লেয়ার মুরগির লালন-পালন করার নিয়মাবলী ও কিছু তথ্য( তৃতীয় পর্ব)

in hive-120823 •  10 hours ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

লেয়ার মুরগির লালন-পালন করার নিয়মাবলী ও কিছু তথ্য আপনাদের মাঝে হাজির হয়েছি তৃতীয় পর্ব নিয়ে।

মানুষ জীবনে শুরুতেই খুব কষ্ট করে নিজের একটি ভালো পর্যায় যাওয়ার জন্য, সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে বয়সের শেষ প্রান্তে ভালো মন্দে ও ভালো ভাবে থাকার জন্যই জীবনের শুরুটাই মানুষ পরিশ্রম করে।

কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি তাই এই কথাটি সবাই বিশ্বাস করে কষ্ট করতে শুরু করে, আমরা সবাই মনে প্রানে বিশ্বাস করি একটি কাজে সময় কষ্ট পরিশ্রম দিলে কাজটা সফল হবেই। পরিবারের সবাই ভালোভাবে থাকার জন্য ও ভালো-মন্দ খাওয়ার জন্য অধিকাংশ পুরুষ মানুষই বাড়ি থেকে দূরে বা বহু দূরে গিয়ে কাজ করে ভালো থাকার আশায়।

IMG20250116162127.jpg

তাই এই সুন্দর একটি উদ্যোগ প্রায়ই অনেক মানুষ করতেছে তার মধ্যে আমরাও আছি, এই উদ্যোগ থেকে অনেক মানুষে লাভবান হচ্ছে, আমরা এখনো মধ্যম পর্যায় আছি শেষ পর্যায়ে গেলে বোঝা যাবে লাভবান হয়েছি বা লোকসান হয়েছে কিনা।

তৃতীয় ধাপ

আগের পোস্টে আমি আপনাদের ঘর তৈরি করার নিয়ে পোস্ট করেছিলাম আজকে ঘরের নিচে ফ্লোর তৈরি করার, এই মুরগির ফ্লোর প্রথম দিকে কিছুটা সমান্তরাল থেকে আস্তে আস্তে নিচের দিকে গর্ত হিসাবে থাকবে যাতে মুরগির বিষ্ঠা গুলোর নিচে পড়ে তা পরিষ্কার হয়ে যেতে পারে অতি সহজেই,ফ্লোর সমান্তরাল রাখা যায় সেটার অসুবিধা অনেক বিষ্ঠা ভালোভাবে পরিষ্কার না করলে মুরগির অনেক ক্ষয়ক্ষতি হবে আর দুর্গন্ধে এর আশপাশ কেউ চলাচল বা থাকতে পারবে না।

IMG20250119172904.jpg
চতুর্থ ধাপ

মূলত এই ধাপ থেকে লেয়ার মুরগির কাজ করার শুরু হয়, মুরগির বাচ্চা হাতে পাওয়ার একদিন অথবা দুই দিন আগে আপনাকে ফোন দিয়ে জানানো হবে এই দিন এই সময় আপনি মুরগি বাচ্চা হাতে পাবেন। এই জানিয়ে রাখার মূলত কারণ হলো আপনি যাতে মুরগির বাচ্চা রাখার তাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই হাতের কাছে রাখেন। এক কথায় বলতে গেলে পরীক্ষার পর খাতা জমা দেওয়ার আগে রিভিশন দেওয়া হয়।

হাতের কাছে সমস্ত উপকরণ মুরগি আসার পর যাতে কোন ঝামেলা না হয় সেটা নিশ্চিত করা। কয়েকটি উপকরণ আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমেই কারেন্টের হিট দেওয়ার জন্য টিন হিটার, পেপার, তুষ ফানি পাত্র খাবারের পাত্র, ঘরের চারপাশ ঢেকে দিতে হবে ভিতরে যাতে কোন রকম বাতাস ঢুকতে না পারে।

গরমের দিন একটু একটু ফাঁকা করতে পারবেন কিন্তু শীতের দিন একদমই ফাঁকা করা যাবে না। বাচ্চা যেখানে রাখবেন সেটা এরিয়া করে রাখতে হবে। ওই এরিয়ার মধ্যে তুষ বিছিয়ে দিতে হবে, এরপরই পেপার এর উপরে দিতে হবে। টিম হিটার জুলিয়ে এক ফিট থেকে দেড় ফিট ফ্লোর থেকে রাখতে হবে। হিট দেওয়ার সময় সবগুলো লাল লাইট দেওয়া লাগবে সাদা কোন লাইট দেওয়া যাবে না।।

IMG20250117174639.jpg

বাচ্চা হাতে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে আমার দেখা মতে সন্ধ্যার পরে বাচ্চা দিয়ে থাকে সন্ধ্যার আগে আমি কখনো বাচ্চা কেউ হাতে পাওয়া দেখি নাই।

আজকে এ পর্যন্তই আগামী পর্ব পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...