"আমাকে নতুন ডাক্তারের কাছে হস্তান্তর করা"

in hive-120823 •  7 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-02-25_21_28_49.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে তুলে ধরতে চলে আসলাম। বিষয়টি হলো আমাকে নতুন ডাক্তারের কাছে হস্তান্তর করা

প্রতি মাসের মতোই এই মাস ও আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ঢাকায় ।তাই ফজরের আযানের সময় উঠে গোসল করে তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে রেডি হয়ে বাস স্ট্যান্ড চলে যায়। ঢাকায় যাওয়ার জন্য ভালো একটি বাসে জন্য অপেক্ষা করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিডিয়াম মোটামুটি ভালো কি বাস পাই সে বাসে করে ঢাকা চলে আসি সকাল সকাল একটু জ্যাম কম ছিল তাও হেল্পার দের চাহিদা কম ছিল না তাই তাদের জন্য খানিকটা দেরি হয় আসতে।

IMG20250223065833.jpg

আমি যে বাসে উঠেছিলাম ভাড়াটা একটু বেশি নিলেও কাজ মিডিয়াম ছিল সিট ফিলাপ হলেই আর বাস টা কোথাও দাঁড়াই না, বাসে একটি সিট ফাঁকা হয় তখনই সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে এভাবে পুরা রাস্তা চলতে ছিল।

IMG20250223081304.jpg

সকাল দশটার একটু পরেই আমাকে উত্তর হাউস বিল্ডিং এর নামিয়ে বাসে বসে বসে ভাবছিলাম এরপরে কিভাবে যাব ভাবনা অনুযায়ী যাওয়া শুরু করি। আমার যাওয়ার ভাবনা টা ছিল বাস থেকে নেমে ওখান থেকে আমি একটু সামনে এগিয়ে লেগুনায় উঠে মেট্রো রেলস্টেশনে চলে আসবো, কিছুক্ষণ পর থেকে আবার জ্যাম শুরু হবে অফিসের জ্যাম, অনেক
সময় অপচয় হবে তাই মেট্রোরেল দিয়ে আগারগাঁও চলে আসবো।

IMG20250223114217.jpg

মেট্রো রেল এসে দেখি সিরিয়াল একদম কম তাই সিরিয়ালে দাঁড়িয়ে থাকি অনুমানিক ৫০ জনের পরে আমি টিকেট হাতে পাই এরপরে উপরে উঠে মেট্রোরেল জন্য অপেক্ষা করতে থাকি আসলে মেট্রোরেলের সিট নিয়ে বসে পড়ি।

IMG20250223101042.jpg

IMG20250223100933.jpg

১৫ থেকে 20 মিনিটের মতোই সময় লাগে আগারগাঁও আসতে মেট্রোরেল প্ল্যাটফর্ম থেকে বের হয়ে বাহিরে রিক্সা নিয়ে হসপিটালে চলে আসি, হসপিটাল এসে ও বলে রাখি আমি এখন যে হসপিটালে ডাক্তার দেখায় সেটি সরকারি হসপিটাল প্রতিটা সরকারি হসপিটাল লাইন দাঁড়িয়ে সিরিয়াল নিতে হয় আমি সিরিয়ালে দাঁড়িয়ে মনে হয় ৩০ অথবা ৩৫ জনের পরে টিকেট সংগ্রহ করতে পারি এরপর ডাক্তারের কাছে এসে দেখি ওই খানে ও সিরিয়াল ধরতে হবে ১০ থেকে ১২ জন দাঁড়িয়ে আছে।

IMG20250223101252.jpg

আমি অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে একটি মহিলা আসে মহিলাটা দাঁড়িয়ে থাকতেই পাশ থেকে সাত মিনিটের মতো বাচ্চাটা ক্ষুধার জন্য কান্না করতেছিল কিন্তু সময় পাচ্ছে না খাওয়ানোর জন্য আর মূলত বাচ্চাটা বিস্কিট কেক এই গুলা খাবে না শুধু ভাত খাবে এখন ভাত সংগ্রহ করতে গেল অনেক দেরি হয়ে যাবে, তাই আমার সিরিয়ালটা উনাকে দিয়ে দেই ডাক্তার দেখানোর জন্য।

IMG20250223101307.jpg

অবশেষে আমার সিরিয়াল যখন আসে ভিতরে ঢুকেই ডাক্তার আমাকে চিনতে পারে । আমি ডাক্তারের কাছে আমার সমস্যার কথাগুলো খুলে বলি এর পরে ডাক্তার কিছুক্ষণ চুপ করেছিল আমিও চুপ করে বসে ছিলাম সরকারি ডাক্তার টা অনেকটাই ভালো ছিল আমাকে অনেকটাই সময় দিয়েছে।

এর আগে আপনাদের তো বলা হয় নাই আমার পিঠে আর কোমরে একটু রগের সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি সমাধান হওয়ার পর এখন সমস্যা কোমরের আর পায়ে হাড়ে ব্যাথা টা কমছে না সেজন্যই নিউরোলজিস্ট ডাক্তার অর্থোপেডিক্স এর কাছে হস্তান্তর করে।

IMG20250223132506.jpg

আমার রিপোর্টটা অর্থোপেডিক্স দেখানোর পর সে আমাকে দুই মাস সময় দেয়। দুই মাসের পর ভালো কোন রেজাল্ট না পাওয়াই আমাকে বাত ব্যথা ডাক্তারের কাছে হস্তান্তর করে এই নিয়ে প্রথমবার হল বাত ব্যথা ডাক্তার কাছে থেকে হস্তান্তর করা।

এর আগে আপনার প্রায় সকলেই জানেন (১) অর্থোপেডিক্স প্লাস(২) নিউরোলজিস্ট এই দুইটা ডাক্তারের কাছে প্রথম ডাক্তারের কাছে চার বার হস্তান্তর করা হয়, দ্বিতীয় ডাক্তারের কাছে তিনবার হস্তান্তর করা হয়, ওদের কাছে যাওয়ার পর এখন দুইজন ডাক্তারি একজনের ডাক্তারের কথাই আমাকে বলে সেটা হলো বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ ডাক্তার।

ডাক্তারের চেম্বারে না দাড়িয়ে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়িতে আসরের আযান দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসি।

আজকের পোস্টে পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি অনেকদিন হয় অসুস্থতার সাথে ভুগছেন বেশ কয়েকবার ডাক্তারের কাছে গিয়েছিলেন যে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন।। আপনার আগের সমস্যাগুলো সমাধান হলো আরো একটি সমস্যা রয়েছে সেজন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন।। আসলে অনেক কারণে ডাক্তার পরিবর্তন করতে হয় কারণ এখন ডাক্তার একেক রোগের চিকিৎসা করে থাকে।।

দোয়া করি আপনার এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়।।

যেহেতু ডাক্তার দেখাবেন তাই সকাল বেলা ঘুম থেকে উঠেই গোসল করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে আপনি অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন জানতে পেরে ভালো লাগলো ওখান থেকে আপনাকে আবার নতুন করে ডাক্তারের কাছে আমার সম্পর্ক করা হয়েছে আসলে রোগ সঠিকভাবে নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা করা খুব প্রয়োজন চিন্তা করবেন না আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আবার আপনি আসরের নামাজের পরে বাড়িতে ফিরে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনার কিছুটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।