আছেই এর মধ্যে সব যে প্রকৃত বন্ধু তা কিন্তু নয়।এই প্রকৃত বন্ধু চিনবো আমরা সেই বিষয়ে আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।।।। খুব সুন্দর একটি টপিক আমাদের মাঝে তুলে ধরার জন্য