কোন এক সময় আমি এবং মামাতো ভাইরা দাওয়াতের মুহূর্ত।

in hive-120823 •  2 years ago  (edited)

কোন এক সময় আমি এবং মামাতো ভাইরা দাওয়াতের মুহূর্ত।

প্রিয় বন্ধুরা,

আমার লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়ে আপনাদের মাঝে দাওয়াতের কথা শেয়ার করব। যেমন কোন এক সময় আমি এবং মামাতো ভাই রা দাওয়াতের মুহূর্ত কিছু ছবি তুলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

বন্ধুরা ছবিতে দেখতে পারছেন আমি এবং আমার মামাতো ভাই রা পাশাপাশি বসে ওরছের দাওয়াতে অংশগ্রহণ করেছি। আমি যে ওরছের কথা বলতেছি এটা হল শাহজাদার ওরছ , প্রতিবছর আমাদের এলাকাতে শাহ জাদার ওরছ হয়ে থাকে। আমার মামাতো ভাইয়েরা প্রতিবছর এই ওরছে যায়, কিন্তু প্রতি বছর এই ওরছে আমি যেতে পারি না কারণ আমি শহরে থাকতাম। কিন্তু এইবার আমি বাড়িতে থাকায় আমার মামাতো ভাই সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে এসে আমাকে বলে আজকে শাহাজাদার ওরছ । আমরা সবাই শাহজাদার ওরছে যাব তখন আমি বলি ঠিক আছে যাবোনি । তখন আমরা তিন ভাই মিলে শাহজাদার ওরছে গিয়েছিলাম।
ওরছে গিয়ে আমরা তিন ভাই মিলে প্রায় এক ঘন্টা ঘোরাফেরা করি এবং তিন ভাই ঘোরাফেরার

পাশাপাশি ওরছের পাশের দোকান হতে কিছু খাওয়ার জন্য দোকান হতে বাদাম ভাজা এবং পিয়াজু ভাজা কিনি, এসব কেনার পর তিন ভাই মিলে বাদাম ভাজা এবং পেয়াজু ভাজা খাই। বাদাম ভাজা এবং পেয়াজু ভাজা খাওয়া শেষ করে, তিন ভাই মিলে ওরছের আশেপাশে আরো আধা ঘন্টা ঘোরাফেরা করি এবং তিনজন মিলে অনেক মজা করি যা ভাষায় প্রকাশ করা যাবে না। ঘোরাফেরা করার মাঝেই মাইক দিয়ে বললো যে ওরছের আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন তারা ঘোরাফেরা না করে সবাই সামিয়ানার নিচে বসে যান আপনাদের জন্য খানাপিনার ব্যবস্থা করা হয়েছে। তখন আমরা তিন ভাই মিলে সামিয়ানার নিচে বসে যায়।

ছবিতে দেখতে পারছেন যে তিন ভাই পাশাপাশি বসে ওরছে তবারক খাচ্ছি। আলহামদুলিল্লাহ ওরছের তবারক ভালো হয়েছিল।

IMG_20221222_204921.jpg

তিন ভাই ওরছের তবারক খেয়ে ওরছের আশেপাশে কিছুক্ষণ থেকে তিন ভাই বাড়িতে চলে আসি। বন্ধুরা আজকের দিনটা খুবই ভালো কেটেছে তিন ভাই মিলে ঘোরাফেরা এবং ওরছে গিয়ে মজা করে একসাথে খাওয়া । বন্ধুরা আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে ইনবক্সে লাইক কমেন্ট করে জানাবেন।

আজকের মত এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি সকলেই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আমার নিজের লেখা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

বন্ধুরা আমি যেগুলো পিক তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

Location: Panagari bazar, kazipur, sirajgonj
Camera Used:
Quad 13 MP, f/2.2, (wide), PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
2MP B/W, f/2.4
2MP, f/2.4
Mobile Name: Realme C15

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

"

Congratulations! This post has been upvoted through steemcurator09.

Curated By - @deepak94
Curation Team - Team Newcomer
."
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCSedsGaDyEdcsTpYR8cbN72cwBGdiTbX9B8gvoRUCsomvqwooqWqyfAFUzA1Cbkf7VHS1bFeW.png

Thank you so much for your support

Loading...

মাশাল্লাহ, সুন্দর হয়েছে আপনার লেখা।
ওরশের খিচুড়ির অন্যরকম একটা স্বাদ আছে।
দেখে ভালো লাগলো।

হুম আপনাকে আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

সবই তো বুঝলাম শুধু খিচুড়ি খাওয়ার ধান্দা 😀🤣। যাই হোক অনেক মজাদার পোস্ট করেছেন খিচুড়ি খেয়েছেন তার আগে বিভিন্ন ভাজাপোড়া খেয়েছেন বন্ধুদের সাথে নিয়ে ছোট ভাইদের সাথে নিয়ে সেই খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ এতদিন শহরে ছিল এখন তো বাড়িতে আসছে কোন দাওয়াতী মিস করবা না সবই খেয়ে ফেলবা। যেখানেই যাও মামাতো ভাইকে সাথে নিয়ে যেও।