Better life with steem || The Diary Game || 12 jun 2024 ||

in hive-120823 •  22 days ago 

1718207161525.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা আশা করি ভাল আছেন সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ

আজকে আপনাদের মাঝে আজকে সারাদিন আমার ব্যস্ততা দিন কেমনে কাটলো তা আপনাদের মাঝে তুলে ধরতে এবং শেয়ার করতে চলে আসলাম।

সকালবেলা


আজকে সকাল ঘুম ভাঙলো অ্যালার্ম শব্দে, এলাম অফ করে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর বিছানা থেকে নেমে বিছানা গুছিয়ে ওয়াশরুমে গোসল করতে চলে আসি।কিন্তু শাওয়ার চালু করতেই পানি না আসাই বুঝলাম ট্যাংকিতে পানি নেই। তাই মটর অন করে পানি উঠতে ৭ থেকে ১০ মিনিট টাইম লাগে তাই কিছুক্ষণ মোবাইল চেপে পানি আসলে আমি ওয়াশরুমে চলে যাই এবং গোসল শেষ করে।

অফিসের জন্য রেডি হই রেডি হওয়া শেষ হয়ে দেখি ৭: ৪৭ বেজে গেছে তাই তাড়াতাড়ি করে দরজা লক করে ভাবির রুমে খেতে চলে যায়। সময় অল্প থাকায় ভালো করে সকালের নাস্তা না করে অল্প পরিমাণ খেয়ে অফিসে চলে যাই।

অফিসে যেতে যেতে ৮:০৩ বেজে যায় আজকে একটু লেট হয়ে গেছে । লেট হয়ে গেলেও কিছু বলবে না কেননা মাসে একদিন দুই দিন স্বাভাবিক হতেই পারে।

সিকিউরিটি মেনগেট থেকে পাঞ্চ করে অফিসে রুমে ঢুকি এবং দেখি বস চলে এসেছে।এটা স্বাভাবিক ব্যাপার আটটা চার বাজে তখন আর কিছু না বলে সিটে বসে পড়ি এবং গতকালকে আমার সাপ্তাহিক ছুটির দিন ছিল তাই গতকালকে কি কাজ হয়েছে তা আমি জানিনা এবং বাকিদের কাছ থেকে গতকালকে কাজের কিছু ধারণা নিলাম এবং আজকে প্রায় অনেক কাজ করতে হবে।

বোঝাই যাচ্ছে কেননা আমার সাপ্তাহিক ছুটির দিন পরের দিন টা অনেক কাজ থাকে এটা স্বাভাবিক ব্যাপার আমি সবার সাথে আলোচনা করে প্রথমে কোম্পানির সকল সেকশন ঘুরে আসলাম এবং প্রতিদিনের মতোই ফায়ারিং হতে টেস্ট এবং টেস্টের স্যাম্পল নিয়ে আসলাম।

এগুলো আমার রুমে রেখে প্রথমে আমি লোকাল প্যাকিং এ চলে আসলাম কেননা ওইখানে একদিন যাবত যাওয়া হয় না ওখানকার কি অবস্থা আছে এবং ওইটার অবস্থা জানতে লোকাল প্যাকিংয়ে চলে আসি।

IMG20240612160838.jpg

ওইখানে থেকে অবস্থা জেনে কর্পোরেট মগ প্যাকেট হচ্ছিল সেগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি এবং তাদেরকে বুঝিয়ে দেই কোন কোন ডিফেক্ট বাদ দিতে হবে আর কি রকম প্রডাক্ট প্যাকেট করতে হবে।

কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আমি আমার রুমে চলে আসি রুমে এসে প্রথমে আয়রন টেস্ট রেজাল্ট দিয়ে তা গ্রুপে সাবমিট করি তারপর আমি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে আবার লোকাল প্যাকিং চলে আসি ।

IMG20240612160811.jpg

IMG20240612160749.jpg

মধ্য দুপুর

এখানে প্রতিটা টেবিলে ই কাজ চলতেছিল কিছু টেবিলে লোকাল ডিনার সেট চেক করতেছিল আর কিছু টেবিলে কর্পোরেট মগ চেক করে প্যাকেট করতেছিল এবং প্রত্যেকটি টেবিলে আমি সকল প্রোডাক্ট চেক করে এবং প্রতিটা টেবিলে ডিফেক্ট মালগুলো না দেওয়ার জন্য আদেশ করি।

IMG20240612161429.jpg

কইছেন কার কাজ মোটামুটি শেষ করে ডেকোরেশনে চলে আসি ডেকোরেশনের কর্পোরেটের মগ কাজ চলতেছিল ওইখানে শরিফুল থাকাই কাজটা আমার কমে যায় এবং। ওইখানে তিন থেকে চার মিনিট থেকে সকাল বেলা মিটিং এর সময় হয়ে আসে এবং রুমে এসে iron test নিয়ে মিটিং টেবিলে চলে আসি।

এবং রেখে জি এম স্যারের কথাগুলো শুনতে থাকি শেষ পর্যায়ে আমার টেস্টের সম্পর্কে জানতে জানতে চাইল এবং আমি টেস্টের বিষয়ে স্যারের সাথে কথা বলি এবং কথা শেষ করে। আরো কিছুক্ষণ মিটিং চলল দুই মিনিট চলার পরে মিটিং শেষ হয়ে গেল।

টেস্ট গুলো নিয়ে রুমে চলে আসি বাহিরে প্রচন্ড গরম শরীরে কাপড় ভিজে গেছে ঘামে তাই রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে লোকাল প্যাকিং চলে আসি এরপর আমি আবার এক এক করে প্রত্যেকটা টেবিলে ডিফেক্ট মালগুলো দেখি যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিই আর বাকিগুলো ভাঙ্গার জন্য পাঠিয়ে দিই।

IMG20240612161449.jpg

দুপুরবেলা

এদিক দিয়ে আবার দুপুরের খাবারের টাইম হয়ে এসেছে দুপুরের খাবার খেতে বাসায় চলে আসছি ভাবি রুম থেকে খাবার নিয়ে আমার রুমে এসে আরাম মত খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নেই।

দুইটার দিকে এলাম বাজলে তখন আবার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। অফিসে গিয়ে বাহিরে রোদ্রের তাপ আর ভিতরে গরম এ নিয়ে অনেকটা শরীর খারাপ হয়ে যায় তাই আমার রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নেই।

বসে রেস্ট নেওয়ার মনে মনে ভাবলাম রেস্ট নিলে চলবে না অনেক কাজ বাকি আছে তাই কাজে আবার চলে আসলাম আমি প্রথমে বডি থেকে স্লিপ নিয়ে ল্যাবে রেখে গ্লেজ সেকশনে চলে আসি এবং গ্লেজ নিয়ে ল্যাবরেটরীতে চলে আসি ।

IMG20240612155142_01.jpg

IMG20240612154548.jpg

আমি টেস্ট করতেছিলাম সেইখানে জাকারিয়া চলে আসে এবং দুজনে গল্প করতে করতে আমার কাজগুলো শেষ করি কাজ শেষ করে জাকারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে

IMG20240612155507.jpg

বিকেল বেলা+সন্ধ্যাবেলা

IMG20240612155846_01.jpg

ফায়ারিংয়ে চলে আসি এগুলো ফায়ারিং দিয়ে দেখি শরীরে অনেক ময়লা লেগে গেছে তাই সেগুলো পরিষ্কার করে ডেকোরেশনে চলে আসি ওইখানে কিছু সময় দিয়ে সরি বলে সাথে কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসি।

IMG20240612170347.jpg

IMG20240612160926.jpg

রিপোর্ট রেডি করার জন্য এবং রিপোর্ট রেডি করি বসে সিগনেচার নিয়ে ফাইল ক্লোজ করে রুমে রেখে। আমি আর শরিফুল পাঁচটা ২৬ এর দিকে অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে আসি। আমি আর শরিফুল আসার সময় রাস্তায় জাকারিয়ার সাথে দেখা হয় এবং তিন জনে গল্প করতে করতে বাসায় দিকে চলে আসি।

IMG20240612172051.jpg

IMG20240612170955.jpg

বাসায় এসে আমি প্রথমে রুমে ওয়াশরুমে চলে যাই গোসল করে শুয়ে পড়ি খুব ক্লান্ত লাগতেছিল ঘন্টাখানেক শুয়ে থাকি এবং কমিটিতে রুবিনা আপু একটি পোস্ট পড়ি একটি নাটকের কথা উল্লেখ্য করে এবং আমি উঠে ল্যাপটপ বের করে নাটকটি দেখি।

IMG20240612211653.jpg

আসলে নাটকটি অনেক সুন্দর ছিল। নাটক দেখা শেষ করে রাত্রে খাবারের সময় হয়ে আসে আর আমি খাবার খেয়ে পোস্ট লেখা শুরু করি।

আজকের পোস্টটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছেন। তবে এই গোসল করতে গিয়ে ট্যাংকিতে পানি না থাকলে খুব রাগ উঠে। দেখা যায় আবার ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। যাইহোক অফিসে গিয়ে নিজের কাজে ব্যস্ত ছিলেন। আগের দিন সাপ্তাহিক ছুটি ছিল এজন্য সব কাজ সবার কাছ থেকে বুঝিয়ে নিয়েছেন।
বাহ! তিনজন মিলে বেশ গল্প করতে করতেই বাসায় এসেছেন।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঘুম থেকে ওঠার জন্য আমি নিজেই এলার্ম দিয়ে রাখি তবে এলার্ম বাজলে আবার ভীষণ রাগ হয়😁। স্যান করতে করতে জল শেষ হয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে অনেকবারই পড়েছি এটা খুবই বিরক্তিকর বিষয়। কাজের ফাঁকে ফাঁকে জাকারিয়া ভাইয়ের সাথে গল্প করেছিলেন। রুবিনা আপুর পোস্টটি আমিও পড়ছিলাম তবে নাটকটা দেখা হয় নি। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹

আপনাদের মখগুলো আমার বেশ ভালই লাগে ভাই আমাকে কিছু পাঠিয়ে দিয়েন যেহেতু সামনে ঈদ 😆😆 জাকারিয়া ভাইয়ের সাথে গল্প করতে করতে কাজ করেছেন আর হ্যাঁ জাকারিয়া ভাই কিন্তু অনেক ফাঁকিবাজি মানুষ 🤣🤣 মজা করলাম একটু।।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ভাল থাকবেন ধন্যবাদ।।

এই এক সমস্যা। কারেন্ট না থাকলে সময় মতো মোটর না চালানো গেলে জল তোলা মুশকিল। আজ আপনিও স্নান করতে গিয়ে জল নিয়ে সমস্যায় পড়লেন। অফিসে কাজের চাপ বেশ ভালোই ছিল পোস্ট পড়ে তাই মনে হলো। অবশ্য অফিস শেষে সকলের সাথে দেখাও হয়েছে, আবার বাড়ি ফিরে নাটক দেখে ভালো সময় কেটেছে। ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ দিদি আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য

সকালে গোসল করতে গিয়ে দেখেন টাংকিতে পানি নেই। এজন্য অফিসে যেতেও লেট হয়ে গেলো এ সমস্যায় আমাকেও অনেকবার পড়তে হয়েছে। সবসময় টাইম মত অফিসে গেলে মাসে ২-১ বার একটু লেট হলে বস এরা কিছু বলে না এটাই স্বভাবিক। রাতে রুবিনা আপুর পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে নাটক দেখেছেন। আমিও মাঝে মাঝে ফ্রি টাইম পেলে নাটক দেখি। ধন্যবাদ আপনার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।