আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
শহরে গরমের দিনে গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট।
বেশ কয়েক দিন ধরে আমি আবার অসুস্থ হয়ে পড়ি,, কারণ প্রচন্ড গরমের কারণে। তাপমাত্রা অতিরিক্ত হওয়ার জন্য শরীরের তাপমাত্রা বেড়ে যায়,, এই গরমে সঠিক পরিমাপে পানি পান না করলে শরীরের পানি ঘাম দাড়াই কমে গেলে শরীর অসুস্থ হয়ে পড়ে,, এজন্য আমাদের ঘন ঘন ঠান্ডা পানি পান করা প্রয়োজন তাই বলে ফ্রিজ থেকে ডাইরেক্ট ঠান্ডা পানি পান করলে শরীরের জন্য অনেক ক্ষতি কর।
- এবার আসি শহরে পানির সংকট নিয়ে গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১২ থেকে ১৩ ঘন্টা কোন প্রকার পানি ছিল না কারণ এই সময় পর্যন্ত বিদ্যুৎ ছিল না এইজন্য পানির প্রচন্ড ঘাটতি ছিল। রান্নার পানি খাওয়ার পানি গোসল করার পানি, ওয়াশরুমের পানি,, এই পানিগুলো নিত্য দিনের পানি,, এখানে আর ৮ টা ফ্যামিলির লোকজন বসবাস করে,, এই গরমের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসল করা না কোন প্রকার পানির চিহ্ন যদি না থাকে তাহলে কতটা ভোগান্তিতে পড়তে হয়, একমাত্র শহরের মানুষেরাই বুঝবে।
এক ছাদের নিচে আটটা ফ্যামিলি বসবাস করা যে কতটা কষ্টের একমাত্র আমি বুঝতে পারছি, কারণ পার্সোনাল ওয়াশরুম পার্সোনাল ক্রিসেন্ট,, প্রয়োজন কিন্তু এটা ফ্যামিলি বাসার সবচাইতে কঠিন পরিস্থিতি। ঢাকা শহরের নিজের সবকিছু পার্সোনালি থাকার জন্য কমপক্ষে ৮ থেকে ৯ হাজার টাকার বিনিময়ে সুন্দর রুম ক্রিসেন্ট ওয়াশরুম পার্সোনালি পাওয়া যায় কিন্তু বর্তমানে সেটা আমার কাছে অনেক কঠিন ব্যাপার।
প্রকৃতির শান্তি একমাত্র গ্রামেই গ্রামের গাছপালার প্রকৃতির পানি সবুজ নির্যাস মানুষের শান্তির প্রশ্বাস।
এবার আসি বিদ্যুৎ নিয়ে,, বর্তমানে তাপমাত্রা এত বেশি যে এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ ছাড়া চলাটা মৃত্যুর সমান আগুনের গোল্লায় থাকার মতন,, সেটা গতকাল আমি খুব অনুভব করতে পেরেছি কারণ একটানা যদি ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকে তাহলে প্রচন্ড তাপমাত্রায় মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে।। আমাদের দেশে বিদ্যুৎ গ্যাস পানি এই দিনটা জিনিস খুবই মৌলিক উপাদান এই দিনটা জিনিস ছাড়া মানুষ বেঁচে থাকার জন্য অপরিহার্য কৃত্রিমভাবে এই তিনটা জিনিস তৈরি করে কিন্তু শহরের মানুষ এতটাই অপচয় কারী যে তারা পরবর্তী সময়ে কথা একদমই চিন্তা করেন তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে এজন্য আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব যে সঠিক নিয়মে সঠিক সময়ে বিদ্যুৎ পানি গ্যাস ব্যবহার করে সেগুলা বন্ধ রাখা কিন্তু আমাদের দেশের অসচেতন নাগরিকরা তারা তাদের প্রয়োজন মিটানোর পরেও মূল্যবান জিনিস গুলোর প্রতি কোন দায়িত্ব পালন করে না।।
এইজন্য আমাদের উচিত প্রত্যেকের সচেতন হওয়া তাহলে আমাদের এত ভোগান্তিতে আর পড়তে হত না। এই যে গরম পড়ার একটা কারণও আছে আমরা নিজেদের ধ্বংস নিজেরাই করছি।
আজকের মতন এখানে শেষ করছি লেখার ভিতর কোন ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।
ঠিক বলেছেন আপু এই গরমের কারণে কারেন্টের জন্য কত মানুষ অসুবিধায় পড়ছে তা বলা যায় না। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমকালে বেশি বেশি করে পানি পান করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সুন্দর একটি মন্তব্য করার জন্য,, গরমের দিনে সচেতন থাকবেন এবং বেশি বেশি পানি পান করবেন, সুস্থ থাকবেন ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello,
@isratjahanpriya,
আপনি আপনার পোস্টে "key হ্যাশট্যাগ" হিসাবে #photography ব্যবহার করেছেন, যেটা সঠিক নয়। তাই আপনাকে অনুরোধ করবো #photography হ্যাশট্যাগটি ডিলিট করার জন্য। আপনার লেখার বিষয়বস্তু অনুসারে #lifestyle ই সঠিক "key হ্যাশট্যাগ"। ভালো থাকবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit