হঠাৎ করে দাওয়াত খাওয়ার আনন্দ

in hive-120823 •  3 months ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা, আশা করি ভালো আছেন সুস্থ আছেন, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো হঠাৎ করে দাওয়াত খাওয়া আনন্দ।

কোয়ালিটি এসুরেন্স লোক থাকায় আমাদের প্রায় সেকশনেই যেতে হয়, এবং সবার সাথেই ভালো সম্পর্ক আছে, একটি সেকশনের ওয়ার্কার থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত। ওদের সাথেই আমাদের কাজ করতে হয়, এবং তাদের সাথেই থাকা হয়।

কোয়ালিটি লোকদের মজাটাই অন্যরকম কেননা সবার সাথেই মিশে কাজ করতে হয়। এবং সবার সাথে কথা বলতেও পারে। কোম্পানিতে যেখানে খুশি সেখানে যেতে পারে।

একটি কোম্পানিতে মহিলা বা মেয়ে ওয়ার্কার থাকলে অনেক সুবিধা হয় কোয়ালিটি মানুষদের। কেননা তারা খাবারের জন্য অনেক কিছুই এনে থাকে , ওদের সাথে যারা কাজ করে সবাই মিলে একসাথে খায়।

মহিলাদের একটি ভালো গুণ কোন কিছু খাবার আনলে একা খায় না সবাইকে একটু হলেও দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগে। কেননা সবাই মিলে খাওয়ার মধ্যে অনেক আনন্দে আছে।

আমি সিরামিকস কোম্পানিতে কোয়ালিটি এসুরেন্স হিসেবে আছি। তাই প্রতিটা সেকশন আমারেও যাওয়া লাগে কেননা প্রোডাক্ট গুণগত মান দেখার জন্য। ওদের সাথে আমারও কিছুক্ষণ আলাপ আলোচনা চলে, একটি ওয়ার্কারের সাথে ভালো সম্পর্ক রাখলে ভালো একটি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে।

সেই সুবাদে প্রতিটা সেকশনে মহিলা হোক বা মেয়ে বা পুরুষ সবার সাথেই ভালো সম্পর্ক আছে। এবং প্রতিটা সেকশনেই গেলে অনেক সম্মানও পায়। এটা আমার কাছে অনেক ভালো লাগে মানুষকে সম্মান করলে আপনাকেও মানুষ সম্মান করবে।

কোন উৎসবে আসলে প্রতিটা সেকশন থেকেই আমার দাওয়াত দেয় ।এটা স্বাভাবিক, উৎসব ছাড়াও অনেক সেশন থেকে দাওয়াত দেয় তাদের বাসায় যাওয়ার জন্য। দাওয়াত দিলে তো একজনের বাসায় চলে যাওয়ার যায় না।

আমি এখানে এসে প্রতিমাসেই তিন থেকে চারটা দাওয়াত পাই। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে ই যাওয়া ও লাগে । ঈদের ছুটি থেকে বাড়ি থেকে আসার পর থেকেই অনেক মহিলা দাওয়াত দিয়ে যাচ্ছে আমি রাজি হচ্ছি না। এর মধ্য থেকেই একটি মহিলা প্রতিদিন আসতে যেতে দাওয়াত নেওয়ার জন্য অনুরোধ করছে।

pexels-photo-10914786.jpeg

Link:

এটা মূলত ঈদের দাওয়াত তাই গুরুত্বপূর্ণ দাওয়াত হলে রাজি হতাম তাই একজনের সাথে ফাইজলামি করে হ্যাঁ বলে দেই, উনি সত্যি মনে করে সেটা আমি জানতাম না।

অফিস থেকে যখন বাসায় আসি হঠাৎ করে দেখি অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলি। এবং কোম্পানির একটি মহিলা কথা বলে আমি কেন এখনো যায়নি তাই।

কিছুক্ষণ মহিলার সাথে কথা বলে লাস্ট পর্যায়ে মহিলা বলে আপনার জন্য সকল কিছুই রান্না করা শেষ। এখন কি আর করা, না গেলে মহিলাটি অনেক কষ্ট পাবে এবং যে সকল রান্না করেছি সেগুলো নষ্ট হবে। যাওয়াই লাগবে। কারো বাসায় দাওয়াত খেতে গেলে কিছুতো নেওয়াই লাগবে তাই রেডি হয়ে বাজারে চলে গেলাম এবং কিছু আম কিনলাম, একটি প্রাণ আপ, এখন মনে মনে ভাবলাম ওইখানে ছোট বাচ্চাও থাকতে পারে তাদের জন্য কয়েকটি চিপস নিলাম,

IMG20240628195928.jpg

IMG20240628200250.jpg

IMG20240628200516.jpg

ওদের বাসাটা মূলত চিনি না, তাই আমাকে রিসিভ করার জন্য ওর হাজবেন্ড পাঠিয়ে দেয়। গিয়ে উনাদের সাথে তিন থেকে পাঁচ মিনিটের মতো আলাপ করি সামনে খাবার দেখি এলাহী কারবার দেখে তো আমি অবাক। এতকিছু রান্না করেছে, তা আমি চিন্তাও করি নাই ।এত কিছুই রান্না হবে, আমি কখনো ভাবতেই পারি নাই।যা ছিল তা হল পিঠা নুডুলস, শরবত,ডিম ভুনা দেশি মুরগির আর ছিল গরুর গোস্ত, ডাল পুলাও ইত্যাদি।

pexels-photo-3434523.jpeg

Link:
সব জায়গা থেকেই একটু একটু খেয়ে আমার পেট অনেক ভরে যায় তাই আর খেতে পারি নাই ।আমার জন্য একটি মজু নিয়ে এসে রাখে ।এবং বসে কিছুক্ষণ গল্প করি তারপর আম কেটে দেয় আম খেয়ে, এত পরিমান খেয়েছি যা হাঁটার মতো, আমি মূলত অতিরিক্ত কোন জিনিসই পছন্দ করি না। বাধ্যতামূলক খাওয়ার হইছে।

pexels-photo-958545.jpeg

Link:
ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে দিয়ে আমার বাসায় চলে আসি এবং ফ্রেশ না হয়েই শুয়ে পড়ি এবং ঘুমিয়ে পরি,

আজকের পোস্টে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ভাই, একটা কথা আছে যে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। দাওয়াত মানেই সুস্বাদু খাবার এবং যদি হঠাৎ করেই এইরকম কোনো কিছু হয় তাহলে তো সেটা আরো অন্যরকম একটা ব্যাপার।

ছবি এবং লেখা দেখে এটা স্পষ্ট বুঝতে পারলাম যে খাবার খুব ভালো ছিল।

তবে একটা বিষয় লক্ষ্য করলাম ফ্রি সাইট থেকে নেওয়া ছবি গুলোর উৎস লিংকআপ সঠিক হলেও দূরত্ব একটু বেশি দেখা যাচ্ছে। অনুগ্রহ পূর্বক, চেষ্টা করবেন ফ্রি ছবির খুব কাছাকাছি বা সাথেই উৎস লিংকআপ করার জন্য।

দাওয়াতে এত খাবারের আয়োজন দেখে আপনি বেশ চমকে গিয়েছেন।কিন্তু আসল বাঙ্গালীদের এটাই তো সবচেয়ে বড় পরিচয়। তারা অনেক অতিথি পরায়ণ। কোন কোন ক্ষেত্রে তো নিজের সামর্থ্যের বাইরে ও অনেকে আপ্যায়ন করে থাকে।

তবে অতিথি হিসেবে আপনি ও আপনার সৌজন্যতাবোধ বজায় রেখেছেন।খালি হাতে ওদের বাড়ি যাননি। খাবার গুলো নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে এবং আপনি পরিতৃপ্তি সহকারে খেয়েছেন।

সব মিলিয়ে আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো।

ঠিক বলেছেন আপু বাঙ্গালীদের এই জিনিসটা খুবই ভালো যে নিজের না খেয়ে বাড়িতে আত্মীয় আসলে তাদের সাধ্যের বাহিরে খাবার খাওয়ায়।

আমার একজনের জন্য অনেক টাকা তাদের খরচ হয়ে গেছে, তাদের এই টাকা দিয়ে অনেকদিন চলতে পারতো।

কারো বাড়িতে বাসায় গেলে কখনো খালি হাতে আমরা বাঙালিরা যায় না কিছু না কিছু হাতে করে নিয়ে যায়। হ্যাঁ আপু খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল অনেক তৃপ্তি করে খেয়েছি। ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

ভালো থাকবেন সুস্থ থাকবেন

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য। আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে দাওয়াত খাওয়ার বিষয়টা। একসঙ্গে দাওয়াত খেতে গেলে সবারই ভালো লাগে। আমারও একসঙ্গে দাওয়াত খেতে অনেক ভালো লাগে। আমি আপনার কাছে অনুরোধ করব আপনি আমাদেরকে আরো এমন সুন্দর সুন্দর গল্প উপহার দিন। যাতে করে আমরা আপনার গল্প থেকে কিছু শিখতে পারি। ধন্যবাদ।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য

ফ্যাক্টরিতে কাজ করলে আলাদা একটা সম্মান পাওয়া যায় যে্যটা করপোরেট অফিসে কম পাওয়া যায়। ফ্যাক্তরির কালচার টা অনেক বন্ধুসুলভ হয়, তাই সবাই সবার সাথে শেয়ার করে সব কিছু। আপনার বেলাতেও তেমনটাই হয়েছে। অনেক অনেক ভাল কাটুক আপনার দিনগুলি

মূলত প্রাইভেট কোম্পানিতে এবং এর ভিতরে অনেক রকমের মানুষ থাকে। কর্পোরেট কোম্পানির মধ্যে কিছু সংখ্যক লোক থাকে আর একটি কোম্পানিতে৩ হাজার লোক আছে আমাদের এই কোম্পানিতে। এই কোম্পানির ওয়ার্কার গুলো খুবই ভালো । এই কোম্পানিতে প্রতিটা ওয়ার্কার আমাকে অনেক সম্মান করে, কোম্পানিতে চাকরি করার মজাটাই আলাদা

দাওয়াত খেতে আমার অনেক ভালো লাগে আর যদি দাওয়াত তা হঠাৎ করে হয় তাহলে তো কথাই নেই।। শুনে ভালো লাগলো মহিলা মানুষগুলো কিছু নিয়ে আসলে সবাইকে দিয়ে খায় আসলে সবাই কিন্তু একরকম না ভাই।।

দাওয়াত খেতে কার না ভালো লাগে দাওয়াতের মধ্যে অনেক সুন্দর খাবার থাকে এবং সুস্বাদু লাগে। ঠিক বলেছেন মহিলা মানুষ কিছু নিয়ে আসলেন সবাইকে নিয়ে খাই মহিলার এই দিক কি খুবই ভালো।

অনেকদিন যাবত বলতেছিল কিন্তু আমি যেতে রাজি হই নাই। এবং মজার ছলে রাজি হয়ে যায় কিন্তু আমি জানতাম না মহিলাটি সত্যিকারে নিয়েছে।

কিন্তু খাবারটি অনেক সুস্বাদু ছিল কে অনেক তৃপ্তি সহকারে খাবার খেলাম।

ভাই আমার পোস্টটি পড়াতো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

জি ভাই দাওয়াত খেতে গেলে খাওয়া-দাওয়া একটু ভালোই হয়।। যাক যেভাবেই হোক খাওয়াইছে তো শুনে ভালো লাগলো খাবারটা অনেক সুস্বাদু হয়ে ছিল।। আর প্রতিটা মানুষ সুস্বাদু খাবার খেতে অনেক বেশি পছন্দ করে।।

দাওয়াত কেনা খেতে পছন্দ করে দাওয়াত খাওয়া সবাই পছন্দ করে এবং। আমার চোখের সামনে কিছু মহিলা দেখার তার আশেপাশে মহিলাদেরকে দিয়ে সবাই মিলে। একটি মানুষ খারাপ বলে সবার সাথে তো মিলানো যাবে না যে সবাই খারাপ। সবার সাথে তুলনা করছি না ভাই।
আমরা ভালোটাকে ভালো বলা উচিত এবং খারাপটাকে খারাপ বলা উচিত

পৃথিবীতে একেক মানুষ একেক রকম হয়ে থাকে আর একেকজনে চিন্তা ভাবনা একরকম।। ভালো খারাপ মিলেই আমাদের পৃথিবী।। এটা অবশ্যই উচিত ভালো কে ভালো বলা খারাপকে খারাপ বলা।

হঠাৎ করে খাওয়া -দাওয়া আনন্দ সত্যিই খুব ভালো। তবে সবাই মিলে একসঙ্গে খেতে খুবই ভালো লাগে ।আপনার মত আমারও সবাই মিলে একসঙ্গে খেতে ভালো লাগে। আপনি বেশ অনেক কিছুই খাওয়া -দাওয়া করেছেন । অনেক রকমেরই পদ ছিল। শেষে আবার আম খেয়েছে। সত্যি বেশি পরিমাণে খাওয়া কোন কিছুই ভালো না। বেশি খেয়ে হাটা বা কোন কাজ করা যায় না। আপনার মত আমিও অতিরিক্ত কোন জিনিস পছন্দ করি না। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো।

আমাকে প্রায় অনেকদিন যাবত বলতে ছিল আমাদের কোম্পানির একটি ওয়ার্কার যাবনা যাবনা বলে রাজি হয় নাই এখন মজা করে রাজি হয়ে গেছিলাম এখন আর কি করা যাওয়া লাগবে গিয়ে দেখি অনেক খাবার, আমি তো দেখে রীতিমতো অবাক এত কোন সময়ের মধ্যে এত রকমের আইটেম আমি কল্পনাও করতে পারি নাই। বেশি খেলে আমার শরীর খুব খারাপ অবস্থা হয়ে যায় আমি সেজন্য অতিরিক্ত কোন কিছুই করতে পছন্দ করি না।

যাইহোক আপনার পোস্টটি অনেক ধরনের অনেক ভাবেই আপনি মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলেছেন। যেটা জানতে পেরে বেশ ভালো লাগলো। এটা একেবারেই ঠিক মেয়েরা কোন খাবার তৈরি করলে সেটা কখনো একা খায় না। পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে খাবার চেষ্টা করে। হঠাৎ করে আপনার কলিগের বাসায় আপনার দাওয়াত। কিন্তু আপনি নিজে যেতে চাননি অনেকটাই জোরাজুরি করার পরে আপনি গিয়েছেন। আশা করি ওখানকার খাবার আপনার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ হঠাৎ করে দাওয়াত খাওয়ার মুহূর্ত আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।