জীবন মানেই কী শুধুই হতাশা!!! (এর থেকে মুক্তির উপায়)steemCreated with Sketch.

in hive-120823 •  2 years ago  (edited)

হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি পরমেশ্বর ভগবান ও ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন৷ আমিও আপনাদের আর্শিবাদ দোয়া এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছি

freedom-2262513_1280.jpg
Copyright images



.......@IncredibleIndia কমিউনিটির সকল ভাই-বোনদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাস ৷ সবাইকে জানাই বসন্তের আগমনী শুভেচ্ছা ও অভিনন্দন ৷ সবার মনে মনে বসন্তের ফুল ফুটে উঠুক মনে প্রাণে জাগুগ নতুন প্রেমের ছোঁয়া ৷ প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত ভালো কাটুক এমনটাই আশা প্রত্যাশা ৷ ____

যা হোক প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি অনেক ব্লগ নিয়ে ৷ সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা ব্যক্ত রেখে শুরু করছি আমার আমার আজকের ব্লগ৷

আজকের পোস্টের টপিকটি দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে আসলে কোন বিষয়ে উপস্থাপন করতে যাচ্ছি ৷ হ্যাঁ বন্ধুরা ঠিক তাই জীবন নামই কি শুধু হতাশা না কি সফলতা৷ আমাদের প্রত্যেকের জীবনে সফলতা একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ আমরা প্রতিনিয়ত ছোটাছুটি করি শুধু সফলতাপারবোর জন্যই৷ কিন্তু দিন শেষে যদি সেই সফলতা অর্জন করতে না পারি৷ তখন মনে হয় জীবনের মানেই অর্থহীন ৷

অনেকের জীবনেই ঘটেছে৷ আমরা এই ব্যর্থতা হতাশা পেয়ে নিজেকে গুটিয়ে নেই৷ এই ভেবে যে আমার দ্বারে হয়তো কোন কিছুই সম্ভব নয়৷ আসলে কি তাই ?? আমরা এই জিনিসটা যদি একটু মন থেকে কিংবা নিজের বুদ্ধি থেকে বিবেচনা করি৷ তাহলে কিন্তু এর পথ আরও অন্য পেলেও পেতে পারি৷ আমরা বাঙালিরা কি জানেন অল্পতেই আর সর্বোপরি আমরা অল্পতেই তুষ্ট থাকার চেষ্টা করি ৷ আর যার কারণেই হতাশা আর ব্যর্থতার স্বীকার বারবারই হতে হয়৷

আমরা সবাই ভুলে যাই যে জীবন নামক এক বিশাল যুদ্ধের ময়দান৷ যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হয়৷ প্রতি মূহুর্ত প্রতি ক্ষন ঘাত প্রতিঘাত থেকে জীবনকে নিয়ে যেতে হয় উন্নতির এক চরম শিখরে৷ কিন্তু আমরা বাঙালিরা কি করি যুদ্ধের ময়দানে যুদ্ধ না করেই হার মেনে নিই৷

woman-2667455_1280.jpg
Copyright images

জীবনে সফলতা তখনই সম্ভব যখন আমরা পরিশ্রম করব কাজ করব কিন্তু সেই কাজের ফল কি পাবো প্রত্যাশা করবো না৷ আমরা কি করি কাজের আগেই ফল পাওয়ার চিন্তা করি৷

আচ্ছা সবাই একটা বার চিন্তা করুন তো৷ একটি গাছ থেকে ফল পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয় ৷ সর্বপ্রথম সেই গাছের চারা রোপন করতে হয় ৷ এরপর সেই গাছে যত্ন করে জল প্রতিনিয়তই তাকে পর্যবেক্ষণ আনা হয় ৷ এরপর ধীরে ধীরে সে গাছ বড় হয়ে একপর্যায়ে ফল দিবে৷ আর তারপরে না হয় আমরা সেই ফল খেতে পারবো ৷

আর তদ্রূপ আমাদের জীবনেরও সাথে জড়িয়ে রয়েছে কর্ম তাই সবার আগে কর্ম করে যেতে হবে৷ আর একদিন না একদিন সব তার সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে৷

আবার আমরা মাঝেমধ্যেই জীবনকে দুঃখ কষ্ট বেদনা সঙ্গে জড়িয়ে পরি৷ ঠিক তখনও হতাশা গ্রাস করে৷ আর আমি মনে করি এর থেকে মুক্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে৷ জীবন থেকে ছোট্ট করে দেখুন মনে রাখবেন জীবন কে আপনি যত বড় করে দেখবেন ঐ জীবনে ততই দুঃখ কষ্ট বেদনা চারদিক দিয়ে ঘিরে ধরবে৷
আমাদের মনে রাখতে হবে

জীবনে দুঃখ-কষ্ট বেদনা এসব জীবনের অংশ জুড়ে৷ তাই এসব থেকে পালিয়ে কোন লাভ নেই৷ থাকুক না জীবনের সাথে তাদের ভয় কি৷ মনের জানালাটাকে এত বড় করে রাখুন যাতে অনেকটা আলো এসে পড়ে৷ আর সেই আলোতেই দুঃখ-কষ্ট বেদনা একদিন ধুয়ে মুছে যাবে ৷

তাই জীবনে সফলতা অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপ কষ্ট ত্যাগ তিতিক্ষার বিনিময়েই পাওয়া সম্ভব৷ তাই জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে প্রতিনিয়তই এসবের সাথে যুদ্ধ করতেই হবে নচেৎ সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়৷

সর্বোপরি জীবনকে ভালোবাসেন কারণ জীবনের একা নয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরো জীবন তাই বেঁচে থাকতে হবে যতদিন এই সুন্দর পৃথিবীর ভুবনে বেচে আছি৷

পরিশেষে সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা ও বসন্তের আগমনী বার্তা জানিয়ে আজকের মত আমার পোস্ট এখানে শেষ করছি৷ আবারও হাজির হবো নতুন কোন ইউনিক পোস্ট নিয়ে৷ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন৷




অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

❤❤❤❤❤

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8igm8tBEJY2Q1bxhczrZnmagmdvfBDDZPCFzEDMWrg1dXCJPuJExUAG9SwgEmk1voLowZTT6ojuK6kesxYuwMQwYovAzJBatAT9MLQSaa.jpeg

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবন মানেই দুঃখ কষ্ট আছে হতাশা আছে, তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আপনি যেখানে হোঁচট খেয়ে পড়ে যাবেন। সেখান থেকেই আপনাকে শিক্ষা গ্রহণ করে, সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই বাস্তবতা।

তবে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে। যারা একবার হোঁচট খেয়ে পড়ে গেলে দ্বিতীয় বার উঠে দাঁড়ানোর চেষ্টা করে না। এটাই তাদের সবচেয়ে বড় ভুল। আপনি যদি হতাশায় ভুগে থাকেন। তাহলে আপনি আল্লাহর উপর ভরসা করুন। এবং নিজে কিছু করার চেষ্টা করুন দেখবেন জীবনে অনেক সুন্দর।

আপনার পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে পারলাম শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Congratulations!
This comment has been upvoted through steemcurator07.
We support quality posts and comments anywhere and with any tags.
Curated by : @sduttaskitchen

TEAM 4 CURATORS

Loading...
Congratulations!
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : @sduttaskitchen

TEAM 4 CURATORS