বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
আমি আপনাদের মাঝে আমার অপছন্দের একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পোস্ট করতে চলে আসলাম আজকের অপছন্দ পোষ্টের নাম হলো সমালোচনা করা খুব খারাপ একটি কাজ।
সমালোচনা বলতেই আমার কাছে মনে হয় একে অপরের কাছে পরনিন্দা করা একে অন্যের মানুষের কাছে মিথ্যা কথা বানিয়ে বলা ওর কথা ওর কাছে বলা ওর কথা ওর কাছে বলে ঝগড়া লাগানো।
কোন কাজে ভালো মন্দ নিয়েই মানুষ অবশ্যই সমালোচনা করবে ভালো কাজের প্রশংসা করবে মন্দ কাজের নিন্দা জানাবে আবার বিভিন্ন জন নানান রকমের পরামর্শ দিবে ।তাই প্রশংসা নিতে পারলে নিন্দা ও হজমের মানসিকতা থাকতে হবে কিন্তু এটা আমার নেই ,এরকম লোক সমাজে আছে যেগুলো শুধু পরনিন্দা করতেই থাকে কাউকে ভালো কোন পরামর্শ দেওয়ার কোন চিন্তাই থাকে না উল্টে আরো ভালো করা থেকে খারাপ করে দেয়।
এগুলো শুধু এখন সমাজেই বা এলাকায় মহল্লায় নেই এগুলো এখন রাষ্ট্রের মধ্যেও চলছে সমালোচনা, সাধারণ কোন ব্যক্তি বা তার কাজে নিয়ে সমাজে মাথা ব্যাথা নেই, মানুষ মাথা ঘামাও না এটা আমরা জানি কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যেগুলো চোখে পড়ে গেলেই অন্যকে বলে ভালো কাজটাকে খারাপ করার চিন্তা ভাবনা নিয়ে থাকে তখন ওই সাধারণ ব্যক্তির সব কাজেই মাথা ব্যথা হয়ে ওঠে সমাজের লোকজন কাছে।
ওই সাধারণ ব্যক্তি যদি এই কথাগুলোকে পেছনে রেখে কাজের দিকে অগ্রসর হয় সে অবশেষে সফল হতে পারবে ,যদি পিছনের কথাগুলো মনে রেখে কাজ বন্ধ করে দেই ,সে আর কখনো সফল হতে পারবে না ভালো কাজই বা খারাপ কাজই অনেক অনেক কিছুই বলবে সব যে আমার আপনার পছন্দ হবে তাও কিন্তু নয় তেমনটা হওয়ার উচিত নয় মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে, এটি মানুষের একটি স্বভাব চরিত্র এখানে দোষ নেই তবে আমাদের মন রাখতে হবে সমাজের সবাই সবার কাজে পছন্দ করবে না আবার সব সময় সব কাজ শুদ্ধ হবে না এটি ভুল হতে পারে সঠিক হতে পারে।
আমার বাড়ি থেকে দাদা দাদীরা বলতো এমনকি গুরু জনরা বলতো আপনার বা আমার চারপাশে নিজস্ব লোক বা অপর লোক সব সময় আমার প্রশংসা করতে থাকে তবে ওরা এক সময় আমাকে বিপদে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না।
এর থেকে আরেকটু সুন্দর করে আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছিল তোমাকে যদি সবাই ভালো বলে তাহলে সেটার মধ্যে কোন খারাপ আছে আর যদি একটি সমাজের লোক তোমাকে কিছু লোক পছন্দ করে কিছু লোক অপছন্দ করে কাজের ভুল ধরিয়ে দেই তাহলে তুমি বুঝবে তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ।
নিরপেক্ষ লোকের আলোচনা বা সমালোচনার ঠিকই কাজের মান সম্পর্কে ধারণা পাওয়া যায় কারণ আমার পক্ষে-বিপক্ষে সমালোচনা না থাকলে আমার কাছে ভালো মন্দ মূল্যায়ন করতে ব্যর্থ হবে একসময় ব্যর্থতার অনেক বড় আকারে ধারণ করবে। নিরপেক্ষমূলক সমালোচনার কাজটি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে আসে সমাজের দক্ষ জ্ঞানী বিশেষজ্ঞ ব্যক্তিগণ ইত্যাদি সমালোচনায় কাজে আসে।
আজকে পোস্ট এ পর্যন্তই পরবর্তী পোস্ট পর্যন্ত সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করেছেন। সমালোচনা অনেক খারাপ একটি বিষয়। আর এখন পৃথিবীর বেশিরভাগ মানুষই সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমালোচনা করা সত্যিই অনেক খারাপ কাজ। বর্তমান সময়ে আমাদের আশেপাশের মানুষ একে অপরের সমালোচনা করতে ব্যস্ত। আপনি ঠিকই বলেছেন নিরপেক্ষ লোকের সমালোচনা আমরা আমাদের কাজের মান সম্পর্কে জানতে পরি।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে মানুষ শুধু সমালোচনায় করতে পারে কারণ সম্পর্কে ভালো কথা কাউকে যেন বলার মন-মানসিকতায় রাখে না।।। শুধু মানুষ কার বদনাম আছে সেগুলি বলে বেড়ায়।। আপনি খুবই বাস্তবে একটু বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট করেছেন।। ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Dear friend,
@muzack1
Thank you very much for your valuable support. Many blessings and prayers for you.🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি খুবই শিক্ষণীয় এবং চিন্তার খোরাক। সমালোচনা কেবল খারাপ কাজ নয়, সঠিক সমালোচনা মানুষকে উন্নতি করতে সাহায্য করে। আপনার দাদাদের এবং ইমাম সাহেবের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের ভালো কাজের দিকে নিয়ে যেতে সাহায্য করে। পোস্টের জন্য ধন্যবাদ, আল্লাহ আপনার কল্যাণ করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমালোচনা খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটা একটা মানুষের জীবনকে যেমন নষ্ট করে দিতে পারে। ঠিক তেমনি একটা মানুষের ভবিষ্যৎ ভেঙে চুরমার করে দিতে পারে। সমালোচনা করা মোটেও ঠিক না। একটা কথা আমরা ভুলে যাই আমরা আজকে যে মানুষটাকে নিয়ে সমালোচনা করছি এবং যাদের সাথে সমালোচনা করছি। দিন শেষে দেখা যাবে তারাই আমাদেরকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়।
সমালোচনা বা আলোচনার মাধ্যমে আমরা কি পাই একটা মানুষের পেছনে আরেকজন মানুষের কাছে কিছু কথা, যেটাকে গ্রাম এর ভাষায় বদনাম বলা হয়ে থাকে। এটা করা কি মোটেও ঠিক আমি মনে করি, কাউকে নিয়ে কখনোই সমালোচনা করবেন না।
আপনি বর্তমান সময়ে যে অবস্থানে রয়েছেন আপনার অবস্থানকে উন্নতি করার চেষ্টা করুন। অন্যকে নিয়ে সমালোচনা করা বন্ধ করুন। দেখবেন এতে করে আপনিও ভালো থাকতে পারবেন আপনার পরিবার এবং আপনার সমাজ ভালো থাকতে পারবে। এই বিষয়টা যদিও গ্রামের মধ্যে অনেক বেশি হয়ে থাকে। তবে সবাইকেই অনুরোধ করি বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করুন। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit