"অনেক দিন পর কলেজের বন্ধুদের সাথে বিকেলে আড্ডা দেওয়া"

in hive-120823 •  9 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আজকে পোষ্টের বিষয় হলো ‌ অনেক দিন পর কলেজের বন্ধুদের সাথে বিকেলে আড্ডা দেওয়া।

মানুষ এই সুন্দর পৃথিবীতে একা একা চলাচল করতে পারে না তার পছন্দনীয় কিছু মানুষদের সাথে চলাফেরা হয় কথা গল্প আড্ডা ইত্যাদি।

বাইরে হোক বা সমাজে চলাফেরা করলে আমাদের সাথে অনেক মানুষের পরিচয় হয় তার সাথে বন্ধুত্ব হয়ে যায় তার মধ্য থেকেই ভালো মানুষ ও ভালো বন্ধু গুলোকে বাছাই করে তাদের সাথে আড্ডা দেওয়ার গল্প করা মজাটাই আলাদা।

আমি সিরামিকস এর উপর ডিপ্লোমা করার সময় প্রায় অনেক ভালো বন্ধুদের সাথে পরিচয় হয়, ও তাদের সাথে ভালো সময় অতিবাহিত করি পড়াশুনা শেষ করে যে যার মত কোম্পানিতে চাকরি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে।

তাদের সাথে মোটামুটি মেসেঞ্জার ও কথা হতো আমার অসুস্থতার খবর আমার ভালো কয়েকটি বন্ধু জানতে পারে কিছু বন্ধু আসতেও চাই কিন্তু তাদের অফিসের কাজগুলো তাদেরকে ঘিরে রাখে ।

IMG20250129174144.jpg

তারা মূলত আমাদের বাড়ির পাশে কয়েকটা সিরামিকস কোম্পানি ছিল ওখানে চাকরি করতেছিল, তার থেকে ভালো সেলারি নিয়ে অন্য আরেকটি কোম্পানিতে চাকরি পেয়েছে সেজন্য এই কোম্পানি থেকে যাওয়ার আগে দেখা করে যাবে সে জন্যই দুই দিন আগে ফোন দিয়ে জানিয়ে দেয় আমাকে।

আশেপাশে আরো কয়েকটি কোম্পানির বন্ধুরাও থাকে সবাইকে একসাথে মিলিত হয়ে, আসতে বলে কিছু ফ্রেন্ড এর অফিস থাকাই তারা আসতে পারে নাই আমরা দুই তিন জন একসাথে হওয়ার কথা বলি।

আমার বাড়ি থেকে মিলিত হওয়ার জন্য জায়গাটা মোটামুটি একটু দূরে ছিল, তাই আসরের আযানে আগে রেডি হয়ে বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেই।

IMG20250129170120.jpg

প্রথমে কিছুদূর বাস দিয়ে চলে আসি, তারপর বাস থেকে নেমে একটা রিকশা নিয়ে বন্ধুদের সাথে দেখা করার খানে চলে আসি। আমি এসে দেখি যে বন্ধুটি কোম্পানিটি ছেড়ে আরেকটি কোম্পানিতে চলে যাবে সে চলে এসেছে।

IMG20250129185224.jpg

তাকে দেখে আমি অনেক আনন্দ হয়ে পড়ি এবং জড়িয়ে ধরি, আমরা বসে বসে চা খেতে থাকি আর গল্প করতে থাকি, এর মধ্যে একজন একজন করে চলে আসে আমাদের সাথে মিলিত হয়। মূলত এক একজন এক এক কোম্পানি থেকে আসায় একটু দেরি হচ্ছে।

IMG20250129202527.jpg

মাগরিবের আজান এর পরে আমরা চারজন একসাথে হয়, আমরা চারজনে ওই জায়গার আশেপাশে দিয়েই হাঁটতে থাকি তার সাথে গল্প করতে থাকি ।

মনের মত বন্ধু থাকলে কত কিছু শেয়ার করা যায় কত মজা করা হয় কত ফাইজলামি ইত্যাদি। এশারের আজান দিয়ে দিয়েছে দুজন বন্ধু বলে উঠলো আর বেশিক্ষণ থাকা যাবে না এখন বিদায় নেওয়া লাগবে।

তারা বিদায় নিয়ে চলে যায়, দুই বন্ধু যাওয়ার পরপর ই আরেকটি বন্ধু আমাদের সাথে জড়িত হয়, এরপর আমরা তিনজনে গ্রিল তার সাথে নান রুটি রাত্রে খাওয়া দাওয়া করে।

রাত অনেকটাই হয়ে গিয়েছে, সকালে তাদের অফিস থাকাই আর বেশিক্ষণ না থেকে আমরা যার যার গন্তব্যে চলে আসি।

IMG20250129212648.jpg

আজকে এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

স্কুল জীবন বা কলেজ প্রতিটি জায়গায় আমাদের বন্ধুদের সাথে পরিচয় হয় অনেক সময় ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে।। কিন্তু একটা সময় পর আমরা সকলেই নিজ নিজ কর্ম ব্যস্ত হয়ে পড়ি তাই কারো সাথে যোগাযোগ থাকে না।।।

জীবনে বন্ধুদের ভূমিকা অনেক বেশি আর অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা আর এতদিন পর বন্ধুদের সাথে দেখা হলে কতটা আনন্দ সেটা আমি বুঝতে পারি।।

আপনি সিরামিকস নিয়ে পড়াশোনা করেছেন এবং সেটার মধ্যে চাকরি করেছেন সেটাও আমরা জানি তবে আজকে আপনি আপনার কলেজের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছেন বন্ধু মানেই হচ্ছে পরম শান্তির একটা জায়গা যেখানে হাজারো কষ্ট ভুলে যাওয়া যায় বন্ধুদের সাথে কাটানো স্মৃতিগুলো অনেক বেশি স্মৃতি মধুর হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।