"শীত আসায় বিল ও পুকুরের ব্যবস্থা"

in hive-120823 •  3 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

IMG_20241119_071133.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো শীত আসায় বিল ও পুকুরের ব্যবস্থা।

শীত আসলেই বিলে বা পুকুরে যারা মাছ চাষ করে তাদেরই ভয় থাকতে হয় কেননা শীতের সময় সকল পুকুরে বিলে ভাইরাস বা মাছের অসুস্থ বেশি হয় তখন মাছ প্রচুর মরতে থাকে যা শীতের আগে কখনো এত মাছ মরা যায় না।

IMG20241118162010.jpg

গত শীতে আমাদের দিলে অনেক মাছ মারা গিয়েছিল এতে আমাদের অনেক লসের পরিমাণ অনেক বেশি হয়ে গেছিল‌। তাই এই শীতের শুরুতেই প্রথমে ভালো একটি ডাক্তারকে নিয়ে আসা হয়, পানি ও মাছ দেখানো হয় কি কি দেওয়া যাবে সেগুলো আব্বুও কর্মচারী ভাইদের সাথে আলোচনা করে। আমাদের মাছ গুলোকে সুস্থ ও ভাইরাস মুক্ত করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। সেগুলা দুইদিন যাবত সম্পন্ন করা হয়েছে।

IMG20241118160612.jpg
IMG20241117085543.jpg

পদক্ষেপ গুলো হলো
•বিলে ও পুকুরে চুন প্রয়োগ করা।

•জীবাণুমুক্ত দানাদার ওষুধ প্রয়োগ করা পুকুরে ও বিলে ।

•লবণ প্রয়োগ করা তার সাথে পটাশ বিলে ও পুকুরে প্রয়োগ করা।

•সার প্রয়োগ করা হয় পুকুরে ও বিলে।

•খাদ্যের সাথে মিশিয়ে কিছু ওষুধ শিং মাছ মাগুর মাছের পুকুরে প্রয়োগ করা।

IMG20241118103513.jpg

একটু প্রয়োগ করার কিছু বিশেষত্ব আছে, মূলত প্রথমে পানি গুলোকে পরিষ্কার রাখবে মাঝে শরীরে যত পিছলি আছে সেগুলো পরিষ্কার রেখে মাছকে একদম নরমাল তৈরি করে রাখবে। কোন খারাপ পদার্থ যাতে মাছের শরীরে লেগে থাকে না থাকতে পারে।

IMG20241118104230.jpg

বিল ও পুকুর গুলোকে ঘেরের দূষিত পানিকে বিশুদ্ধ করে। পুকুরের ঘেরের জীবাণু যাবতীয় বর্জ্য শোষণ করে। পানিতে দ্রবীভূত অক্সিজেন বাড়ায় মাছের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে পানি থেকে কোনরকম দুর্গন্ধ দূর করে। ভারী পানিকে তরল পানিতে রূপান্তর করে।

IMG20241118103349.jpg

শীতের সময় আমাদের বড় বিলে খাদ্য দেওয়া হয় না, শীতের মাস গুলো খাদ্য দিলে সেগুলো মাছ একদমই খাই না। আর বিশেষ করে খাদ্য খেলে মাছের ওজন একদমই বৃদ্ধি পায় না। সে কারণে আমাদের বড় বিলে একদমই খাদ্য দেওয়া হয় না। শুধু লিটার দেওয়া হয় আর কচুরিপানা দিয়ে বড় একটি চালি দেওয়া হয়। আর বিশেষ করে আরেকটি ওষুধ পুকুরে বা বিলে বিশেষ করে বিলে প্রয়োগ করা হয় । প্রাকৃতিক খাদ্য বেশি করে তৈরি করতে সহায়তা করে।

IMG20241118104151.jpg

এই শীতে মাছগুলোকে সুরক্ষিত রাখার জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য দুদিন যাবত আমি সাথে আমার দুজন কর্মচারী ভাই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করা হয় আমাদের পুকুর বিলের মধ্যে। আমার শুধু দাঁড়িয়ে থাকায় কাজ। প্রয়োজন যিনি হাতের কাছে নিয়ে রাখা। ওরা মূলত একজন পুকুর আর একজন বিল অভিজ্ঞ অনেক কিছুই জানে ওরা আগে কাজ করেছিল অন্য জায়গায়।

আজকের লেখায় এখনি সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যারা মাছ চাষ করে তাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। এটা আমিও কম বেশি দেখেছি শীতের সময় অনেক পুকুরে মাছ মারা যায়। অবশ্যই এটা মাছ চাষ করে যারা তারা ভালো একটি পদক্ষেপ নিয়েছে আগে থেকে ব্যবস্থা নিচ্ছে। এবং তাদের টাকার জিনিস যদি এই ভাবে নষ্ট হয়ে যায় তাহলে তাদের মনে অনেক কষ্ট লাগবে এবং আত্মিক অবস্থা থেকেও তাদের আঘাত লাগবে। সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

Loading...

আপনার পোস্টটি পড়ে যা বুঝলাম এটা খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষানীয় একটি পোস্ট যারা মাছ চাষ করে তারা হয়তো বা এই বিষয়গুলো খুব ভালোভাবেই অবগত আছেন তবে আমাদের মত যারা মাছ চাষ সম্পর্কে অবগত নাই আমাদের কাছে শিক্ষানীয়র বিষয়।

পানি দূষণমুক্ত করতে চুন ব্যবহার করতে হয় এটা আমার জানা ছিল তবে অধিক পরিমাণ যদি ব্যবহার করা হয় তাহলে ওই পুকুরের মাছ মারা যেতে পারে এটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা নাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

একদম ঠিক কথা বলেছেন। যারা মাছ চাষ করে শীতকালে তাদের একটু অসুবিধায় হয়। আপনার মত আমাদেরও একটা ছোট্ট পুকুর রয়েছে। আমরাও আমাদের ছোট পুকুরে মাছ চাষ করি। এখন যেহেতু youtube দেখে দেখে অনেক কিছুই জানা যায়। তাই আমার বর সব সময় ইউটিউব দেখেই পুকুরে রক্ষণাবেক্ষণ করে থাকে। কখনো কোন সমস্যা দেখা যায়নি। আমাদের পুকুরেও বহু রকমের ওষুধ প্রয়োগ করা হয় যাতে মাছ ভালো থাকে। পুকুরে আমরা বিভিন্ন রকমের মাছ চাষ করে থাকি। আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছুই জানতে পারলাম। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


Screenshot_8footer.png

Congratulations!!🎉🎉 Your post has been upvoted by TEAM 04 (STEEMIT EXPLORERS) using steemcurator06. Continue making creative and quality content on the blog. By @damithudaya

thank you for supporting my post @damithudaya