"প্রিয় মানুষের সাথে দেখা করা তার আনন্দ শেষ পর্ব"

in hive-120823 •  3 days ago  (edited)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে 💐

আমি আপনাদের মাঝে প্রিয় মানুষদের সাথে দেখা করার শেষ পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি।

সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না মানুষের মৃত্যু কখন ঘনিয়ে আসে, মানুষের জীবনের এক মিনিটের বর্ষা নেই , এই কথাগুলো গাড়িতে বসেই ভাবনায় চলে আসে এরপরে মনটা অনেক খারাপ হয়ে যায় তাই মনটা ভালো করার জন্য কয়েকজন মানুষের সাথে ফোন কলে কথা বলি এইটা ভুলার জন্য।

IMG20250224141941.jpg

আমি আগে কখনো সড়ক দুর্ঘটনা নিজের চোখে দেখি নাই সেদিন মাত্র প্রথম সড়ক দুর্ঘটনা দেখেছিলাম ভালুকা একটি অটোচালক সড়ক দুর্ঘটনায় তার প্রাণ হারায় সেটা দেখে খুবই কষ্ট লাগছিল বেশিক্ষণ দেখতে পারি নাই চলন্ত বাসের ছিলাম

যতটুকু দেখার সুযোগ পেয়েছি ততটাই দেখে খুব কষ্ট পেয়েছি মানুষের জীবন কতটা ঝুঁকিপূর্ণ কখন মৃত্যু এসে যায় কেউ বলতে পারেনা।

কিছুতেই এই দৃশ্যটা বলতে পারছি না কিছুক্ষণ পরে ছোটখাটো একটি জ্যাম লেগে যায় আর আমার ভাইবা দেওয়ার ঘনিয়ে আসতেছে। এরপরে জ্যাম দেখেই সময়ের কথাটা মাথায় চলে আসে সময় মত আমি কি ভাইবা দিতে যেতে পারবো নাকি গেট থেকে ফিরে আসা লাগবে।

সাভারে যাওয়ার রাস্তা হলো দুইটা এখন একটি হলো জেম থাকলেও থাকতে পারে আরেকটি অবশ্যই জ্যাম থাকবে আরো সময় অনেক অতিবাহিত হয়ে যাবে সময় মতো ভাইবা দিতে যেতে পারবো না প্রথম রাস্তাটি হলো ঢাকা হয়ে ফার্মগেট হয়ে যাওয়া যাই দ্বিতীয় রাস্তাটি হলো গাজীপুর চৌরাস্তা নেমে এরপর শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া।

তাই গাজীপুর চৌরাস্তা নেমে একটি বাসে উঠে নবীনগর যাওয়ার জন্য অনেক দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে আবার আরেকটি সড়ক দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ করে দেয় । তখনই আবার ভাবি আমার আজ কি মনে হয় কপাল টাই খারাপ খালি সড়ক দুর্ঘটনা চোখে পড়েছে। নির্দিষ্ট সময় অনুযায়ী আমি কোম্পানিতে পৌঁছাতে পারবো না তাই কোম্পানি থেকে যে আমাকে ফোন দিয়েছিল তাকে আমি ফোন দিয়ে এই সমস্যার কথা বলি ।

উনি উত্তর সাবধানে যেতে বলেন একটু দেরি হলেও কোন সমস্যা হবে না তাই আমি দুশ্চিন্তা না করে এখন রিলাক্সে থাকি।

IMG20250224142228.jpg

বাসের ড্রাইভার টা ছিল ওই এলাকারই তাই উনি জানে ওই রাস্তাটা ওভারটেক করার জন্য শর্টকাট কিভাবে নিতে হবে তাই শুধু নবীনগরের যাত্রী রেখে আর সবাইকে নামিয়ে দেয় শর্টকাট দিয়ে নবীনগর চলে আসি।

জাকারিয়া কে ফোন দিয়ে ওনার কোম্পানির ঠিকানা নেই। ঠিকানা অনুযায়ী কোম্পানিতে চলে আসি আমার ওই কোম্পানিতে আসতে আমার অনেকটাই সময় অতি হয়তো হয়ে গেছিল। আমার ভাইবা ছিল সকাল ৯টা দিকে আমি কোম্পানিতে এসে পৌঁছে ছিলাম ১০:৩০ পরে। দেরি হয়ে গেছিল তাই আর সিকিউরিটি গার্ড আমাকে ভিতরে ঢুকতে দিয়েছিল না এরপরে আমি কোম্পানিতে ফোন দেই এডমিন থেকে আমাকে নেওয়ার জন্য একজন অফিসার কে পাঠিয়ে দেয় ।

অফিসার আসলে আমাকে নিয়ে ভিতরে প্রবেশ করিয়ে এসে দেখি আরো সাতজন আছে কিন্তু এগুলো নতুন কলেজ থেকে বের হয়েছে, রিটার্ন প্লাস ভাইভা নিতে তারা অনেক সময় নেয়, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেই,

কোম্পানি থেকে বের হয়ে গেটের সামনে জাকারিয়া আসতে বলি এরপর দেখে তো আমি অবাক দাঁড়িগুলো লম্বা হয়ে গেছে দেখে খুবই ভালো লাগছে গল্প করি পরে চাকরির বিষয়ে জানতে পারি যে অভিজ্ঞ লোক নেওয়ার খুব কম চান্স আছে নতুন লোক নিবে।

তার কাছ থেকে বিদায় নিয়ে আমি কোম্পানি বাহিরে অনেক লোকেই বলাবলি করছিল সামনে একটি সমাবেশ হচ্ছে সে কারণে গাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। তাও আল্লাহর উপর উপর ভরসা করে একটি গাড়িতে উঠে পড়ে দুই থেকে তিন মিনিট রাস্তা আসার পর জ্যাম যে মে আটকে যায় ড্রাইভার শর্টকাট নিতে গিয়ে ওইখানে আটকে যায়।

IMG20250224181256.jpg

তাও অল্প অল্প করে আগাতে থাকে এভাবে ২০ মিনিটের রাস্তা সাড়ে চার ঘন্টা সময় লেগে যায়, এরপর জ্যাম জ্যামে বাড়ি পর্যন্ত চলে আসি বাড়িতে আসতে আমার রাত দশটার মতন বেজে যায়।

আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

1000005434.png
Your post from Team6 has been curated by @radjasalman.

Dear ,Sir
@radjasalman.
Thank you very much for your valuable support. Many prayers and prayers for you.🌹

মানুষের মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তা নির্ধারণ করে থাকে কে কিভাবে মৃত্যুবরণ করবে।। তবে হ্যাঁ সরক দুর্ঘটনা সত্যি অনেক বেশি ভাবাই।। একজন মানুষ নিমিষে চোখের সামনে চির বিদায় নিয়ে চলে যায় এটি সত্যি মানতে অনেক কষ্ট হয়।

আপনি জাকারিয়া ভাইকে দেখে একটু আশ্চর্য হয়েছেন কারণ তার দাড়িগুলো লম্বা হয়ে গেছে।। কিন্তু হ্যাঁ দুজনকেই দেখতে অনেক সুন্দর লাগছে।।