বিদায় (Goodbye)

in hive-120823 •  21 days ago  (edited)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আজকের শব্দটা একটু কষ্টদায়ক তাও সবার সাথে পরিচিত, আজকের বিষয়টা হলো বিদায়

pexels-photo-4439451.jpeg

Link:

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায় এর মধ্যেই দুঃখ কষ্ট জড়িয়ে আছে। মাত্র এই তিন অক্ষরের শব্দটা কানে আসতে মনটা কেমন যেন বিষন্ন হয়ে ওঠে। আমার মতে একটি মানুষের জীবনে দুই রকম বিদায় থাকে তার মধ্যে একটি হলো:
১. ক্ষণিকের বিদায়
প্রথমটা একটু কষ্টের হলেও সুখের কেননা জীবনকে পরিবর্তন করার জন্য ক্ষণিকের বিদায় নেওয়া হয়।

২. চিরদিনের বিদায়

এই বিদায় টি খুব কষ্টের খুব যন্ত্রণার কেননা একটি মানুষ চিরদিনের জন্য বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়।

আমরা এই পৃথিবীতে যখন বুঝতে শিখি মা-বাবা বা গার্ডিয়ান বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য ছোট্ট বেলা থেকেই একটি স্কুলে বা মাদ্রাসায় দিয়ে আসে তখন থেকেই আমাদের সাথে বিদায় শব্দটি জড়িয়ে থাকে।

আমরা যখন প্রথম স্কুলে বা মাদ্রাসায় বা অন্য জায়গায় ভর্তি হয়ে শিক্ষা জীবন শুরু করতে থাকি তখন থেকেই আমাদের অনেক বন্ধুদের সাথেই পরিচিত হয়। ওইখানে দীর্ঘদিন থাকার পর এখানকার সহপাঠী শিক্ষক দের উপর এক মায়া বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক হয়ে যায় যখন স্কুল বা মাদ্রাসা শিক্ষা জীবন শুরু করে।

pexels-photo-7984324.jpeg

Link:

প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিক শিক্ষায় পর্যন্ত আসে তখন একই অবস্থা হয় ওখানে দীর্ঘদিন থাকার পর অনেক সহপাঠী পাই, শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক হয়ে ওঠে, যখন প্রাথমিক শিক্ষার মতো যখন মাধ্যমিক শিক্ষা সমাপ্তি হয় তখন ওইখান থেকে বিদায় নিয়ে উচ্চ শিক্ষার জন্য চলে যায় এভাবে চলতেই থাকে।

শিক্ষাজীবনে সমাপ্তি সহপাঠী ও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার বিষয়টি এমনই এক নিবিড় বন্ধন চিহ্ন হওয়া যা খুব সহজে ভুলাতে পারে না।

তবে এই বিদায় বেলায় কষ্টের মাঝেও এক রকম আনন্দ থাকে জীবনে সাফল্য হওয়ার জন্য সেটি মূলত ক্ষণিকের বিদায়। প্রতিটি মানুষের জীবন চক্রে মতো বারবার ঘুরে ফিরে আসে, বিদায়ের আবেগঘন মুহূর্ত যা শুরু হয় তার এক সময় পরিসমাপ্তি ঘটে , আবার প্রত্যেকটা শুরুই শেষ থেকেই হয় জীবনের পথে বাঁকে বাঁকে কত যে বিদায় মুহূর্ত রয়েছে ।

ঘর থেকে শুরু করে শিক্ষাজীবন কর্মস্থল কিংবা প্রিয়জনের নিকট হতে বিদায় সবই যেন বেদনাদায়ক যাদের কাছ থেকে বিদায় নেই তারাও আবেগতাড়িত কখনো অশ্রু সিক্ত হয় তবে যিনি বিদায় নিচ্ছেন তার আবেগ অনুভূতি বেদনা অনেক বেশি।

free-photo-of-people-comforting-a-crying-woman-in-a-military-uniform.jpeg

Link:

তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন তা এতদিনের স্পর্শে ভালোবাসে কাজ সৃজনশীলতা সহপাঠী সহকর্মী সহচরী দের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের ভালবাসা কত চেনা মুখ মায়ার বন্ধন সুখ দুঃখের ভাগাভাগি কত খুনসুটি কারো সঙ্গে কখনো কঠোরতা ও অসহিষ্ণুতা ইত্যাদি অনেক স্মৃতি প্রতিষ্ঠান অফিস চার দেয়ালে চেয়ার আসবাবপত্র সকল কিছুই তাকে মনে করিয়ে দেয় তারা ছিল তার এতদিন সাথী।

আজ তিনি চলে যাচ্ছে এই পরিবেশ ও প্রকৃতির তাকে দারুন ভাবে মর্মাহত করে সৃষ্টি কর্তা মানুষকে এই এক নিভৃত অনুভূতি দিয়েছেন উপলব্ধির জন্য যখন একজন বিদায় নেন তখন তাকে সত্যিই অসহায় মনে হয় যা কিছু আজ ছেড়ে যাচ্ছেন তার সবাই এতদিন তার আপন ছিল কিন্তু বিদায়ের মুহূর্তে পর থেকে তার আপন থাকছে না।

এমন মুহূর্ত সহচরী সহকর্মী সহপাঠী এই দিন স্মরণীয় করে তুলতে অন্তরের আন্তরিকতা সঙ্গে আনুষ্ঠানিকতার আয়োজন করে পারিবারিক সাংসারিক জীবনে সামরিক বিদায় হতো এমনটি হয় না কিন্তু কর্মক্ষেত্রে বিদায় আনুষ্ঠানিকতার হয়।

মানব জীবনে সর্বশেষ যে বিদায় অবধারিত হয়ে আসে তার নাম হলো মৃত্যু। মৃত্যু এমন এক বিদায়ের নাম যার দিন তারিখ কেউ বলতে পারে না বলা সম্ভব নয়।

শেষ বিদায় যেহেতু সবচেয়ে কষ্টের সবচেয়ে বিষাদের তাই জীবনের অন্যান্য সময়ের শেষ বিদায়ের কথা স্মরণ করতেই হবে ।

তাই আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিদায় শব্দটি সত্যিই অনেক আবেগঘন ও কষ্টদায়ক। লেখাটি পড়ে মনটা ভারী হয়ে গেল। জীবনের প্রতিটি বিদায়ই নতুন কিছু শিখায় কিন্তু চিরবিদায়ের কষ্ট কখনো ভুলার নয়। আপনার লেখার বর্ণনা উপস্থাপনা সুন্দর হয়েছে। সত্যিই বিদায়ের মুহূর্ত গুলো আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ও শান্তিময় বিদায় দান করুন। আমীন।

Loading...

বিদায় এই ছোট শব্দটি কানে আসলি মনে হয় কি যেন বিপদ হয়ে গেছে।। যদি আপনি খুবই চমৎকারভাবে বিদায় সম্পর্কে আলোচনা করেছেন আর আপনার কাছে মনে হয় বিদায় দুই প্রকার আমার কাছেও তাই মনে হয়।।

প্রাথমিক শিক্ষার থেকে শুরু করে উচ্চমাধ্যমিক সব জায়গায় বিদায়ের নামক শব্দটি জড়িত কষ্ট লাগলেও সাফল্যের জন্য এই বিজয় এক আনন্দ বয়ে নিয়ে আসে।। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য ভালো থাকবেন।।

বিদায় শব্দটা অনেক বেশি ছোট কিন্তু এর মর্ম যদি আমরা খুঁজে বের করতে যাই তাহলে অনেক বড় আপনি চাইলেও কিন্তু নিজের প্রিয় মানুষের কাছে এই শব্দটার ব্যাখ্যা করতে পারবেন না কিছুটা ক্ষণিকের আবার যেটা চিরবিদায়ের সেটা আর ফিরে পাওয়া সম্ভব না ক্ষণিকের বিদায় হয়তবা অনেক বেশি সুখের হয়ে থাকে।

কেননা আপনি নিজে প্রতিষ্ঠিত হয়ে আবারো নিজের পরিবারে ফিরে আসতে পারেন কিন্তু যেটা চিরবিদায় সেটা আমাদের জন্য অনেক বেশি বেদনাদায়ক আমরা চাইলেও মানুষগুলোকে আর ফিরে পাই না যারা পড়াশোনা কিংবা চাকরির সুবাদে প্রবাসে কিংবা দেশের বাহিরে থাকে তাদেরকে আমরা কয়েক বছর পরে আবার দেখতে পাই কিন্তু যারা এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে যায় তাদেরকে আর কখনোই খুঁজে পাই না।

বিদায় সম্পর্কে আপনার মনের অনুভূতি সত্যিই অসাধারণ সন্তানের কাছ থেকে বাবা মা দূরে থাকে আবার যখন বাবা-মা বৃদ্ধ হয়ে যায় তখন বাবা-মার কাছ থেকে সন্তান দূরে থাকে এই পৃথিবীর নিয়তি বড়ই অদ্ভুত যারা একেবারে চলে যায় তারা আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় হাজার চেষ্টা করেও তাদেরকে ভুলে থাকতে পারিনা হয়তোবা কিছুটা সময় ভুলে থাকি আবারও মনে পড়ে ধন্যবাদ বিদায় সম্পর্কে আপনার মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য

ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য