বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা সবাই? |
---|
নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি এ আজকে যে বিষয় নিয়ে লিখব সে বিষয়টি সবার সাথেই সুন্দরভাবে পরিচিত। বিষয়টি হলো একজন মানুষ পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য। আজকে সুন্দর বিষয় নিয়ে লিখতে চলে আসলাম,চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
পরিবার এ কথাটি কিছু অক্ষরের কিন্তু এটার মূল্য অনেক বেশি, যা বলে বোঝানো যাবে না, একটি মানুষ জন্মানোর পর থেকেই ধীরে ধীরে সে ছোট থেকে বসতে শিখে কথা বলতে শিখে অনেক প্রচেষ্টার পর নিজের পায়ে দাঁড়াই হাটতে শিখে এভাবেই সে ধাপে ধাপে বড় হয়ে যায় এক সময় সেই কিছু কিছু কর্তব্য মাথায় ধারণ করে।
ওই মানুষটি যখন বড় হয় সাথে সাথেই সেই যেখানে বড় হয়েছে সেটা তার পরিবার বুঝতে শিখে। পরিবারের সবাই তার প্রিয়জন আপনজন বুঝতে শিখে সে এটা বুঝতে শিখেছে সবাই বিপদে সেরে যাবে কিন্তু আপত্তি বিপদে দুঃখ কষ্টে কখনো পরিবারের লোক তাকে কখনো ছেড়ে যাবে না।
যত বিপদ আসুক না কেন পরিবার লোক তাকে আগলে রাখবে সেটা বুঝতে পারে জীবন ততটাই বিপদ আসুক লোকটার পাশে দাঁড়াবে।
যেমন বটগাছ যেমন মানুষকে ছায়া দেয় রোদ থেকে বাঁচায় তেমনি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বটগাছ হচ্ছে পরিবার। আমাদের সারা জীবন ছায়া দিয়ে রাখে পরিবার কাউকে কখনো কষ্ট দেয় না।
যখন মানুষটি বুঝতে শিখে তখন তাদের মনের মধ্যে একটা চিন্তা থাকে সবসময় তাদেরকে খুশি রাখার চেষ্টা করতে হবে আপনার দুঃখের সময় পরিবার ছাড়া আপনার পাশে কেউ থাকবে না সুখের সময় থাকলেও থাকতে পারে।
আমরা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষেরই পরিবারের দায়িত্ব রয়েছে ঠিক তেমনি পরিবারের প্রতি আমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে পরিবার যেরকম আমাদের ছোট থেকে বড় করেছে দায়িত্ব-কর্তব্য মনে করে তেমনি আমাদের তাদের সময়ও তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
সেসব দায়িত্বগুলো কখনো পিছনে হওয়া যাবে না যেরকম আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তারা কখনো কিছু পাওয়া হয় নাই তেমনি আমাদের পিছু পাওয়া হওয়া উচিত না যাই হোক পরিবার লোকদের অবহেলা করা যাবে না।
এই পৃথিবীতে সবচেয়ে বড় ছায়া আমি মনে করি পরিবার। পরিবার কখনো আপনার খারাপ চাইবে না সব সময় চাইবে যাতে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন।
আমরা যখন পরিবারই ছোট থেকে বড় হয় পরিবারের মানুষগুলো আমাদের দিকে খেয়াল রাখে যাতে আমাদের কষ্টের সাথে মোকাবেলা না করতে হয় সুখী স্বাচ্ছন্দে আনন্দে দিনগুলো পার করতে পারি সেদিকে খেয়াল রাখে তেমনি আমাদের উচিত তারা যেরকম আমাদেরকে সুখে-দুখে স্বাচ্ছন্দে আনন্দে রাখছে তেমনি তাদের কেউ সুখে আনন্দে রাখা।
আমরা যখন ভালো কাজ ছেড়ে খারাপ কাজের দিকে বা খারাপ পথে অগ্রসর হই পরিবারের লোকেরা সবাই সব সময় আপনার খারাপ কাজগুলো ও খারাপ পথ থেকে পরিহার করতে বলবে ভালো কাজে ও ভালো পথে এগিয়ে দিবে।
অনেক সময় পরিবারের সকল লোক আমাদের সাথে খারাপ ব্যবহার বকাঝকা করে সেটা শুধু আমাদেরকে সঠিক মানুষ হওয়ার জন্য সেই বকাঝকা খারাপ ব্যবহারের মধ্যেও মিশে থাকে ভালোবাসা আদর। সেটাও আমাদের ভালোর জন্য ও কল্যাণ কামনার জন্যই করে।
পরিবারের ওই খারাপ ব্যবহার বকা জোগার কারণে আমরা প্রায়ই মানুষই এমনকি আমিও অনেক ভুল বুঝার সৃষ্টি করে কিন্তু কখনো মন খারাপ করা যাবে না এর উপর রাগ করা যাবে না কারণ সব সময় সকল কিছুই আমাদের ভালোর জন্যই করে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে পরিবারের লোকজন কখনো খারাপ করবেই না।
দুঃখ কষ্ট যত আসুক না কেন পরিবারের পাশে দাঁড়ানো উচিত পরিবার থেকে আলাদা হয়ে নিজে বসবাস করা একদমই উচিত না।
আজকে লেখায় এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ