Blackhat মুভি এক্সপ্লেইন// পর্ব ১

in hive-120823 •  2 years ago 

আসসলামু আলাইকুম প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে, একটু চেষ্টা করে একটি মুভি এক্সপ্লেইন নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে।

চলুন গল্প ঝাঁপিয়ে পড়া যাক।

ব্ল্যাকহ্যাট হচ্ছে তারা যারা সব সময় মানুষের ক্ষতি করে, মানে সহজ করে বললে তারা হচ্ছে ক্রিমিনাল যেহেতু তাদেরকে নিয়ে মুভিকে এক্সপ্লেইন করা হচ্ছে বুঝতেই পারছেন মুভিটি এক্সপ্লেইন কত ইন্টারেস্টিং।

Screenshot_2022-12-23-17-39-04-87_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মুভিটি শুরু হয় তাইওয়ান এর হংকং থেকে এখানে হ্যাকাররা একটা নিউক্লিয়ার প্লান্টে অ্যাটাক করেছে আর সেটা সমস্ত কন্ট্রোল নিয়ে এয়ার কুলার বন্ধ করে দিয়েছে, যেহেতু এয়ার কুলার বন্ধ হয়ে গিয়েছে এই কারণে এয়ারকুলার প্ল্যানটা গরম হচ্ছিল অতিরিক্ত গরম হওয়ার কারণে সেখানে একটি ব্লাস্ট হয়, বড় একটি বিস্ফোরণের কারণে ওখানে অনেক ড্যামেজ হয়ে যায়, মানে পুরা প্ল্যানটা ডিস্ট্রয় হয়ে যায়, এরপর ওখানকার সাইবার সিকিউরিটির হেড মিস্টার ওয়াংকে।
এখানকার সাইবার সিকিউরিটি মিস্টার ওয়ানকেই দিত এখন সে একটি এমআরডি তে পড়েছে তাই তাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাকাররা সিস্টেমে ঢুকলো কিভাবে, তখন সে বলে রেড দিয়ে ব্যাকডোর খোলা হয়েছে এর পরে সেটা দিয়ে ম্যালওয়্যার দেয়া হয়েছে আসলে রেড হচ্ছে একটা ম্যালওয়্যার যেটার ফুল ফর্ম হচ্ছে Rimote Access Trojans এই টা অন্য সমস্ত ম্যালওয়্যার এর মত কাজ করে। মানে এটা হচ্ছে ওয়েবসাইট, ইমেইল এবং যে এপ্লিকেশন গুলা আপডেট দেওয়া হয়নি সেগুলোর সাহায্যে সিস্টেমে ঢুকে কম্পিউটারের পুরা কন্ট্রোল নিয়ে নেয়।

Screenshot_2022-12-23-17-39-08-41_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মানে যেমনটা অন্য ম্যালওয়্যার করে এটাও ঠিক একই ভাবে কাজ করে, তো যখন হংকং এ অ্যাটাক করা হয় ঠিক একই সময়ে রেড দিয়ে USA তেও অ্যাটাক করা হয়েছে কিন্তু রেড সেখানে ফেল করেছে কারণ USA একটা ভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, যেটা কিনা খুব আপডেট ছিল হংকং এর তুলনায়, তো এখন তার বস তাকে জিজ্ঞেস করে এই কোডটা কি ফরেনসিভ ক্লাব পেয়েছে। কিন্তু ওয়াং বলে আমাদের কাছে কোনো কোড নেই আর আমরা সেটা মধ্যে যেতেও পারবো না। কারণ বিস্ফোরণের জন্য রাউটার নষ্ট হয়ে গিয়েছে আর যেখানে ড্রাইভ টা আছে সেখানেও প্রচুর গরম হয়ে গিয়েছে তো আমরা চাইলেও সেটা আনতে পারব না, মানে এটা একদমই অসম্ভব, এই কারণে আমাদের কাছে কোনই প্রমাণ নেই যে এই বিস্ফোরণ কিভাবে হয়েছে কারা করেছে, তবে যদি আমি রেডের কোডটা পাই, মানে যেটা দিয়ে USA অ্যাটাক করা হয়েছে তাহলে আমি হয়তো বড় বিস্ফোরণের এবং কারা করেছে সেই ক্লু টুকু পেয়ে যেতাম, এখন হংকং এর রিকোয়েস্টে এফবিআই ১ কে রেড কোড পাঠায় যেটা দিয়ে সেখানে অ্যাটাক করা হয়েছে আর এটা দেখতে পেয়ে সে অবাক হয়ে গিয়েছিল। এরপর সেটা নিয়ে সে চলে আসে তার বোন লেনের কাছে আসলে লেন হচ্ছে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যে কিনা প্রাইভেট একটি কোম্পানিতে কাজ করে এজন্য ওয়াং এর বোন ওয়াং কে নিষেধ করে দেয় আমি তোমার সাথে যেতে পারবো না।

Screenshot_2022-12-24-12-24-47-72_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

কারণ আমি একটি ওভারলে নেটওয়ার্ক নিয়ে কাজ করছি যেটা আমাকে দ্রুত ডেলিভারি করতে হবে, এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, আসলে নেটওয়ার্ক হয় দুই রকমের।

*Underlay Network
*Overlay Network

Underlay নেটওয়ার্ক হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক যেটা আমরা দেখতে পারি টাচ করতে পারি এক কথায় বলতে গেলে ওয়াইফাই রাউটার হিসেবে আমরা বুঝি।

Screenshot_2022-12-24-12-24-58-21_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Overlay নেটওয়ার্ক হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক যেটা আন্ডালের উপরে কাজ করে মানে সেটা আমাদের জন্য ইমভিজিবল তবে সেটাও এক্সিজ করে এখন এটার খুবই সিম্পল এক্সাম্পল হচ্ছে ভার্চুয়াল বক্স, যেখানে আমি ভার্চুয়াল ভিপিএন কানেক্ট করতে পারবো সেটা ভার্চুয়ালি চলবে সেটার জন্য কোন সার্ভার লাগবে না।

এখন ওয়াং তার বোনকে বলে এফবিআই আমাকে রেড কোড পাঠিয়েছে যেটার মাধ্যমে তারা রেডপ্লানে বিস্ফোরণ ঘটিয়েছে তো এখন আমাকে একজন বিশ্বস্ত লোক চাই যাকে আমি শতভাগ বিশ্বাস করতে পারি তো যেহেতু তার ভাই তাকে রিকোয়েস্ট করছে লেন এতে ওর সাহায্য করতে রাজি হয়ে যায়। এইদিকে সেই হ্যাকার শেয়ার মার্কেট হ্যাক করে শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে যার কারণে নেটওয়ার্ক দুনিয়ায় একটা গন্ডগোল লাগিয়ে যায়।

(বিদ্র:) মুভিটি হিন্দি ডাবিং দেখে আপনাদের মাঝে বাংলায় রূপান্তর করলাম, কোন ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

[আসসালামু আলাইকুম]

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

Devicename
Androidrealme 8
Camera64MP
Screenshot taken with my phone:@farhan456
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
  ·  2 years ago (edited)

রহস্যময় মুভি গুলো খুবই আকর্ষণীয় হয়। তবে আরো পরিষ্কারভাবে বিষয়টি বোঝা যেত, যদি আপনি আর একটু বিশদ আকারে বর্ণনা করতেন। এবং আপনি হ্যাকিংয়ের কিছু তথ্য তুলে ধরেছেন।

এ বিষয়টি শুধুমাত্র আপনার আলোচিত মুভির ভিতরেই সীমাবদ্ধ নয়, বর্তমান প্রেক্ষাপটে খুবই সমালোচিত এবং ঘটছে অহরহ।

ধন্যবাদ আপনাকে আমাকে ছোটখাটো একটা ফিডব্যাক দেওয়ার জন্য ❤️❤️

চলুন গল্প ঝাঁপিয়ে পড়া যাক।

এখানে বোধহয় আপনি গল্পে লিখতে চেয়েছিলেন। এই সামান্য ভুল গুলো পুরো বাক্যের মানে বদলে দেয়। তাই একটু খেয়াল করবেন।

সিনেমাটি আমি দেখিনি। তবে আমার লেখা পড়ে দেখার ইচ্ছা রইলো। ভালো থাকবেন।