আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।আজকে আমার কাটানো সুন্দর একটা বিকাল বেলার পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।
সুন্দর একটা বিকাল
বেশ কয়েকদিন ধরে অসুস্থ,,, প্রচন্ড জ্বর সর্দি কাশি,, অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করছি। রুমের ভিতর আবদ্ধ হয়ে কতক্ষণ বা থাকা যায় তাই ভাবলাম বিকেল বেলায় একটু ছাদে গিয়ে প্রকৃতির বাতাস শরীরে লাগালে একটু শান্তি অনুভব করতে পারবো তাই হাঁটতে হাঁটতে ছাদে পৌছালাম। চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমি খেয়াল করলাম ছাদের কনে বেশ কিছু গাছ লাগানো আছে। আমার কাছে বেশ ভালো লাগলো। সবুজের সমারহ দেখে। তেলা কচুর পাতা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো এটা কে কি নামে ডাকে আমার কাছে জানা নেই কিন্তু আমাদের সাতক্ষীরাতে এই গাছকে তেলাকচু নামে সবাই চেনে। নিজের কাছে একটু অবাক লাগলো যে এত উচ্চতায় সামান্য একটা টবে এত সবুজ রঙে গাছ গুলো বেড়ে উঠছে। ছাদে কিছুক্ষণ থাকার পর আমি আমার রুমে চলে আসলাম।
- আকাশটা মেঘলা মেঘলা ছিল চারিদিক থেকে বাতাস বইছে তখন নিজের কাছে সুস্থতা অনুভব করলাম। ছাদে কয়েক জন পিচ্চি ছেলে মেয়ে খেলা করছে। আমি তাকিয়ে দেখছি,, আর ভাবছি এদের খেলার জায়গার কি অভাব। কিন্তু শহরের তুলনায় গ্রামে এই গরমের সময় বাচ্চারা শান্তিতে খেলাধুলা করতে পারে গাছ তলায় বসে আমরা গরমের দিনে গাছ তলায় বসে সবাই গল্প করতাম।
- গরমের দিনে অধিকাংশ সময় কারেন্ট আসে আর যায়। কিন্তু কারেন্ট গ্রামের তুলনায় শহরে একটু কম যাওয়া-আসা করে। কিন্তু গ্রামে আমার জানামতে ২৪ ঘন্টার ভিতরে ১৮ ঘণ্টা কারেন্ট থাকে না। তারপরেও গ্রামের আবহাওয়াটা সহ্য করার মতো। কিন্তু শহরে এক মিনিট কারেন্ট চলে গেলে আগুনের ন্যায় তাপ অনুভব করি।
- আমি ছাদে উঠে গাছ গাছালি আর দালানকোটার ছবি তুলছি। যে পিচ্চি গুলো খেলা করছিল তারা এসে বলছে আন্টি আমাদেরও পিক তোলেন আমিও তাদের পিক তুলে রাখলাম। এবং সেগুলো স্মৃতি হিসেবে এস্টিমেট আইডিতে পোস্ট করলাম। কারণ ফোনের গ্যালারিতে থাকলে হয়তো কোন এক সময় ডিলেট হয়ে যেতে পারে। পিচ্চিগুলো আমার সাথে খুব মিশে গেছে তারা খুব মজা করলো আমারও মনটা খুব ভালো হয়ে গেল।
- যেহেতু আমি শহরে নতুন মানুষ। এইজন্য এই পরিবেশে খাপ খাপিয়ে নিতে আমার কাছে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও নিজের সাথে নিজের পরিবেশের সাথে কষ্ট করে নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। মাথার উপর দিয়ে প্লেন যাওয়া আসা করে আর আমি সেই ছোটবেলার মতন যতবার যায় আসে ততবার আকাশের দিকে তাকিয়ে থাকি। মাথা উঁচু করে। যতই বড় হয় না কেন মাথার উপর দিয়ে প্লেন যাওয়া আসা করলে নিজেকে তখন ছোটবেলার রূপে ফিরিয়ে নিয়ে যায়।
আজকের মত এখনো শেষ করছি লেখার ভিতর কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
শহরে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে আপনার একটু সময় লাগছে। তবে আপনার এই কথাটি একদম সত্য। গ্রামের গরম সহ্য করার মতো কিন্তু শহরের গরম অসহনীয়। আসলে অতিরিক্ত বিল্ডিং এর কারনে গরম বাতাস বের হতে পারে না। আপনি যে তেলাকুচ পাতার কথা বললেন এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি পাতা।
সব মিলিয়ে আপনি নিশ্চয়ই ভালোভাবে আপনার দিন পার করছেন। আপনার প্রতিটি দিন শুভ হোক এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য, নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে নিজের কাছে কষ্টকর।আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিট প্লাটফর্মের নিয়ম অনুযায়ী আপনাকে যে কোন একটি ক্লাব অনুসরণ করতে হবে এই মুহূর্তে আপনি কোন ক্লাবের অন্তর্ভুক্ত নন। তাই আপনার পোস্টের যথাযথ মূল্যায়ন করতে পারছি না। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ, ক্লাবে অন্তর্ভুক্ত হতে হলে কি করতে হবে,, যদি জানিয়ে দিতেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit