নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন। আজকে কেনাকাটা নিয়ে আরো কিছু লিখব ভেবেছিলাম। কিন্তু হয়ে উঠলো না। সকাল থেকেই গানে আমেজে রয়েছি। আজ সকালে বেশ অনেকক্ষণ বারোটা থেকে প্রায় এক ঘন্টা রবীন্দ্র সংগীত গাইছিলাম। তারপর অনেকক্ষণ পছন্দের হিন্দি গানগুলো শুনছিলাম।
যখনই আমি গান রেওয়াজ করতে বসি তানপুরা না হলে হারমোনিয়াম সঙ্গে তো থাকেই, কিন্তু সখ করে আমি গিটারও কিনেছিলাম, শেখার সময় দিতে না দিতেই পড়াশোনার চাপে কলকাতা চলে যেতে হলো। তারপর গিটার শেখা হয়ে ওঠেনি। তবে ওই টুকটাক যেটুকু পারি, সেটুকু দিয়ে নিজের পছন্দমত গানগুলো চেষ্টা করি।
কিন্তু বেশির ভাগ সময়েই হারমোনিয়াম অথবা খালি গলায় গান করি। এক পরিচিত দাদা মাঝেমধ্যে আমাকে গিটার বাজিয়ে সঙ্গ দিতে আসতো। সে এখন পড়াশোনা সূত্রে ব্যাঙ্গালোরে চলে গেছে, তাই তার সাথেও আর গানের আসরে বসা হয়ে ওঠে না। কবে যে ঠিকঠাক ভাবে গিটার বাজানো শিখতে পারবো জানিনা। আজকে যখন বহুকাল পর গিটারে হাত দিয়েছি। গিটারের তার গুলোর প্রেসারে আঙুল তো পুরো শেষ হয়ে যাওয়ার জোগাড়।
তবু অনেকক্ষণ চেষ্টা করছিলাম বাজানোর। ভুলভাল আওয়াজ হচ্ছিল গিটার দিয়ে। বেশ অনেকদিন পড়ে থাকায় এই অবস্থা। আমার এত খারাপ লাগছিল। খুব তাড়াতাড়ি এটা সার্ভিসিং করতে হবে। আমার হারমোনিয়াম কিন্তু দুর্দান্ত চলে। কিন্তু গিটারের অবস্থা দেখে খুবই আফসোস হচ্ছিল। আমি তবুও অনেকক্ষণ বাজানোর পর কিছুটা ঠিক হয়। এই অবস্থাতেই একটা পছন্দ মত গান রেকর্ড করেছি।
বেশ অনেকদিন ধরেই প্ল্যাটফর্মে গান পোস্ট করা হয় না। গান রেকর্ড করতে কত যে ঝামেলা হয় তা বলে বোঝাবার নয়। রাস্তার পাশে বাড়ি। গাড়ির হর্ন আর মানুষের আওয়াজ তো লেগেই থাকে। কতবার যে রেকর্ড বন্ধ করে আবার নতুন করে শুরু করতে হয়েছে। এখানে তো আর এডিটিং এর ব্যাপার নেই। একেবারেই পুরোটা প্রথম থেকে শেষ অব্দি পুরো ডাইরেক্ট একটা ভিডিও।
গিটারের সাউন্ড হয়তো আপনাদের কানে লাগতে পারে। প্রথমেই এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সাথে এই কমিউনিটিতে প্রথম গান শেয়ার করছি। তাও এত বাজে একটা আওয়াজ নিয়ে। তবে অবশ্যই ভবিষ্যতে অনেক সুন্দর করে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মত এটুকুই মেনে নিন।
গানের ভিডিও
যে গানটি আমি কভার করছি, গানটির নাম- আমাকে নাও।
এই গানটি শ্রীকান্ত ওয়েব সিরিজের গান।
নিচে গানটির লিরিক্স দেওয়া হল -
"তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা
এই ঘুম ঘোর নাও না
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা যোগান হয়ে বাজে
যদি ফের দেখা দাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও উজাড় করে নাও।
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও"
গানের যেটুকু আমি কভার করেছি সেটুকুরই লিরিক্স আমি এখানে শেয়ার করলাম। একেবারেই নিজের পুরোপুরি মন মত হয়নি। তবুও আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। পরেরবার সুন্দর করে ফুল প্রিপারেশন নিয়ে ভালো করে রেকর্ড করব।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা গান গায় তাদের সবাইকেই বোধ হয় মাঝে মাঝে গানে পায়। আমার ছেলে গিটার বাজাতো। যদিও ওর গিটারটা ইদানীং নস্ট হয়ে যাওয়ার কারনে বাজাতে পারতেছে না।
ওকেও দেখতাম আপনারই মতো ঘন্টার পর ঘন্টা গিটার নিয়ে পরে থাকতে।আপনার হাতের আঙুলের কথা পড়তেছিলাম আর ওর হাতের আঙুল আমার চোখে ভেসে ওঠতেছিলো।
পরের দিকে অবশ্য শক্ত হয়ে গিয়েছিল।
আপনার গান শুনে খুব ভালো লাগলো। ভবিষ্যতে আরো এমন ভিডিওর অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক কথা বলেছেন। আমারও কবিতা পায়, গান পায়।
আপনার ছেলের এত ইন্টারেস্ট গিটার নিয়ে, জেনে ভালো লাগলো দিদি। ওকে সাপোর্ট করবেন । অনেক ভালো হবে ওর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি গান শুনলাম। গান মনের তৃপ্তি মেটায়। কম বেশী আমরা সবাই গুনগুন করে গান গাই। কিন্তু আপনি ভাগ্যবতী কারণ আপনার সুন্দর একটি কন্ঠ রয়েছে।ধন্যবাদ আমাদের এত সুন্দর গান্টি উপহার দেওয়ার জন্য।আপনার পরবর্তী গান শোনার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য এবং গান শোনার জন্যে। সবই ভগবানের ইচ্ছা। আশীর্বাদ রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হয়তো ভাবছেন গিটার দিয়ে অনেকদিন পরে গান বলার কারণে খুব একটা ভালোভাবে বলতে পারেন নি তবে আমার কাছে মনে হয়েছে।।
আপনার গানটা খুব খুব সুন্দর হয়েছে এগিয়ে যান এভাবেই আমাদের সাথে শেয়ার করতে থাকুন আপনার সব মজার মজার গান।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভীষণ শান্তি হলো যে গান টা ভালো শোনাচ্ছে। গিটার এখন ঠিক হয়েছে। কিন্তু রেকর্ডের সুযোগ হচ্ছেনা। যাইহোক ধন্যবাদ আপনাকে দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পছন্দের গানটি আসলেই অনেক সুন্দর হয়েছে ৷ আপনার কাছে আশাবাদী এই ধরনের গাছ সামনে আরো আমাদের মাঝে উপহার দিবেন ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই আমি সময় পেলে আরও গান শেয়ার করব। ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit