বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/নমস্কার |
---|
আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি অস্থির কারণটি খুব দুঃখজনক বলতে পারেন, পোষ্টের বিষয় হলো জ্যাম এর কারণে ডাক্তার দেখানো ব্যর্থ।
আমি আগের পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকায় পরীক্ষা করতে আসা। তারপরের দিন ডাক্তার দেখানোর সিরিয়াল দেওয়া। ওই ডাক্তার টি মূলত শুধু রবিবার সকালে ৩ ঘণ্টার জন্য বসে পপুলার ধানমন্ডিতে,
৭ তারিখ সারাদিন পরীক্ষা নিরীক্ষা করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে পরের দিন আমার সকালে বেলা
৭:৩০ দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি, ৩০ মিনিটের পর যাত্রা শুরু করার পর জ্যাম দেখা পাই।
দুই থেকে তিন মিনিট দাড়িয়ে থাকে আবার তিন থেকে চার মিনিট গাড়ি চলে এভাবেই ঘন্টা খানিক এর উপর চলতে থাকে ফ্লাইওভার উপরে একদমই থেমে যাই ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর এক মিনিট চলে। এদিক দিয়ে আমার ডাক্তার দেখানোর টাইম ১০:০০ থেকে ডাক্তার বসবে দুপুর ১:০০ পর্যন্ত ।
তারপর আর জানা হয় নাই ডাক্তার কোন হসপিটালে বা কোন সেন্টারে বসে। এদিক দিয়ে ঘড়িতে ১০:০০ বেজে গেছে এখনো অর্ধেকের ও বেশি পথ বাকি আছে আরো ৩০ মিনিট দেখে। বাস থেকে নেমে যাই শর্টকাট যাওয়ার জন্য। একটি লেগুনায় উঠে মেট্রো রেল স্টেশন যাব তাড়াতাড়ি হয়ে যাবে ওই খানেও জ্যামের কারণে পাঁচ মিনিটের রাস্তা ২০ মিনিটের উপর সময় লাগে স্টেশনে যেতে।
কষ্ট করে স্টেশন পর্যন্ত চলে যাই গিয়ে দেখি অনেক লোক আছে কমপক্ষে ২০০ জনের পরে আমার সিরিয়ালে দাঁড়ায়। ওইখান থেকে টিকেট নিতে নিতেই আমার ১১ঃ৪৭ বেজে যায়। মেট্রো রোলে দিয়ে এর কাছাকাছি স্টেশনে গিয়ে একটি রিক্সা নিয়ে যাওয়ার পথে জ্যামের সম্মুখীন হয় ওখানে আমার ১২: ২০ বেজে যায়।
রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করি হসপিটালে ১২: ৪১ এর দিকে চলে আসি কিন্তু ওই হসপিটালে আমার এখনো রিপোর্ট নেওয়া বাকি আছে তার রিপোর্টগুলো সংগ্রহ করে। ওখানে একতলা থেকে এক্সরে রিপোর্ট নিয়ে আবার চতুর্থ তালা এমআর আই এর রিপোর্ট সংগ্রহ করে নবম তলায় এসে দেখি ডাক্তার অলরেডি চলে গেছে।
এখানকার রিসেপশনের কাছ থেকে জানার চেষ্টা করি এই ডাক্তার আর কোথায় বসবে ,একটু হেল্প করার জন্য কিন্তু ওনারা মূলত জানেন না বলে আমাকে উত্তর দেয় ।এখন তো তাদের সাথে জোরাজুরি করা যাবে না।
তাই আর কাজ না করে ওইখানে আরও কিছুক্ষণ বসে থাকি সিরিয়ালের দেওয়ার সময় আমাদেরকে নাম্বারে আমরা সিরিয়াল দেখি সেই নাম্বারে আবার আবার ফোন দিয়ে জানতে চেষ্টা করি আর কোথায় বসবে কিন্তু উনার অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে পারে নাই।
ক্লান্ত মনে কিছুক্ষণ ওই হসপিটালে বসে চিন্তা করতে থাকি ।শুধু শুধু আজকে আমার জার্নি টা হলো কাজের কাজ কিছুই হলো না, ওই হসপিটালের একজন অফিসার এসে আমাকে বলে উনি ওই সেন্টারে বসে।
অবশেষে আমার জোরাজুরিতে তারা দিতে বাধ্য হয় এখন আল্লাহর রহমত সিরিয়াল ছাড়া বড় ডাক্তার তো কখনো রোগী দেখে নাই তাই যে মেয়ের থাকার বউয়ের কারণে আবার মেট্রো রেল দিয়ে চলে আসি। ঠিকানা অনুযায়ী চলে আসি কিন্তু ডাক্তার বসবে চারটার পরে তাই দুই ঘণ্টার মতন ওইখানে বসে থাকি
ডাক্তারের ওইখানকার এসিস্ট্যান্ট সিরিয়াল দিতে চাই না ডাক্তার একদম না দেখিয়ে বাহিরে কিছুক্ষণ বসে থাকি এবং আব্বুকে ফোন সম্পন্ন বিষয় খুলে বলি আব্বু চলে আসতে বলে আগামী রবিবারে যেতে বলে অথবা সিরিয়াল দিয়ে দেখানোর জন্য বলে।
আর কি করার তাই দুঃখ মন নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে আসি
আজকে আমার পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
সত্যি ভাই আপনার পোস্টটা পড়ে আমার নিজেরই ভীষণ খারাপ লেগেছে,, ।
এমনিতেই আপনি খুব অসুস্থ তার উপরে আবার এত দূর থেকে এসে রিপোর্টগুলো ভালোভাবে দেখাতে পারলেন না, , সত্যি বর্তমানে দেশের যা অবস্থা , সেই সাথে কিছু ডাক্তাররা তো আছেই,,,, আমাদের মত রোগীদের ডাক্তার ভালোভাবে দেখিয়ে রোগ ধরা পর্যন্ত যেতে যেতেই শরীরের অর্ধেক বারোটা বেজে যায়,,,।
তারপরে আবার এত এত জ্যাম এত বড় খারাপ একটা অবস্থা হয়,, কিছুই করার থাকে না তখন,, যাই হোক আমি প্রার্থনা করছি আপনি খুব দ্রুত ডাক্তার দেখাতে পারেন, এবং আবার আগের মত সুস্থ হয়ে উঠুন ,,,।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই জ্যামের কারণে অনেক মানুষের অনেক কিছুই ক্ষতি হয়ে থাকে এই ঢাকার শহরে এত পরিমান জ্যাম ভাই নির্দিষ্ট সময় কোথাও পৌঁছানো সম্ভব হয় না এর কারণে ভাই আমি বাসায় থেকে বের হইলে দুই ঘন্টা আগে বের হই বলা যায় না রাস্তায় কি হয়। আপনার মত আমিও অনেক ঘটনা সম্মুখীন হয়েছি ! আমার একটা পরামর্শ রইলো ভাই আপনার কাছে বাসার থেকে বের হলে হাতে সময় নিয়ে বের হবেন দেখবেন সঠিক সময় সঠিক স্থানে পৌঁছে গেছেন। আপনার জন্য দোয়া করি ভাই, আপনি যেনো খুব দ্রুতভাবে সুস্থ হয়ে যান,ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো😔। আপনি এতো কষ্ট করে যে কাজে ঢাকা গেলেন সে কাজটি সম্পূর্ণ না করেই আপনাকে ফিরে আসতে হচ্ছে এটি খুবই দুঃখ জনক। আমরা কম বেশি সকলেই জানি ঢাকা জ্যামের কথা। একবার আমার সাথে এমনটা হয়ে ছিল। আমিও অনেক খন জ্যামে বসে ছিলাম। ঢাকায় একবার জ্যাম লেগে গেলে ছাড়ানোর নাম গন্ধই থাকে না। তাই আমাদের সকলেরই উচিত, ইমার্জেন্স কোনো কাজে ঢাকায় অথবা বাইরে কোথাও গেলে হাতে বেশ কিছু সময় নিয়ে যাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit