মানুষের কাছে এমন কিছু চাওয়া উচিত না যেটা তার জন্য অসম্মান জনক।

in hive-120823 •  2 years ago 

মানুষের কাছে এমন কিছু চাওয়া উচিত না যেটা তার জন্য অসম্মান জনক।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টার নাম হলোঃ-মানুষের কাছে এমন কিছু চাওয়া উচিত না যেটা তার জন্য অসম্মান জনক।

আমরা অনেক সময় নিজের প্রয়োজনে অন্য মানুষের কাছে কিছু চেয়ে থাকি।কোন মানুষের কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, ঐ মানুষটা সেই জিনিস দিতে পারবে কি না।

আমি তার কাছে যে জিনিস চাচ্ছি সে জিনিসটা তার কাছে আছে কি না, আরও মনে রাখতে হবে আমি যে জিনিস চাচ্ছি সেটা আমার জন্য উপযুক্ত কি না?এ সকল বিষয় খেয়াল রেখে কারো থেকে কোন কিছু চাওয়া প্রয়োজন। তবে কারো কাছে কোন কিছু না চাওয়া টাই ভালো।

Pixabay

hand-1925875_1280.webp

অন্য মানুষের কাছে এমন কোন কিছু চাওয়া যাবে না, যে জিনিস তার কাছে নাই, অথবা যে জিনিস চাইলে সে লজ্জিত হবে, এবং এমন কোন কিছু চাওয়া যাবে না, যে জিনিস আমি নিজে ব্যবহারের উপযুক্ত নই। এমন কিছু চাইতে হবে যেটা সে দিতে পারবে বা আমি সেটা ব্যবহার করতে পারব।

আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাটা পড়লে বিষয়টা খুব ভাল ভাবে বুঝে আসবে। একবার বাদশাহ সিকান্দার তার প্রজাদের ডেকে বললেন আমি তোমার সব কিছু দিয়েছি।আমার কাছে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি।

এমন কেউ নাই যে আমার কাছে কিছু চেয়েছে আর আমি তাকে দেই নাই। প্রজাদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে দ্বাড়িয়ে বলল, আমাকে এক টাকা দিন, বাদশাহ সিকান্দার বললেন তুমি যেটা চেয়েছো সেটা আমার জন্য অসম্মান জনক।

এবার ঐ লোকটি বলল তাহলে এই পুরো দেশ আমাকে দিয়ে দিন।এবার বাদশাহ সিকান্দার বললেন তুমি এটার অযোগ্য, তিনি আরও বললেন তুমি প্রথমে যেটা চেয়েছো সেটা আমার জন্য মানহানির আর দ্বিতীয়বার যেটা চেয়েছো সেটার যোগ্য তুমি নও। এই জন্য তুমি দুইটার একটাও পাবে না।

তুমি এমন কিছু চাও যেটা আমার জন্য সম্মান জনক এবং সেটা পাওয়ার যোগ্য এবং তুমি সেটা ব্যবহার করতে পারো, ঐ ব্যাক্তি বাদশাহ এর কথা শুনে লজ্জিত হয়ে গেল এবং বাদশাহ এর কাছে আর কিছু চাইলো না।আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে অন্য দিন আবার নতুন টপিক নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।

TQ.png

             @hafizur46n 

Picsart_23-01-14_15-48-49-892.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Congratulations! This post has been upvoted through -steemcurator07. We support quality posts, and good comments anywhere, with any tags.
PicsArt_05-29-09.43.25.jpg
Curated by :@radjasalman

Many many thank you for your support ❤️❤️❤️❤️

এমন কেউ নাই যে আমার কাছে কিছু চেয়েছে আর আমি তাকে দেই নাই। প্রজাদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে দ্বাড়িয়ে বলল, আমাকে এক টাকা দিন, বাদশাহ সিকান্দার বললেন তুমি যেটা চেয়েছো সেটা আমার জন্য অসম্মান জনক।

আপনার গল্পেটি অনেক ভালো লাগলো,, কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিলো। আমাদের যেনে রাখা উচিত কারো কাছে কোন জিনিস চাইবার আগে তাহার কাছে সেই জিনিস টা আছে কি না তা নির্ধারন করা।

আর আমি যা চাইছি তা আমি পাবার যোগ্য কিনা। সে বিষয় সম্পর্কে নিজেকে প্রশ্ন করা। তাহলে কারো সম্মানের গারতি হবে না আশা করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য ভালো থাকবে।

Loading...

গল্পটি তে অনেক বুঝার কিছু রয়েছে ৷ তারপর যে কথা আপনি বললেন একটি মানুষের কাছে এমন কিছু জিনিস চাওয়া যাবে না সেটা যেন তার আসম্মানের ঘাটতি না হয় ৷ এইসব গল্প হলেও কিছু সত্য গল্পের সাথে মিল থেকেই যায় ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন ভাই

আমরা সব সময় না জেনে একটি জিনিস একটি মানুষের কাছে চেয়ে থাকি ।সেই জিনিসটি সব সময় দেখা গেলো তারা দিতে পারে না তার জন্য হতে পারে আমরা অপমানিত হতে পারি বা যে দিতে পারলো না সেও অপমানিত হতে পারে। এবং আরো হতে পারে আমরা যে জিনিসটা চাইলাম সেই জিনিসটা সেই মানুষের সাধ্যের বাহিরে চলে গিয়েছে আমরা সব সময় যদি একটু ভেবে বা জেনেশুনে যদি চাই তাহলে কোন মানুষই লজ্জিত হবে না।

খুবই মূল্যবান একটি গল্প আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই