"আমাদের কাছে থেকে ক্রেতারা ডিম সংগ্রহ করার প্রক্রিয়া"

in hive-120823 •  25 days ago  (edited)
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-01-14_18_24_45.jpg

আজকে আমি সবার পরিচিত একটি বিষয় নিয়ে পোস্ট করতে চলে আসলাম আজকের বিষয়বস্তু হলো আমাদের কাছে থেকে ক্রেতারা ডিম সংগ্রহ করার প্রক্রিয়া ।

ডিম কথাটি ছোট শিশু হতে বৃদ্ধ লোক পর্যন্ত এটা সকলেই এক নামে এক ডাকে চিনে ডিম এই ডিম এক এক জনে একেক রকম ভাবে খাবারে ব্যবহার করে, নিম্ন থেকে উচ্চ মধ্যবিত্ত একটা সকলেই এই টা খায়।

IMG20250113170656.jpg

উচ্চ মধ্যবিত্ত সকাল টাই শুরু হয় ডিম খাবার দিয়ে, এটি খুবই উপকার খাবারের মধ্যে অন্যতম একটি খাবার, এই খাবারটি সকল অঞ্চলে বিভাগে শহরে আছে, এই খাবারটি বা জিনিসটি খুবই কমন।

ডিমের সাথে ঘনিষ্ঠভাবে, পরিচিত আছে যারা বাহিরে থাকে, ব্যাচেলার দের আমি যখন বাইরে থাকতাম সপ্তাহের মধ্যে তিন দিনই ডিমে এর সাথে দেখা হত ভালোই লাগতো ।বাড়িতে আসার পর এখন ডিম খেতে মন চায় না।

IMG20250113115104_BURST001_COVER.jpg

আমাদের ফার্মের ১৪৯৩ মুরগি আছে, গরম সময় আমাদের ফর্ম থেকে ৯৪ থেকে ৯৭% ডিম সংগ্রহ করি, শীতকালীন সময় আমাদের ফার্মে ৯০ এর পার্সেন্ট এর উপরে উঠতেই পারছে না, এ বিষয়ে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ানো হচ্ছে।

IMG20250113115058.jpg

ডাক্তার আমাদেরকে আরো বলেন এখন যারা মুরগির ফার্মিং করছে তাদের ফার্মের কমছে, আরো বাড়ছে, আর এখন ডিমের বাজার একদমই কম প্রতিটা পিস ৯ টাকা ৬০ পয়সা । তাও যতটুকু ডিম সংগ্রহ করতে পারছি, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া।

IMG20250113154139_BURST001_COVER.jpg

আমাদের আশেপাশে কয়েকজনের ফার্ম আছে আমাদের পরিচিত, একজন ডিলারের কাছে ডিম বিক্রি করে দেয় সেটা চারদিন পর পর নিয়ে যায়,
যেদিন আসবে সাথে করে টাকা আর রিসিভ নিয়ে আসে, চার দিন আগে কিরকম বাজার গেছে সেটা উল্লেখ্য থাকে টাকার পরিমান থাকে।

IMG20250113170506.jpg

নিজস্ব ট্রাক নিয়ে আসে, মেইন রোডে দাঁড়িয়ে থাকে দুই থেকে তিনটা ভ্যান গাড়ি ফার্মে ফার্মে পাঠিয়ে দেয় ডিম গুলো নিয়ে আসার জন্য, ভ্যান গাড়ি যখন ডিমগুলো নিয়ে ট্রাকের জায়গায় চলে যায় তখন ওখানে রেখে তারা ট্রাকে দায়িত্বে থাকা কয়েকজন লোকের কাছে বুঝিয়ে দিয়ে, আবার চলে আসে, অন্য কোন ফার্মে থেকে নেওয়ার জন্য।

IMG20250113171309.jpg

যাদের ফার্ম বড় তারা শুধু বাইরে বের করে দেয় তারা সাথে সাথে লোড শুরু করে, কারণ অনেকগুলো ডিমের কেস ৫০০-৬০০ এগুলোতো ওদের নিজস্ব কেস দিয়া নেওয়া যায় না অসম্ভব। অনেক গুলো ডিম ভেঙ্গে যেতে পারে তাই কেস এক্সচেঞ্জ করে নেয়, ভিতরে যদি ওদের নষ্ট থাকে তাহলে ওটা গণ ধরা হয়।

IMG20250113171312.jpg

বড় ফার্মের মালিক চিন্তা করে একটা ডিমের কিসের দাম দশ টাকা আর ডিম থাকা কিসের দাম ৩০০ টাকার, নষ্ট হলে ২৯০ টাকায় লস হিসাবে যাবে। আর ক্রেতা চিন্তা করে পাঁচ থেকে ছয়টা ডিম নষ্ট পাওয়া গেলে এক জায়গায় বা বিভিন্ন স্থানে ৫০ থেকে ৭০ টাকা। কিন্তু চেঞ্জ করতে গেলে অনেকগুলো ডিম হাত থেকে পড়ে নষ্ট হতে পারে সময়ের অপচয় হতে পারে। এসব দিক চিন্তা করে বড় ফার্মের ক্ষেত্রে।

IMG20250113170255.jpg

আমাদের এরিয়া তে আসলে তাদের নিজস্ব কেস দিয়ে ডিম নিয়ে যেতে হয়, সেটার ভিতরে যদি নষ্ট বা ভাঙ্গা থাকে সেটা পরিবর্তন করে দিতে হয়। ওদের কাছ থেকেই শুনেছি আমাদের এরিয়াতে খুব কম ডিম লোড করা হয় সেদিন কষ্ট কম হয় ডিম কম থাকার কারণে।

IMG20250113181920.jpg

ওদের কাছ থেকে আরো শুনেছি আমাদের এরিয়া সব থেকে ফার্মিং ছোট, ভবিষ্যতে আমাদের আরও বড় করার চিন্তা ভাবনা আছে,

ডিমগুলো সংগ্রহ করে ট্রাকে লোড করে ঢাকা তেজগাঁও ওদের দোকানেই চলে যায়, ট্রাক থেকে নামানোর আগেই ওইখান থেকেই ক্রেতা দেখে ক্রয় করে নিয়ে যায়।

IMG20250113190138.jpg

আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটা খুলতেই শুধু ডিম আর ডিম, ডিমের সাথে আমি বেশ পরিচিত মানে ডিম ছাড়া আমার চলে না, , সপ্তাহের প্রত্যেকটা দিনও যদি আমার খাবারের তালিকায় ডিম থাকে, মনে হয় না খুব একটা অনীহা হবে।

আপনার বাড়ির আশেপাশে থাকলে তো ডিম সংরক্ষণ করা যেত, আপনাদের ফার্ম থেকে দিনগুলো বাহিরে বিক্রি করা হচ্ছে এবং পোস্ট পড়ে এবং দেখে স্পষ্টভাবে বুঝতে পারছি এগুলো খুব সাবধানতার সাথে ক্রয় করছে,। ব্যবসার ক্ষেত্রে লাভ লস্ট দুটাই থাকবে তবে আপনারা যে ব্যবসাটা করছেন সেটা সফলতা একদিন অবশ্যই আসবে,, কারণ মাঝেমধ্যে আপনার পোস্ট পড়ে কিছুটা হলেও বুঝতে পারি এটার পেছনে কতটুকু সময় দিতে হয় আপনাদের।

বাড়িতে আসার আগে ডিম আমার খুবই পছন্দ ছিল, বাড়িতে আসার পর ডিম নিয়ে নাড়াচাড়া করতে করতে এখন এটার প্রতি অনীহা চলে আসছে।
ডিমের বাহিরের অংশটা নরম হয় নাড়াচাড়া করলে এটা সাবধানে করতে হয়,

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

Loading...

আপনার পোস্টটি ডিম সংগ্রহ এবং বিতরণের প্রক্রিয়া সম্পর্কে খুবই বিস্তারিত এবং তথ্যপূর্ণ। এটি দেখিয়ে দিচ্ছে যে, একজন ডিম ব্যবসায়ী বা ফার্ম মালিকের জন্য কতটা খুঁটিনাটি এবং যত্ন সহকারে কাজ করতে হয়। ডিম সংগ্রহের জন্য যে কঠোর পরিশ্রম ও নিয়মিত তত্ত্বাবধান প্রয়োজন, তা আপনার পোস্টে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষত, বড় ফার্মের মালিকদের জন্য কেস এক্সচেঞ্জ ও নষ্ট হওয়া ডিমের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে সরবরাহ শৃঙ্খলা এবং ব্যবসায়িক ক্ষতি হতে পারে। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়াতে সুন্দর একটি মন্তব্য প্রকাশ করার জন্য

বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতেই ছোট ছোট উদ্যোক্তারা নিজেদের টাকা বিনিয়োগ করে এভাবেই ফার্ম করে থাকে আমি মনে করি অনেক টাকা পয়সা খরচ করে বিদেশ যাওয়ার চাইতে দেশেই কোন কিছু করাটা উত্তম হয়তোবা প্রথম দিকে একটু সমস্যা হবে প্রতিটা ক্ষেত্রে আপনি যেকোনো কাজ করতে যাবেন প্রথম অবস্থায় আপনাকে একটু লোকশান গুনতে হবে নিজের সময় ব্যয় করতে হবে কিন্তু যখন আপনি একটু একটু করে উপরে উঠবেন তখন আর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না।

আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে আপনারা ডিম সেল করে থাকেন যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আসলে আমারও খুব একটা ইচ্ছা আছে আপনি যদি আমার কমেন্ট লক্ষ্য করেন তাহলে আগেও আমি বলেছি ইনশাল্লাহ যদি কখনো টাকা পয়সা হয় অবশ্যই আমিও এই ধরনের একটা ফার্ম দেয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আপু আপনার কথাগুলো সবগুলোই সত্যি ও কার্যকরী। আপনি যদি এই লেয়ার ফ্রম করেন ততটা লোকেশন বলতে হয় না এটা যত সাবধানতার ও যত্ন সহকারে করতে পারবেন ততটাই লাভজনক হবে ইনশাআল্লাহ। বেশ

আপু আমাদের এদিকেও কিছু সংখ্যক লোক অল্প পুঁজি নিয়ে তারপর কৃষি ব্যাংক থেকে অথবা সমিতি থেকে লোন নিয়ে। তারা এখন স্বাবলম্বী।

আপু একবার শুরু করে দেখেন ধাপে ধাপে শুরু করে দিয়েন, অবশেষে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না।

ছোটবেলার মাটির ব্যাংক কিনে ওই ব্যাংকে পাঁচ টাকা দশ টাকা করে রাখতাম প্রয়োজন যখন পড়তো, তখন ভেঙে প্রয়োজনের থেকেও বেশি টাকা পেতাম।

আল্লাহর কাছে দোয়া করি আপনার ইচ্ছা যাতে তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।