মানুষ মানুষকে সাহায্য করা উত্তম কাজ

in hive-120823 •  3 months ago 

বিসমিল্লাহির রহমানির রহিম,

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা ?আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

pexels-photo-8386733.jpeg

Link:

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো মানুষ মানুষকে সাহায্য করা ।পৃথিবীর মধ্যে সবথেকে ভালো কাজের মধ্যে একটি কাজ। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

pexels-photo-3996734.jpeg

Link:

পৃথিবীতে মানুষ মানুষের প্রতি একটি কর্তব্য এবং দায়িত্ব আছে সে দায়িত্ব থেকেই ।মানুষ মানুষকে সাহায্য করা পৃথিবীর মধ্যে সবথেকে ভালো কাজের মধ্যে উত্তম কাজ।

আমাদের সমাজে অনেক রকম মানুষ থাকে ভালো মন্দ গরিব মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ধনী লোকেরা একই সাথে সমাজে বসবাস করি।

যাদের একটু টাকা আছে তারা ভালো করে চলতে পারছে। কিন্তু আমাদেরই সমাজে অনেক মানুষ আছে যাদের দিন আনে দিন খায় ।আমাদের বাড়ির পাশেই থাকে ওদেরকে কে আমরা মাসে একবারও খবর নিতে যায় না।

সমাজে যাদের একটু টাকা পয়সা আছে তারা তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা দাড়াই কিছু সংখ্যক মানুষ মানুষের পাশে দাঁড়াই ।

আমরা যদি মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে অনেক ভাবেই মানুষের পাশে দাঁড়ানো যায় ।
আপনি কোথাও যাচ্ছেন গাড়ি করে ওই গাড়িতে একটি বৃদ্ধ লোক বা একটি বয়স্ক লোক আছে উনি দাঁড়িয়ে আছে কিন্তু আপনি বসে আছেন ।আপনি দাঁড়ানো ক্ষমতা আছে। কিন্তু বৃদ্ধ বা বয়স্ক লোক দাঁড়ানোর অবস্থায় নেই। আপনি যদি সিট ছেড়ে দিয়ে। ঐ বৃদ্ধ বয়স্ক লোকদেরকে বসতে দেন এটা এক প্রকার সাহায্যে।

আমি যখন ঢাকা থাকতাম বাইরে হাটাহাটি করতাম
দেখতাম যারা নতুন এসেছে ঢাকা শহরে এবং তারা ঠিকানা খুঁজে পেত না ।বা রাস্তা হারিয়ে ফেলেছে তাদেরকে ঠিকানা বলে দেওয়া বা রাস্তা খুঁজে দেওয়া এটাও এক প্রকার সাহায্য।

আমাদের সমাজে অনেকে বৃদ্ধ লোক বা বয়স্ক মানুষ টাকার অভাবে রিক্সা ব্যান এগুলো চালাই এগুলো যখন গর্তে পড়ে যায় একা একা তুলতে খুব কষ্ট হয় । আমরা যদি কেউ ওই গাড়িটিকে ঠেলে দেই তার অনেক উপকার করা হয়।

pexels-photo-4246264 (1).jpeg

Link:

সমাজে আমরা যারা বাস করি , সমাজে অনেক রকম সমস্যা দেখা দেয় ।কোন ব্যক্তি অসুস্থ বা আহত হয় আছে আমাদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। সমাজে চলতে গেলে একা একা বসবাস করতে পারে না।

pexels-photo-3101214.jpeg

Link:

সমাজে চলতে গেলে কারো না কারো সাহায্য লাগবেই। সমাজে বসবাস করতে গেলে একজন মানুষের প্রয়োজন পড়বে না এটি অসম্ভব। সমাজে একা একা চলা একদমই মুশকিল। আপনি যেরকম অন্য মানুষদের কাছ থেকে সাহায্য আশা করেন এবং অন্য ব্যক্তিরাও আপনার কাছে সাহায্য আশা করে।

আমি অনেককে দেখেছি আমাদের সমাজে মানুষ যখন বিপদে পড়ে তখন একাকীত্ব অসহায় ফিল করে। ওই বিপথগামী ব্যক্তি অন্য মানুষের সাহায্য প্রত্যাশা করে কেউ তাকে সাহায্য করবে।

ইসলামিক শরীয়তে একটি হাদিস বর্ণ না করছি:
হাদিস টি ছিল এরকম আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটি মানুষের প্রয়োজন বা সাহায্য করবে মৃত্যুর পরে বা পরকালে আল্লাহ তা'আলা তাঁর একশটি প্রয়োজন পূরণ করবে।

একটি ব্যক্তি দুনিয়াতে কারো সাহায্য করলে আল্লাহ তা'আলা সাহায্যকারী ব্যক্তিটিকে আল্লাহতালা সাহায্য করবে।

pexels-photo-9532305.jpeg

Link:
তাই আমাদের প্রত্যেকটি মানুষের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে হবে একটি মানুষ যদি একটি মানুষের পাশে দাঁড়াই তাহলে আমাদের এই পৃথিবীতে দুঃখী মানুষ বলে কেউ থাকবে না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একজন মানুষের আরেকজন মানুষকে সাহায্য করা অবশ্যই উত্তম কাজ, কিন্তু এখনকার সময়ে মানুষ কয়জন বা সাহায্য করে, যদি একজন মানুষ বিপদে পড়ে তাহলে তাকে আরো বিপদে ফেলানোর জন্য চেষ্টা করে মানুষ। যাইহোক আপনার পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

ঠিক বলেছেন ভাইয়া, প্রাচীন যুগের মানুষটারে মানুষকে অনেকভাবে সাহায্য করত তার সাহায্য ছাড়া মানুষকে বিপদে ফেলে দিত না।

আর এখনকার মানুষ মানুষ কিভাবে বিপদে ফালানো যায় এবং সেই দিকে তারা সারাদিন চিন্তা করে। এখনকার সময় অসহায় মানুষটা মানুষদের কারণে বিপদে পড়ে যায়।

ধন্যবাদ আমার পোস্টটি পড়াতে সুন্দর একটি কমেন্ট করার জন্য

সবার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আমার কমেন্টটি দেখেছেন এবং সে কমেন্টের রিপ্লাই অনেক সুন্দর করে আবারও দিয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি। আপনার কাছ থেকে আরও অনেক সুন্দর পোস্ট আশা করি।

Loading...

সর্বপ্রথম কথা হলো মানুষ, মানুষের জন্য। এই পৃথিবীতে যদি একা ভাবে পথ চলা যেত তাহলে মানুষ নামের এই জাতি মানুষ থাকত না।
আমরা প্রত্যেকেই অন্যজনের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে কেউ কখনো অহংকার করে বলতে পারবে না, যে একা পথে চলা যায়।
একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করাটা উত্তম কাজ। উপকারকারীকে আমাদের সৃষ্টিকর্তা পছন্দ করেন।
সুন্দর একটি পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পৃথিবীতে একা একা চলাচল করা কল্পনার বাহিনী, আমরা যে সমাজে বাস করি সেই সমাজে আপনার একদিন প্রয়োজন পড়বে অন্য কোন একজন মানুষের অন্য কোন মানুষের আপনার একদিন পর্যন্ত।

মানুষ ছাড়া পৃথিবীতে চলা অসম্ভব। ঠিক বলেছেন সাহায্য করার ব্যক্তি আল্লাহতালা খুব পছন্দ করে। সেজন্য আমাদের সবারই প্রয়োজন সবার বিপদে এগিয়ে আসে সামর্থ্য যাই হোক না কেন। আমার পোস্ট করে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন

খুব সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই।

আসলে বর্তমান সমাজে আমরা অন্য মানুষের খবর নিতে চায় না। অন্য মানুষ কি ভাবে চলছে কি ভাবে বেঁচে আছে তাতে আমাদের কোন যায় আসে না। আমরা শুধু আমাদের নিজেদের কথাই বেশি ভাবি। আপনার সাথে আমিও সহমত অন্য মানুষের সহযোগিতা করা এবং উপকারে আসা একটি ভালো কাজ। তবে এখনো কিছু মানুষ আছে তারা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। যার জন্য মানবতা আজও আমাদের মধ্য বেঁচে আছে।

ঠিক বলেছেন ভাই মানুষদের মানবতা না থাকলে আমাদের সমাজটা অনেক স্বার্থহীন হয়ে পড়তো পৃথিবীতে এখনো কিছু পরোপকারী লোক আছে যাদের বিপদে সবার প্রথমে এগিয়ে আসে কোন চিন্তা না করে।

আমরা বুঝি না সবাইকে তো টাকা দিয়ে সাহায্য করতে হবে না টাকা ছাড়াও অনেক প্রকারের সাহায্য করা যায়। আমরা যদি সবার সাহায্য করতাম তাহলে পৃথিবীতে এত অসহায় ব্যক্তি থাকতো না।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

মানুষকে সাহায্য করা সত্যিই খুব ভালো কাজ। মানুষের বিপদে পাশে থাকা এর থেকে ভালো কাজ আর হয় না। এইরকম মানসিকতা বেশিরভাগ মানুষের মধ্যে থাকে না। এখনকার দিনে মানুষ মানুষকে কিভাবে বিপদে ফেলবে, সেই চেষ্টাই করে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মানুষের বিপদে সাহায্য করা সব থেকে উত্তম কাজ মানুষকে সাহায্য করলে সৃষ্টিকর্তাও অনেক খুশি হয় যে মানুষ মানুষকে সাহায্য করবে সৃষ্টিকর্তা তাকে সাহায্য করবে। এখনকার সময়ে মানুষ মানুষকে সাহায্য করা বাদ দিয়ে মানুষ কে কিভাবে বিপদে ফেলানো যাবে বা সে বিষয় নিয়ে সারাদিন চিন্তা করে।

আগেকার মানুষ কত সহনশীলতা ছিল মানবতা ছিল আর এখন বর্তমান যুগের মানুষ এক মানুষ আরেক মানুষকে দেখতেই পারে না

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

মানুষ মানুষকে সাহায্য করা উত্তম কাজ

  • মানুষকে সাহায্য করা উত্তম কাজ‌। আপনার শীর্ষকটা এইরকম হলে বেশি ভালো হতো ভাই।

আমি অনেককে দেখেছি আমাদের সমাজে মানুষ যখন বিপদে পড়ে তখন একাকীত্ব অসহায় ফিল করে। ওই বিপথগামী ব্যক্তি অন্য মানুষের সাহায্য প্রত্যাশা করে কেউ তাকে সাহায্য করবে।

ভাই, অসহায় এবং বিপথগামী দুইটি ভিন্ন বিষয়। এরকম না বলে আপনি যদি বলতেন অসহায় অবস্থায় ঐ মানুষটি অন্যের সাহায্য প্রত্যাশা করে তাহলে সেটা উত্তম হতো।

ভুলের উর্ধ্বে আমরা কেউই না । কিন্তু আমাদের উচিত পোস্ট করার পূর্বে একাধিকবার চেক করা। বিশেষ করে ভয়েস টাইপের জন্য অনেক ত্রুটি থেকে যায় ভাই।

ধন্যবাদ দিদি আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করেছেন

পৃথিবীতে ভালো কাজের মধ্যে এটা সবচাইতে উত্তম কাজ মানুষের মানুষকে সাহায্য করা।। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তাদের সবকিছু থাকলেও মানুষকে সাহায্য করতে চায় না আবার অনেকেই রয়েছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের সাহায্য করে থাকে।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট লেখার জন্য।।

আমরা যদি মানুষ মানুষকে সাহায্য করতাম তাহলে এই পৃথিবীতে দুঃখী মানুষ হিসেবে থাকতো না। আমাদের সমাজে যারা মানবতা থাকে যাদের তারা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। এবং যাদের মানবতা বলতে কিছুই নেই তারা মানুষটি কিভাবে বিপদে ফেলা যায় সেই পরিকল্পনা করে। এখনকার মানুষের মাঝে মানবতা বলতে কিছুই নেই, বর্তমান সময়ে মানুষকে কিভাবে নিচের দিকে রাখা যায় সেই পরিকল্পনাই করে।

আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

একদম ঠিক বলেছেন ভাই আমরা যদি মানুষকে সাহায্য করতাম তাহলে অনেক মানুষই আজ স্বাবলম্ব হত।। আমরা সব সময় চাই নিজেরাই বড় হতে অন্যের ভাল কখনো চাই না এই জন্য সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে।।