বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সকালবেলা
ফজরের আশায় ঘুম থেকে উঠে ঘুরতে তাকিয়ে দেখি নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে হাটতে বের হয়ে পড়ি বিয়াম করে সকালের ছোটখাটো একটি নাস্তা করেন। কিছুক্ষণ শুয়ে থাকা পর আমাকে আমাদের বড় বিলের পাঠায় ওইখানে কর্মচারীর ভাইদেরকে ডেকে আনার জন্য।
বড় বিল পাড় |
---|
আপনারা ভাবছেন মোবাইল থাকতে তাহলে আর ডেকে নাকি মানে একটু কল করলেই তো আসা যেত কিন্তু এই সকাল টাইমে সবাই কাজে ব্যস্ত থাকেন আমাকে ছাড়া তাই হাজার কল দিলেও ফোন রিসিভ হয় না।
ওদেরকে ডাকার কারণ মূলত আমিও জানিনা ঢাকার পর জানতে পারলাম, বিষয়টা হলো আমাদের শিং মাছের পুকুরে দুই তিনটা মাছ মারা গেছে। এগুলো জানার জন্য তাদেরকে ডাকা।
কিছু বিষয় তাদেরকে জিজ্ঞেস করে এক নাম্বার প্রতিদিন হওয়াটা না হয় কিনা মাছের গ্যাসের ট্যাবলেট দেওয়া হয় কিনা। একজন বলে ওঠে প্রতিদিন হওয়াটা না হয় কিন্তু দুইদিন যাবত মাছের গ্যাসের ট্যাবলেট শেষ হয়ে গিয়েছে সে কারণেই হইতে পারে এই অবস্থার।
আব্বু একটু রাগী ভাবে বলে ওঠেন শেষ হয়ে গেছে সেটা আমাকে জানানো গেছে না। আপনাদের বলতে এত কষ্ট লাগে কেন এটা কি আপনারা কিনবেন না আমি কিনব।
সকালের নাস্তা খেয়ে একজন কর্মচারী ভাই কে নিয়ে ভালুকা এসে মাছের গ্যাসের ট্যাবলেট কিনে নেই, তাড়াতাড়ি বাড়িতে চলে আসি । আব্বু আমাকে বলেন দাঁড়িয়ে থেকে ওদেরকে কাজগুলো করাও না হলে কাজের মধ্যে ফাঁকি দেবে তাই ওরা করে কাজ করতেছিল মাঝেমধ্যে আমিও পুকুরের নাম নিয়ে কিছু সহযোগিতা করার জন্য।
শিং মাছের পুকুরে হরা টানা |
---|
দুপুরবেলা+বিকেল বেলা
কাজগুলো শেষ করেন আমি বাড়িতে চলে আসি, কিছুক্ষণ রেস্ট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি ডিম তোলার জন্য ডিম তোলা শেষ করে যোহরের আযান দিয়ে দিবে কিছু মিনিট এর মধ্যেই গোসল করেন জোহরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিন মসজিদের এসে জোহরের নামাজ আদায় করি নামাজ শেষ করে বাড়িতে এসে ।
মুভি দেখার জন্য ল্যাপটপ অন করে তৎক্ষণিক ডিমের গাড়ি চলে আসে তাই আর মুভি না দেখে সরাসরি আমি চাবি নিয়ে পোল্ট্রি ফার্মিং চলে আসি। দুইটি ভ্যান গাড়ি চলে আসেন তাই ডিম গুলো বের করে দেই ডিম গাড়িকে ডিম গুলো আমি বুঝিয়ে দেয়।
প্রথম গাড়ি ডিম লোড করা |
---|
দ্বিতীয় গাড়ি |
---|
আম্মুর আব্বু মুরগিকে খাবার দেয় ডিম দেওয়া শেষ করে আসরের আযান শুনতে পাই তাই আম্মু আব্বুকে বলে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওযু করেন আসরের নামাজ আদায় করতে মসজিদে আসি।
নামাজ শেষ করে বাড়িতে এসে প্রচন্ড ক্ষুধা লাগাই দুপুরের না বিকালের খাবার খাই। দুপুরে খাবার বিকেলে খাওয়াই শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তাই 5 থেকে 10 মিনিট শুয়ে থেকে বাইরে বের হয়ে কাকিদের বাড়িতে চলে আসি। আড্ডা দেওয়ার আড্ডা দেওয়ার আশায়ই এসে দেখি সবাই আড্ডা দিচ্ছে।
সন্ধ্যাবেলা+ রাত্রিবেলা
মসজিদ থেকে বের হয়ে গেটে |
---|
আড্ডা দেওয়ার শেষ করে সন্ধ্যার দিকে সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় আমি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসি। ছোট ভাই অনেক বার ফোন দিয়েছে বাড়িতে ওয়াইফাই টা একটু নষ্ট দিকে। আসে যাই এই অবস্থা। তাই ডাটা দিন কথা বলা লাগবে এখন।
বেশ কিছুক্ষণ আম্মা ছোট ভাইয়ের সাথে কথা বলে এরপর আম্মু মোবাইলে নাটক দেখে আমি দুপুরের বাকি মুভিটা শেষ করি। এশারের আযান দিয়ে দিলে নামাজ পড়তে মসজিদে চলে আসি নামাজ শেষ করে বাড়িতেও চলে আসি। আম্মু বলে ওঠে আমাদের শিং মাছ আর মাগুর মাছের পুকুরের লাইনগুলো দিয়ে আসো আর পোল্ট্রি ফার্মের ফ্রেন্ডগুলো বন্ধ করে দিয়ে আসুন।
আলোয় আলোকিত পোল্ট্রি ফার্ম |
---|
শিং মাছ মাগুর মাছগুলোকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য করে লাইট দেওয়া |
---|
আমি এগুলো কাজ করে বাড়িতে চলে আসি এর কিছুক্ষণ পরে আব্বু বাড়িতে আসে রাত দশটার দিকে আব্বু বলে পোল্ট্রি ফার্মের ব্লাড গুলো বন্ধ করে দিয়ে আসো। আমি লাইট গুলো বন্ধ করে বাড়িতে এসে আরও কিছুক্ষণ মোবাইল চালাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারবো।
মুরগিকে লাইট বন্ধ করে ঘুমানোর সাহায্য করা |
---|
আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন