ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তৈরির রেসিপি

in hive-120823 •  3 days ago  (edited)

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। সকলকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলা থেকে যেহেতু মিশনারি স্কুলে পড়েছি তাই বড়দিন আমার কাছে সত্যিই মজার। আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পুরোপুরি মিশনারি স্কুলে। তাই ক্রিশ্চিয়ান আদব কায়দায় বড়দিন পালন আমরাও করেছি প্রচুর। স্কুলে বড় দিনের আগে কত অনুষ্ঠান হয়েছে।

তার সাথেই যেহেতু কৃষ্ণনগরের চার্চ আছে, এ কারণে কৃষ্ণনগরের সকলে বড়দিনে বেশ আনন্দ করে। সবাই মিলে চার্চের মেলাতে ঘুরতে যায়। এই সময় অন্তত তিনদিনের জন্য চার্চ সারাক্ষণ খোলা থাকে। যদিও এখন অব্দি আমার যাওয়া হয়নি। তবে ইচ্ছা আছে আগামীকাল যাব।

যেহেতু বড়দিন আসলেই কেক খাওয়ার একটা হইহই পড়ে যায় চারিদিকে, তাই ভাবলাম আজকের দিনে আপনাদের সকলের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করি। আর অবশ্যই এটা ক্রিসমাস স্পেশাল কেক। ক্রিসমাস স্পেশাল কিভাবে ফ্রুট কেক বানাতে হয়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব।

IMG-20241225-WA0014.jpg

ক্রিম কে করতে যতটা খাটনি হয়, এখানে অতটা খাটনি হয় না। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই এই কেক তৈরি করে নেয়া যায়। এইবারে আমি মোট পাঁচটা ফ্রুট কেক তৈরি করেছি। গত পরশুদিন দুটো, আর গতকাল তিনটে তৈরি করেছি। তার মধ্য থেকেই একটি দিনের রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে প্রথমে উপকরণ গুলো দেখে নিই।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
ড্রাই ফ্রুটসইচ্ছেমতো
নুনএক চিমটি
ফ্রুট জুসএক কাপ
সুগার সিরাপহাফ কাপ
মধু২ চামচ
ময়দা৫০০ গ্রাম
কোকো পাউডারতিন চামচ
চিনির গুড়োহাফ কাপ
দারচিনি, লবঙ্গ,এলাচ গুঁড়োএক চামচ
১০বেকিং পাউডার৩ টেবিল স্পুন
১১বেকিং সোডা১/৪ চা চামচ দুইবার

লিংক

প্রথম ধাপ

প্রথমেই ইচ্ছামত আপনারা ড্রাই ফুডস নিয়ে নিন। আমি যেমন এখানে, টুটি ফ্রুটি, কিসমিস, কাজুবাদাম, মিক্স ফ্রুট, খেজুর ব্যবহার করেছি। সাথে মোরব্বা। যাইহোক প্রথমেই সমস্ত কিছুকে আমি ফলের রস এ ভিজিয়ে রাখবো। এখানে আমি রিয়েল ফ্রুট জুস ব্যবহার করেছি। সমস্তটা জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি সারাদিন ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম।

20241225_135938.jpg

দ্বিতীয় ধাপ

এবার সুগার সিরাপ তৈরি করে নেব, এর জন্য একটি পাত্রে ছোট কাপের এক কাপ চিনি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই দিয়ে রেখে দিয়েছিলাম। চিনিটা গলে যাওয়ার পরে ব্রাউন হয়ে যাওয়ার পরে তাতে সেই একটা পরিমাণ জল অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে মেশাতে লাগলাম। পুরোপুরি ভালোভাবে মিশে গেলে, তৈরি হয়ে যাবে সুগার সিরাপ।

20241225_140102.jpg

তৃতীয় ধাপ

এবারে এই সিরাপ আর মধু আমি ভিজিয়ে রাখা ফ্রুটসগুলোর মধ্যে অ্যাড করছি।

20241225_140735.jpg

চতুর্থ ধাপ

এবারে দিয়ে দেবো ময়দা, কোকো পাউডার এবং চিনির গুঁড়ো। সমস্ত কিছুর পরিমাণ ওপরে উপকরণের লিস্ট দেওয়া আছে। আমি যতটা পরিমাণে সমস্ত কিছু নিয়েছি তাতে আমার তিনটে কেক তৈরি হয়েছে।।

20241225_140820.jpg

পঞ্চম ধাপ

সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কাজুবাদাম এবং মোরব্বা দিয়ে দিচ্ছি। এবং সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।

20241225_140909.jpg

ষষ্ঠ ধাপ

ফ্রুট কেকে এক ধরনের মসলা এড করতে হয়। হামানদিস্তা তে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ , সেগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। সেই গুড়োর এক চামচ আমাকে ব্যবহার করতে হবে।। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব।

20241225_141005.jpg

সপ্তম ধাপ

সবশেষে দিয়ে দেব বেকিং পাউডার এবং বেকিং সোডা। এ জায়গায় বলে রাখি মিশ্রণটা খুব টাইট মনে হলে আপনারা অল্প করে দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু ফ্রুট জুসের ভিজিয়ে রাখা হয়েছিল,জুসটা এর মধ্যে অনেকটাই লেগে যায়, এ কারণে দুধ কম ব্যবহার হয়। যাইহোক সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরবর্তী স্টেপে যাব।

20241225_141029.jpg

অষ্টম ধাপ

কেকটিম গুলোকে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে, তাতে বাটার পেপার বসিয়ে দিতে হবে। তারপর কেকের মিশ্রণটি ঢেলে দিতে হবে।একটা কড়াই ফ্রি হিট করে রেখেছিলাম ৫ মিনিটের জন্য। সেটার মধ্যেই বসিয়ে দিচ্ছি কেক টিন।

20241225_141200.jpg

নবম ধাপ

প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা লো ফ্লেম এ বেক হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরেই কেক তৈরি হয়ে গেছে।

IMG-20241225-WA0013.jpg

এবার এই গরম গরম কেক আপনারা সকলের সাথে শেয়ার করে নিন। অথবা ঠান্ডা করে তারপরে শেয়ার করুন।

IMG-20241223-WA0005.jpg

যে কেক টিনটা চৌকো ধরনের ছিল, সেখান থেকে ঠিক এইভাবে পিস পিস করে কেক কেটে নিয়েছি।

IMG-20241223-WA0006.jpg

আপনারা বুঝতেই পারছেন কতটা পরিমাণে ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করেছি। বাড়িতে তৈরি করলে এটাই একটা সুবিধা, আপনারা আপনাদের পছন্দমত বেশি পরিমাণে অনেক কিছু ব্যবহার করতে পারেন। একবার আমার মতন করে বাড়িতে তৈরি করে দেখুন। অনেক সুন্দর খেতে হবে। আজকের মত এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

স্পেশাল ফ্রুট কেক, নামটা যেমন স্পেশাল দেখতেও বেশ স্পেশাল লাগছে, ড্রাই ফুড গুলো কেকের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করেছে, দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে খেতে, আজকে আপনারা সবাই মিলে কেক উপভোগ করুন, কালকে আবার চার্জ ঘুরতে যাবেন শুনে খুব ভালো লাগলো।

ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক, অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন ।প্রতিটা ধাপেই খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন এই কেক । আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম কিভাবে, বাসায় এই স্পেশাল ফুট কেক তৈরি করা যায় । আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো । ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।

Loading...

আপু আপনার পোস্টটি সত্যিই অসাধারণ হয়েছে। বড়দিনের বিশেষ ফ্রুট কেকের রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনি কেক তৈরির পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে শেয়ার করেছেন এবং উপকরণগুলোও বেশ সোজাসাপ্টা।

ড্রাই ফ্রুটস, মধু, সুগার সিরাপ এবং মশলা গুলোর ব্যবহার কেকটিকে একদম বাড়ির পরিবেশে তৈরি করার মতো বানিয়েছে। এই কেকটি সত্যিই পরিবারের সবাইকে আনন্দ দেবে। আপনার হাজারো ব্যস্ততার মাঝেও সুন্দর করে কেক বানানোর প্রক্রিয়া টি সত্যি এক কথায় অসাধারণ ।

আমি নিশ্চিত, এই রেসিপি অনুসরণ করে কেকটি তৈরি করলে অনেক মজাদার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন

🎨 @isha.ish - fantastic content as always! 🌈 🌈

image

Hey friend! 🎉 Come check out your awesome post on my shiny new front-end! It's still a work in progress but I'd love to hear what you think! View your post here

Christmas cake is looks amazing..

Merry Christmas 🎁⛄

আমি এর আগেও আপনার কেক বানানোর রেসিপি গুলো খুব সুন্দর ভাবে পরিদর্শন করেছি। আর আজ বড়দিন উপলক্ষে খুব সুন্দর একটা কেক তৈরি করেছেন,,,
যেটা দেখে সত্যি ভালো লাগলো এবং পুরো রেসিপিটাই শিখতে পারলাম এমন ধরনের কেক আমি ভীষণ পছন্দ করি অনেক বেশি পুষ্টিকরও হয়। ধন্যবাদ খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।