আজকে আমার চোখের সামনে একটা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে কিছু মানুষ বেঁচে গেল।
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান রাব্বুল আলামিনের নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহতালার রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো আজকে আমার চোখের সামনে একটা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে কিছু মানুষ বেঁচে গেল।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা ভয়াবহ দুর্ঘটনার কথা বর্ণনা করব। আমি যে দুর্ঘটনার কথাটি বলছি তা হল একটা অটো গাড়ি দুর্ঘটনার কথা। অর্থাৎ আমি যখন আজকে সকাল 9 টার দিকে টিউশনি করার জন্য স্কুলের দিকে যাচ্ছি।
সে সময় একটা অটো রাস্তা দিয়ে যাত্রী বোজাই সহ যাচ্ছে। আমি দেখতে পেলাম যে গাড়িটা আমার সামনে দিয়ে গেল। কিন্তু আমি দুই মিনিট সামনের দিকে যেতেই। দুই মিনিট পরেই পিছন দিকে তাকিয়ে লোকজনের চিৎকার শুনতে পেলাম।
লোকজনের চিৎকার শুনে পিছন দিকে তাকিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম করুন অবস্থা অটো গাড়িটা দুই তিন উল্টা দিয়ে রাস্তার উপরে পড়ে গিয়েছে। গাড়িটা পড়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাস্তাটা খুবই খারাপ অবস্থা। রাস্তাটা খারাপ অবস্থা দীর্ঘদিন হলো কারণ এই রাস্তার কাজ না আসায় রাস্তার এই করুণ অবস্থা।
আর এই রাস্তাটা হল চর গিরিশের রাস্তা। চরগিরিশ একটা নদী ভাঙ্গন এলাকা প্রতিবছরই নদী ভেঙে যায় কম আর বেশি। তাই এই রাস্তার কাজ করতে দেরি করছে। তবে কিছুদিন পরেই রাস্তাটি মেরামত করতে পারে কারন এখন খুব খারাপ অবস্থা মাঝে মাঝেই দূর্ঘটনা হয়ে থাকে।
ছবিতে দেখতে পারছেন অনেকগুলো লোক দাঁড়িয়ে তারা যাত্রীদের চিৎকার শুনে তাদের কাছে এগিয়ে যায় এবং অটো গাড়িটা তোলার চেষ্টা করে। তারা তাড়াতাড়ি ধরে অটোটা তুলে পড়ে যাওয়া মানুষগুলোকে বাঁচায়।
আসলে যদি পাশে লোকজন না থাকতো। তাহলে দেখা যেত কিছু যাত্রী মারা যেত। কিন্তু ভাগ্য ভালো অর্থাৎ আল্লাহর রহমতে বেচে গেল।কারন অনেক লোক রাস্তার পাশেই ছিল।
তাই রাস্তার পাশে থাকা লোকগুলে গিয়ে অটোটা তুলে যাত্রীগুলোকে বের করে। কারণ এমন পরিস্থিত হয়েছিল যে অটো গাড়িটা দুই তিন উল্টা দিয়ে রাস্তার ওপরে পড়ে গিয়েছিল। কারণ রাস্তায় একটা গর্ত ছিল সেই গর্তে গাড়ির চাকা পড়ে গিয়ে গাড়িটা উল্টে যায়।
গাড়িটা উল্টে গিয়ে রাস্তার পড়ে যায়। ভাগ্য ভালো ছিলো যে গাড়ির সামনে অন্য কোন গাড়ি ছিল না। তাই ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে আজকে অনেক যাত্রী বেঁচে গেল। এমনিতে দেখা যাচ্ছে আজকে ছিল হাটের দিন।
তাই যাত্রী বোজাইসহ অটো গাড়িটা যাচ্ছিল হাটের দিকে। কিন্তু ইতিমধ্যেই রাস্তার মধ্যে এই দুর্ঘটনটা হয়ে যায়। তাই বলা যায় আল্লাহ তাআলা সহায় ছিল। তাই আজকে এই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অনেক যাত্রী বেঁচে যায়। আসলে কোথায় আছে আল্লাহ যদি মারে তাহলে কেউ বাঁচাতে পারে না।
আবার আল্লাহ যদি বাচায় তাহলে কেউ মারতে পারে না। কথাটা একদম ঠিক এবং ১০০% সত্য কথা। কারণ আজকে আল্লাহ পাক সহায় ছিল তাই কিছু যাত্রী দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহতালাকে বিপদে আপদে সুখে শান্তিতে সব সময় আমাদের মনে করা উচিত।
তাই আমরা আল্লাহ তায়ালার নিয়ম কানুন এবং হুকুম মেনে চলব তাহলে ইনশাআল্লাহ আমরা যেকোনো ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবো।
বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আমাদের এলাকার সড়ক দুর্ঘটনার কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। অন্যদিন আবার নতুন টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ
বন্ধুরা আমি যে ছবিগুলো তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।
Device | Name |
---|---|
Android | Realme C15 |
Camera | 8MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @hafizur46n |
Car accidents are the main cause of injuries in any country.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Right bro, car accidents happen in almost every country. Thank you so much for reading my post and posting valuable comments. Be well brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপনি পোস্ট করে বুঝতে পারলাম কিছু মানুষ ভয়াবহ দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গিয়েছে এটা হয়তো আল্লাহ তাআলার অশেষ একটা নিয়ামত।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Many many thank you for support ❤️❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাড়ি চালানোর সময় ড্রাইভারদের খুব সতর্কতার সাথে চালাতে হবে কারন দুর্ঘটনা কোথায় কখন হয় বলা যাবে না ৷ একটি দুর্ঘটনা অনেক মানুষের প্রান যেতে পারে ৷ তাই সাবধানতার সাথে রাস্তা দেখে আমাদের পারাপার হতে হবে ৷ ভালো থাকবেন ভাই ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ঠিক বলেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit