"আমাদের মসজিদের মোয়াজ্জিন এর ছেলে বিয়েতে দাওয়াত"

in hive-120823 •  12 hours ago  (edited)
বিসমিল্লাহির রাহমানির রাহিম

Collage_2025-03-03_09_21_03.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা

আমি আপনাদের মাঝে আমার জীবনে অন্য রকম একটি বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে শেয়ার করতে চলে আসলাম বিষয়টা হলো আমাদের মসজিদের মোয়াজ্জিন এর ছেলে বিয়েতে দাওয়াত।

আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির আশেপাশে হোক বা একটু দূরে ছোট হোক বা বড় প্রায় মোটামুটি অনুষ্ঠানে আমাদের দাওয়াত দিয়ে যায়। আমাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার পর দাওয়াতে একজন না একজন আমাদের বাড়ি থেকে যাবে।

অনুষ্ঠানটি ছিল শুক্রবারে সকাল দশটার দিকে আমাদের বাড়িতে মুয়াজ্জিন সাহেব আসলে তিনি সম্পর্কে আমার দাদা হয়। বাড়িতে এসেই আব্বুকে খুঁজতে শুরু করে এরপর আব্বুর যেখানে আছে সেখানে কথা বলে দেই সাথে সাথে গিয়ে আব্বুর সাথে দেখা করে।

বিয়েতে যাওয়ার জন্য দাওয়াত দেয় কিন্তু আব্বুর সময়ের অভাবে আব্বু যেতে পারি নাই তাই আমার কথা বলে দেয় ,আমি তাদের সাথে যাব, আব্বু বাড়িতে এসে আমাকে বিয়েতে যাওয়ার জন্য বলে আমিও ঠিক আছে বলেন কাজগুলো করতে থাকি ।

আজকে আবার শুক্রবার নামাজ পড়ে বাড়িতে এসে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বিশ্রাম নিতে ছিলাম তখনই দাদা এসে আব্বুকে ডাক দেয় কিন্তু আব্বু পোল্ট্রি ফার্মে চলে গিয়েছিল ডাক শুনে আমি বাহিরে বের হয়ে দেখি দাদা এসেছে আমাকে যাওয়ার কথা বলে আমি দাদাকে বলি কখন যাওয়া লাগবে দাদা উত্তরে আমাকে বলে এখনই গাড়ি চলে এসেছে তাই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের মসজিদের এখানে চলে আসি।

এসে দেখি আমার জন্যই দাঁড়িয়ে আছে আমি আসলে রওনা দেই, বাস স্ট্যান্ড তার বড় ভাই বিয়ের জিনিসপত্র উঠায় এরপর আরো কয়েকজনের জন্য অপেক্ষা করে কিন্তু ওরা ওইখানে সময় মতন আসতে পারি নাই তাই আর দাঁড়ানোর হয় নাই।

IMG20250228170304.jpg

বাস স্ট্যান্ড থাকতেই আসরের আযান দিয়ে দিয়েছিল তাই নামাজের ১৫ মিনিট বাকি ছিল তাই ওখানে আর নামাজ জন্য অপেক্ষা না করে গাড়ি চলতে শুরু করে ১২ মিনিটের মতো গাড়ি চালানোর পর একটি মসজিদের কাছে দাঁড়িয়ে আসরের নামাজটা আদায় করে আবার বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

IMG20250228170507_BURST001_COVER.jpg

আবার কিছুদূর আসার পর একজন মানুষ আসবে তার জন্য অপেক্ষা করা তার সাথে মিষ্টি পান সুপারি ক্রয় করা। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। এর পরে আর না দাঁড়িয়ে বিয়ে বাড়িতে চলে আসি রাস্তায় অনেক ধুলা দিয়ে আমার কাপড় চোপড় সাদা হয়ে গিয়েছে আর কাশি হচ্ছে।

IMG20250228180348.jpg

এরকম রাস্তা হবে আগে জানলে ব্যবস্থা করে আসতাম। মেয়ে বাড়িতে আসতে আসতে মাগরিবের আযান দিয়ে দেয় মেয়ে বাড়িতে না ঢুকে গাড়ি থেকে নেমে সরাসরি মসজিদে চলে আসি নামাজ পড়ার জন্য নামাজ শেষ করে মেয়ে বাড়িতে এসে দেখি সমস্ত কিছু রেডি আছে।

IMG20250228183311.jpg

এখন বিয়ের কাজ ধাপে ধাপে শুরু করে দিলেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ,তাড়াতাড়ি, প্রথমে রেজিস্ট্রি করে কাজী। এরপরে আমাদের মসজিদের ইমাম সাহেব সুন্নত অনুযায়ী বিয়ে পড়ানো শেষ হলে। আমি আর ইমাম হুজুর দাঁড়িয়ে বরের সাথে গল্প করতে থাকি।

IMG20250228183244.jpg

বরের সাথে কথা বলা শেষ করে আমার দিকে চলে আসে আমার বিয়ে নিয়ে বলতে শুরু করে, এই নিয়েই ওইখানে আমি আর কথা বলতে থাকি এর মধ্যেই খাবার খাওয়ার জন্য ডাক দেই হুজুরকে তার সাথে আমিও চলে আসি খাওয়া দাওয়া মাঝে এশারের আজান দিয়ে দিয়েছিল আমরা কয়েকজন এশার নামাজ পড়তেন মসজিদে চলে আসি বিদায় নিয়ে ।

দাদা বলেছিল নামাজ শেষ হতে আমরা রওনা দিব আর এদিকে আসা হবে না তাই ওদের কাছে থেকে বিদায় নেওয়া নামাজ শেষ করে মসজিদের সামনে কিছুক্ষণ অপেক্ষা করি তাদের জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি তাদের আসার কোন নাম নেই এরপর আবার আমরা যারা নামাজ পড়তে গিয়েছিলাম তারা হাটতে হাঁটতে মেয়ের বাড়িতে চলে আসি এসে দেখি শেষ পর্যায়ে আর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তাই দশ মিনিটের মতো অপেক্ষা করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

IMG20250228201558.jpg

আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

  ·  11 hours ago 

@tipu curate

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @muzack1

Dear sir,
@muzack1

Thank you very much for your valuable support. Many prayers and prayers for you.🥰

Loading...