"আমাদের জীবনে মূল্যবান সম্পদ সময়"

in hive-120823 •  last month 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন ,সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ,এবং আল্লাহর তালা রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ।

আমাদের জীবনে সময়ের মূল্য অনেক, সময়ের কাজ সময়ে করাকেই বুদ্ধিমান মানুষ হিসাবে পরিচয় দেয়। এবং যারা সময়ের কাজ সময়ে শেষ করে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে।

pexels-photo-707676.jpeg

Link:
সৃষ্টিকর্তা আমাদের যে সব নেয়ামত দান করেছেন, তার মধ্যে সময় অন্যতম। এ নেয়ামতের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীর শুরু থেকেই চাঁদ-সূর্য, আকাশ-বাতাস, গ্রহ-নক্ষত্র সবকিছুকে একটি নির্দিষ্ট সময়ে পরিচালিত হচ্ছে।

সূর্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে উদিত হয়, আবার নির্দিষ্ট সময়ে অস্ত যায়। যার দ্বারা সময়ের গুরুত্ব খুব সহজেই বোঝা যায়। এ ছাড়া লক্ষ্য করলে দেখা যায়, ইসলামের প্রতিটি ইবাদতের জন্য আল্লাহতায়ালা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। ফরজ নামাজ নির্দিষ্ট সময় পালন করার জন্য নির্ধারণ করেছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে নামাজ পড়লে তার নামাজ উত্তম হবে।

pexels-photo-1151440.jpeg

Link:
কথায় আছে সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সাধারণ মানুষ সময়কে মূল্য দেওয়া গুরুত্ব দেয় না। যারা সময়কে গুরুত্ব দেয় , কিছু কিছু মানুষ সমাজে দেখা যায় যে অনেক সময় অপচয় করে কাজে লাগাই না কিন্তু পরবর্তী টাইমে ওই সময়ের জন্য আফসোস করে।।

আমাদের এই পৃথিবীতে মানুষের জীবনের বেঁচে থাকার আয়ু খুবই সীমিত তাই এই সীমিত সময়ের মধ্যেই আমাদের ভালো কিছু করা খুবই দরকার বা প্রয়োজন। আমরা সবাই কোন না কোন কাজ করি ওই কাজগুলোকে যদি সময় হাতে নিয়ে বা সঠিক সময়ে কাজগুলো সম্পন্ন করতে পারি তবে ভালো একটি ফলাফল পাওয়ার আশা করা যায়।

কাজ করার ক্ষেত্রে যদি সময়ের গুরুত্ব থাকে তাহলে সঠিক টাইমে কাজ সম্পন্ন করা যেতে পারে। আমরা যদি এই সময়টাকে সঠিক মত ব্যবহার করা যায় তবে কি ওই সময় নিয়ে । এই সময়ের বিপক্ষে অভিযোগ করবে না।

সমাজে যেরকম ভালো মানুষ খারাপ মানুষ থাকে ওই খারাপ মানুষদেরকে আমাদের সময় দেওয়া খুবই প্রয়োজন কেননা এই সময়ের সাথে এই খারাপ মানুষগুলো সময়ের সাথে বদলায়।

আমাদের সকলেরই জানা আছে আমাদের জীবন থেকে যে সময় হারিয়ে যায় সেটা আর কখনো ফিরে আসে না তাই এই কথা ভেবেই কিছু মানুষ সঠিক পথে ফিরে আসে।

pexels-photo-820735.jpeg

Link:
আমাদের জীবনে অনেক সময় নষ্ট করি । কিছু মানুষ বুঝে তাও সময় নষ্ট করে আর কিছু মানুষ না বুঝেও সময় নষ্ট করে। যেসব মানুষ না বুঝে সময় নষ্ট করে সে সব মানুষ যে সময় বুঝে সে সময় অনেক আফসোস করে। আর যেসব মানুষ সময়টাকে বুঝে নষ্ট করে তারা জীবনের অনেকটা পথে পিছিয়ে পড়ে।

আমরা যদি সকলে সময়ের যত্ন নেই তবে আমাদের জীবনের ভালো হবে। সময়টাকে না নষ্ট করে সময়ের সাথে বন্ধুত্ব করে নেই যদি আমরা সময়টাকে নষ্ট করি তাহলে আমাদের জীবন থেকে একটি অংশ নষ্ট করা হয় তাই।

pexels-photo-372490.jpeg

Link:
তাই আমরা সময়কে সবাই গুরুত্ব দেই এবং সময়ের সাথে বন্ধুত্ব করে নেই সময়ই অভাব কোন সমস্যা নয় আসল সমস্যা হল আমাদের অলসতা । তাই আমাদের জীবনে সময়কে মূল্য দেই।

আজকের পোস্টে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...