আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন। আপনাদের মাঝে নতুন করে আমার শৈশব এর কিছু কথা শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে।
এই পথ চিরচেনা : আমার মন টা আজকের আকাশের মতোই মেঘাচ্ছন্ন । মনটা খুব খারাপ বিকালে হাটতে হাটতে আমি আর আমার ছেলে ঘুরতে বের হলাম। মনে পড়লো হাজারো কথা যদি ফিরে পেতাম সেই দিন গুলো,,
মন খারাপ করতে পারি কিন্তু কান্না করতে পারিনা। এই রাস্তায় জড়িয়ে আছে সেই শৈশবের অতৃপ্ত ভালোবাসা জড়িয়ে আছে আবেগ মাখা সৃতি। তখন বুঝতাম না জীবনের মানে খুজতাম না কোন সুখ ভেবেছিলাম এই জীবন কখনো ফুরাবে না। তখন জীবন টা ছিলো পাখির মতো কোন ছিলো না বাঁধা,, আর এখন ডানাহীন পাখি। এই রাস্তায় কতই না সৃতি ভেসে বেড়ায়। এই রাস্তা দিয়ে আমরা স্কুল যেতাম কত না সৃতি আছে হাসতে হাসতে রাস্তার এ মাথা ও মাথা করবো তখন ভাবতাম আমরাই একমাত্র সুখী মানুষ। এই করতে করতে স্কুলে পোছাবো। ক্লাস রুমে তিন জন চুপ করে বসে থাকবো, পিটি করবো না বলে কতই অযুহাত দিয়েছি। তখন ভাবতাম আমাদের জীবনে কোন পুরুষ মানুষ আসতে পারবে না। স্বাধীন ভাবে মুক্ত বাতাসে নিজেদের জীবন আলিংগন করবো। কিন্তু এই কথা টা ছিলো তখন ভুল সেই স্বাধীন জীবন কই গেলো আর কি পাবো ফিরে কখনো। এই সেই রাস্তা এখন তাল গাছ গুলো বড় হয়ে গেছে যখন স্কুল যেতেম ঐ তাল গাছ গুলো হাত দিয়ে নাড়া দিতাম এখন গাছ গুলো বড় হয়ে গেছে আকাশ ছুঁই ছুঁই ভাব। এখন তিন জন তিন দিকে যে যার জীবন নিয়ে ব্যাস্ত, কে কি ভাবে বাচবে কি ভাবে বড় হবে। শুধু আমিই রয়ে গেলাম সেই সৃতি নিয়ে।
![IMG_20231116_161907_076.jpg](UPLOAD FAILED)
বাড়ি ফেরার পথে : আনমনে হাটছি দেখছি কয় জন মেয়ে বেশ সাজুগুজু করে আসছে তাদের দেখে শৈশব এর ঐ দিন গুলোর কথা মনে পড়ে গেলো, আমরা ও মন করে শাড়ি পড়তাম স্কুলে অনুষ্ঠানে ক্লাসে সবাই মিলে ঘুরতে যেতাম পিকনিক করতাম তখন জীবনের কালো দিন গুলো ছিলো না। এখন হাসতে ভয় লাগে মন খুলে যদি দুঃখ চলে আসে। জীবন যদি পরিবর্তন না হতো জীবনে যদি বড় না হতাম কতই না সুখের হতো। জীবনের সৃতি হয়ে থাকবে শৈশব এর কাটানো প্রতি টা মুহূর্ত প্রতি টা আনন্দ ময় সৃতি।
মোরগ: এই যে মোরগ টা দেখছেন এটা আমাদের বাড়ির মোরগ ছোট থেকে বড় করা আম্মু কে বলছিলাম শীতের সকালে চালের গুড়া দিয়ে রুটি তৈরি করে মোরগের গোশত দিয়ে খেতে বেশ মজা হবে। আরো যদি পরিবারে মানুষ গুলো এক সাথে মিলে মিশে ভাগাভাগি করে খাওয়া হয়।
আজকের মতো এখানে শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়ে রাস্তায় উঠার পর পুরনো দিনের অনেক কিছুই আপনার মনে পরে গেল।আসলে এমনই হয় আমিও যখন আমার বাবার বাড়ির এলাকায় যেয়ে সেই পরিচিত রাস্তা দিয়ে হাঁটি কিংবা নিজের স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এমনকি স্কুল ড্রেস পরা কাউকে দেখলেও হাজারো স্মৃতি এসে ঘিরে ধরে মূহুর্তের মাঝেই।
এত চমৎকার করে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপ্নার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের মনে শৈশব এমন ভাবে লেগে আছে যেটা কোনভাবেই বলা যায় না।। যেখানেই শৈশবের স্মৃতি রয়েছে সে জায়গায় গেলে মনটা এমনি খারাপ হয়ে যায়।।।
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে যদি ফটোগ্রাফি গুলো মার্কডাউন করে দিতেন তাহলে আরো বেশি সুন্দর হতো।।
আপনি বাইজিদ ভাইয়ের পরিচিত যদি বাইজিদ ভাইকে বলেন তাহলে সে আপনাকে অনেক সুন্দর ভাবে মার্কডাউন শিখাবে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য,, এবার থেকে মার্কডাউন করে নিবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে রাস্তা দিয়ে বড় হয়েছেন সেই রাস্তা দিয়ে আমিও বড় হয়েছি তাই আপনার পোস্টের মাধ্যমে ওই রাস্তার ফটোগ্রাফি দেখে আজ আমারও মনটা খারাপ হয়ে গেলো।
আপনি এবং আপনার সন্তান একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন এবং আপনার মনে পড়ে গেলো এই রাস্তার চলাফেরা করার স্মৃতি যে স্মৃতি গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ,, আমার পোস্ট গুলো পড়ে আবার কমেন্ট কারা জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit