শহরে গরমের আবহাওয়া

in hive-120823 •  7 months ago 

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। এই প্রচণ্ড গরমে ভালো থাকো ও
অনেক দুষ্কর।

  • শহরে গরমের আবহাওয়া

IMG_20240222_091904_933.jpg

গ্রীষ্মের শুরু থেকে প্রচন্ড গরম উত্তাপ এর একমাত্র কারণ প্রকৃত থেকে গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। প্রধান কারণ রাস্তাঘাট তৈরি কলকারখানা তৈরি বসবাসের জন্য গাছপালা কেটে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে এতে করে অক্সিজেনের অভাব হচ্ছে এবং সম্পূর্ণ জীব পশুপাখি মানুষের উপরে প্রভাব পড়ছে।

আগে আমরা দেখতাম রাস্তার দুই পাশে গাছপালা সবুজের সমারহ যেতাম আসতাম প্রচন্ড রোদে তাপে গাছে নিচে বসে আমরা বিশ্রাম নিতাম কিন্তু সেটা এখন রাস্তাঘাট তৈরির জন্য। গাছপালা কেটে রাস্তা বড় করা হচ্ছে। এটা হয়তো জনগণের জন্য ভালো দিক কিন্তু বেঁচে থাকার জন্য একমাত্র প্রকৃতির অক্সিজেন যেটা আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বেঁচে থাকার মাধ্যম।

IMG_20240223_164535_303.jpg

  • বিশেষ দ্রষ্টব্য

আমার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ আমরা যদি প্রত্যেকে নিজ দায়িত্বে দুইটা করে গাছ লাগায় তাহলে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং প্রচন্ড তাপ এবং গরম থেকে বেঁচে থাকতে পারবো একটু হলেও।

আমাদের চারপাশে প্রকৃতির গাছপালা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ লাগালে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে এজন্য বড় বড় গাছ রাস্তা তৈরির জন্য কেটে ফেলা হচ্ছে এগুলো কত যে ক্ষতিকর একটা প্রভাব পড়ছে সেটা এখন বোঝা যাচ্ছে। আপনি একটা বিষয় পরীক্ষা করে দেখবেন আমরা যখন গাছ তলায় থাকি তখন অক্সিজেনের পরিমাণটা বেশি অনুভব করি আর যখন গাছ থেকে কোন খোলা আকাশের নিচে থাকি তখন বুঝবেন যে গরমের আবহাওয়াটাও তাপমাত্রাটা কতটা প্রখর।

IMG_20240405_225427_432.jpg

দিন দিন উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে গাছপালা নিধারণ করা হচ্ছে এর ফলে প্রভাব পড়ছে। শহরে গাছপালার থেকে বিল্ডিং কলকারখানা গার্মেন্টস বিষাক্ত কেমিক্যাল কারণে মানুষ ও জীবজন্তুর জীবনের ঝুঁকি নিয়ে আজ এই পর্যন্ত এসেছে।

একটা কথা আছে না গাছ লাগান পরিবেশ বাঁচান এজন্য আমরা যখন একটা পর্যাপ্ত গাছ কেটে ফেলি তখন আমাদের উচিত একটা গাছের পরিবর্তে তিনটা গাছ রোপন করা কিন্তু আমরা এই বড় বড় গাছ গুলো কেটে ফেলি অক্সিজেনের পরিমাণ দিন দিন কমতে থাকছে।

এইতো কয়েকদিন আগের কথা আমি যখন গ্রামে থাকতাম অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকতো না, গাছের নিচে বসে কতইনা হাসি আড্ডা করতাম।গরমের দিনে কচি আম ভর্তা করতাম আহহ কি মজা,, এখনকার ছেলেমেয়েরা তারা কখনোই জানতে বা অনুভব করতে পারবে না, আগেকার দিনে গরমের সময়,, যখন বিদ্যুৎ থাকতো না সন্ধ্যার সময় সবাই একসঙ্গে উঠানে বিছানা পেতে বিশ্রাম নেওয়ার অনুভূতিটা এখন সেটা এসি রুমে থাকলেও সেই অনুভূতিটা অনুভব করতে পারবে না কত যে আনন্দের ছিলো।

আজকে আমরা যদি আমাদের প্রকৃতি নিয়ে সচেতন থাকতাম তাহলে এত গরম ও উত্তাপ আমাদের সহ্য করতে হতো না এবং কষ্ট পেতে হতো না এজন্য আমাদেরকে সচেতন থাকারই সবচাইতে বেশি গুরুত্ব।

আজকের মত এখানে শেষ করছি লেখার ভিতর কোন ভুল আনতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন। এবং বেশি বেশি করে গাছপালা রোপন করবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ভাই গরম বাড়ার কারণ হচ্ছে আমাদেরই ভুল গাছপালা কেটে গরমকে আমরাই আহ্বান করছি। এটা দিনগুলো অনেক সুন্দর ছিল ছোটবেলা দেখেছেন মা কাকিমাদেরকে দেখেছি সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেলে উঠানে বসে অনেক আড্ডা এবং গল্প করতে।

ধন্যবাদ ভাই পোস্টের মাধ্যমে আমার আবার ছোটবেলায় স্মৃতিগুলো আবার নাড়া দিব।
ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে স্যালাইন খাবেন

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। এবং এই গরমের সময়ে সবাইকে সচেতন থাকতে হবে। গরমের দিনে অসুখের বৃদ্ধি বেশি হয়।

Loading...

একদম ঠিক লিখেছেন যে আমাদের জীবনযাত্রা যতই উন্নত হচ্ছে আমরা ততই আামাদের চারপাশের গাছপালাকে কেটে ফেলতেছি।
আসলে তো বড় বড় বিল্ডিং আর রাস্তাঘাট বানানোর নামে গাছপালা কাটতেছি না, সত্যি কথা বলতে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছি আমরা।

একদিকে গরম বাড়তেছে অন্যদিকে বরফ গলে যাচ্ছে। মরুভূমির দেশে বৃষ্টি হচ্ছে আর বরফে ঢেকে যাচ্ছে চারপাশ। এগুলো আমাদের ধ্বংসকেই তরান্বিত করবে।

পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলতেছি আমরা নিজেরাই। প্রতিবছর গরম আসলে আমরা গাছপালা লাগানোর কথা বলি কিন্তু গরম চলে গেলেই বেমালুম ভুলে যাই।

চমৎকার একটা বিষয় এলাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। এই গরমের দিনে শহর কিংবা গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই গরমের দিনে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ে।

আজকে আপনার পোস্ট পড়ে নিজের মনটা ছুয়ে গেলো আসলে আপনি আপনার পোষ্টের মাধ্যমে যে কথাগুলো উল্লেখ করেছেন আপনার সাথে আমি সহমত আমরা আজ আমাদের পরিবেশ নিজের হাতে নিজেরাই নষ্ট করছি শহরে গাছ পালা খুবই কম দেখা যায় শুধু ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের কলকারখানা দেখতে পাই কিন্তু আমাদের গ্রামে গাছপালা আমরা দেখতে পাই যার জন্য আমাদের আবহাওয়া এবং পরিবেশ অনেক ভালো থাকে। সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য,, এই গরমের দিনে সবাইকে সচেতন থাকতে হবে। এবং বেশি করে পানি পান করতে হবে তা না হলে শরীর অসুস্থ হয়ে পড়বে।

Wa alaikum assalam your message beautifully highlights the importance of environmental awareness especially during hot weather when trees play a crucial role in providing shade and oxygen. Your plea for planting more trees resonates deeply as its essential for our well-being and the health of our planet. Keep spreading awareness and inspiring others to take action. May Allah bless you for your efforts. Take care..

Thank you very much for reading my post and leaving a nice comment. Wish you all the best and stay well.