বিসমিল্লাহির রহমানির রহিম । |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকাল
সকাল বেলা উঠে ফ্রেশ হয়ে হাঁটতে বের হয়ে পড়ি এখন সকালে হাটা কুয়াশার মধ্যে অন্যরকম এক অনুভূতি পায়। বাড়িতে এসে প্রতিদিনের মতো ব্যায়াম করে সকালে হালকা কিছু খাবার খেয়ে পোল্ট্রি ফার্মে আব্বা আম্মুর খাদ্য দেওয়া শেষ ফ্লোর পরিষ্কার করা ও শেষ ।
এখন পানি দেওয়ার তাই আম্মু বাড়িতে চলে আসেন আব্বু বাড়িতে চলে আসে আমি মুরগিকে পানি দিয়ে পোল্ট্রি ফার্মের সকালের কাজ শেষ করে মোটর বন্ধ করে বাড়িতে চলে আসি এসে দেখি এখনো সকালে রান্না হয় নাই অল্প কিছুক্ষণ বসে থাকি।
সকালের খাবার রেডি হয়ে আম্মু ডাক দেয় সকালে খাবার খাওয়ার জন্য আব্বু এদিক দিয়ে আমাকে বলেন আজকে আমি বাড়িতে থাকতে পারবো না তোমার আম্মুর সাথে আর কর্মচারীদের কিছু খবর নিও কি করেন।
আব্বু সকালে নাস্তা খাবার খেয়েই ভালুকা চলে আসে পোল্ট্রি ফার্মের ও মাছের কিছু ওষুধ নিয়ে আসার জন্য চলে আসছে আরো কিছু কাজ বিকেলও হতে পারে ৩ ঘণ্টার মধ্যেও আসতে পারে। আমি কর্মচারীদের বাড়ির এসে দেখি দাঁড়ান কেবল খাদ্য দিয়ে আসতেছে তাই কিছুক্ষণ বসে থেকে গল্প করে।
দুপুর+ বিকেল
কাকেদের বাড়িতে চলে আসি ওইখানে এসে ভাতিজার সাথে সময় কাটায় বারোটার দিকে ডিম গুলো তুলে গোসল করেন জুম্মার নামাজের প্রস্তুতি নেই মসজিদে আসেন নামাজ পড়ে চলে আসি মসজিদে।
নামাজ শেষ করে বাড়ি এসে কিছুক্ষণ মোবাইলে নাটক দেখি দুপুরে খাওয়া দাওয়া করে ভালুকা চলে আসি। ছোটখাটো একটি কাজ ছিল সেটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
বাড়িতে এসে দেখি আম্মু আর আব্বা আমি চলে গেছে আর এদিক দিয়ে শিং মাছের পুকুরের খাদ্য দিচ্ছে আর মাগুর মাছের পুকুর ও খাদ্য দেওয়া শেষ পর্যায়ে। খাদ্য দেওয়ান দেখি শিং মাছের, 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থেকে বাড়িতে এসে দেখি ।
এখনো আম্মু আব্বু এখনো পোল্ট্রি ফার্ম থেকে আসে নাই তাই আসরের আযান দিতেছে রাস্তায় দেখে আব্বু আসতেছে তাই আম্মুকে সাহায্য করার জন্য পোল্ট্রি ফার্মে আসি এসে দেখি আম্মু একা একা পানি দিতাছে তাই আম্মুকে বললে তুমি বসেন কিছুক্ষণ রেস্ট নাও।
আমি পানি দেই পানি দেওয়ার মাঝে আম্মু আমাকে জিজ্ঞেস করে ভালুকার কাজটা কেমন হলো আসলে মূলত। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালই নিয়ে এসেছি। পানি দেওয়া শেষ করে আম্মু মটর বন্ধ করতে চলে যাই আমি কাকিদের বাড়িতে বাড়িতে চলে আসি।
সন্ধ্যা+ রাত্রি
সন্ধ্যার দিকে পোল্ট্রি ফার্মে লাইট দিয়ে বাড়িতে চলে আসি। খুব ক্লান্ত লাগাই শুয়ে ল্যাপটপে একটি মুভি দেখার ইচ্ছা হয় তাই শুয়ে শুয়ে একটি মুভি দেখি। মুভিটি মুভি দেখার শেষ পর্যায়ে আম্মু আমাকে বলেন মুরগিকে দেখে আসো কি অবস্থায় আর শিং মাছের লাইট টা দিয়ে আসো এটি মূলত আমাদের কর্মচারী দিয়ে থাকে।
গিয়ে দেখি মুরগির পানি শেষ পর্যায়ে আরো দুই ঘন্টা আছে লাইট বন্ধ করতে তাই মোটর অন করে অল্প অল্প করে পানি দেই। যেগুলো ডিম পারছে সেগুলো ডিম তুলে বাড়িতে চলে আসি।
আসলে আম্মু আমাকে বলে এত দেরি হইছে কেন কাজে বিবরণ দেই এজন্যই আমার এত পরিমাণ সময় হয়েছে। ফ্রেশ হয়ে রাত্রে খাওয়া দাওয়া করে বাকি মুভিটা দেখা শেষ করি। ল্যাপটপ বন্ধ করেন মোবাইল দিয়ে শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখি। সাড়ে দশটার দিকে মোবাইলের ওয়াইফাই বন্ধ করে নতুন সকালের নতুন দিনের অপেক্ষায় ঘুমিয়ে পড়ি।
আজকে এখানেই লেখা সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।