লেয়ার মুরগির লালন পালন করার নিয়মাবলী দ্বিতীয় পর্ব

in hive-120823 •  13 days ago  (edited)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

লেয়ার মুরগির লালন পালন করার নিয়মাবলী দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

গত পর্বে আমরা সিদ্ধান্ত নিয়ে পোস্ট করেছিলাম আজকে সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শুরু করছি।

লাভবান সবাই হতে চাই, পৃথিবীতে মানুষ যখন ছোট থেকে নিজে চলার মত বড় হয় তখন মা-বাবার উপর দিয়ে তার অর্ধেক জীবনটা চালিয়ে দেয়, যখন নিজের উপর সংসারের দায়িত্ব পড়ে তখন কিছু কিছু মানুষ মনে করে এখন আর অন্যের উপর নির্ভর না করে পরিবারের জন্য কিছু করা দরকার।

এরপর থেকেই টাকার পিছনে ছুটতে থাকে, টাকার জন্যই দিনরাত মানুষ খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকে টাকা উপার্জন করার জন্য, এই টাকার জন্য মানুষ চাকরির মাধ্যমে রোবটে রূপান্তরিত হয়। যারা ছোট ছোট ব্যবসা করে পরিবার নিয়ে ওই ছোট কাজটাকে আরো বড় করার জন্য সকলেই পরিশ্রম করে,

IMG20250116162212.jpg

প্রথমদিকে আমাদেরও খুব কষ্ট করতে হয়েছে, এখন মোটামুটি আমাদের আর্থিক অবস্থা ও ব্যবসায়ী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে।

দ্বিতীয় ধাপ

ভালো নামি দামি কোম্পানি থেকে যদি বাচ্চা অর্ডার করে হয় তাহলে হাতে ৫ মাসে মতো সময় থাকবে অথবা এর আগেও হয়ে যাবে, আগে যদি হয় এই জিনিসটা মূলত আপনার ভাগ্যের উপরে থাকে বাচ্চাগুলোকে ভালো একটি ঘরে রাখার অনেক টাই সময় পাবেন।

আর যদি নরমাল কোম্পানি থেকে নিয়ে আসেন তাহলে আগে ই বাচ্চা রাখার ঘরটি তৈরি করে রাখতে হবে, মুরগির ঘরে সবসময়ই বাতাস ঢুকতে পারে এরকম ব্যবস্থা রাখতে হবে।

IMG20250119172908.jpg

এই মুরগির ঘর গুলো প্রায় সকল জায়গায় তৈরি করা যায় তবে কিছু কিছু জায়গায় তৈরি করা সবচেয়ে ভালো আবার কিছু জায়গা তৈরি করা সবচেয়ে খারাপ ও বিপদজনক

ভালো জায়গা ঘর নির্মাণ

যাদের খোলামেলা জায়গা আছে ওই গুলোর মধ্যে গড় নির্মাণ করা খুবই ভালো চারপাশ দিয়ে ঠান্ডা বাতাস আসে, গরমের সময় মুরগী রা অনেক আরাম পায় বিশেষ করে ঠান্ডায় থাকতে পারে গরম কালে।যাদের জায়গা শট তারা ছোট্ট করে বাড়ির ছাদেও করতে পারে বা পুকুরের উপরে করবে তাও ভালো হবে কারো কোন জায়গা থাকলেও পুকুরের উপরে বিলের উপরে করে থাকে, সেটা করার সবচেয়ে ভালো কিন্তু যেটার সুবিধা ভালো অসুবিধা তো আছেই,

পুকুরে গড় নির্মাণ করলে বিষ্ঠা নিচে পড়ে যাবে, চলাফেরা করতে অসুবিধা হবে, যাদের জায়গার অভাব নেই তারা একটু খোলামেলা করে তৈরি করে যাতে চলাফেরা কাজ করা সকল সুবিধা উপভোগ করতে পারে। জায়গার অভাবে কেউ যদি বাড়ির কাছে করে সেটার একটু অসুবিধা তো হবেই সুবিধা আছে তার চেয়ে বেশি অসুবিধা পড়তে হবে।

অসুবিধা জায়গা

মুরগির বিষ্ঠা গন্ধের অনেক মানুষের অসহ্য লাগে যেরকম আমার প্রথম একমাস অসহ্য লাগলে ও,পরে এখন আর ততটা অসুবিধা হয় না যারা এ মুরগি দের দেখাশোনা করবে বা নিয়ে কাজ করতে হবে তাদের ততটা অসুবিধা হবে না কিন্তু তাদের বাড়িতে আসা কিছু আত্মীয় দের অসুবিধা হতে পারে ।

বিপদজনক জায়গা।

মানুষ হোক বা পশু পাখি সকলেই চাই সুস্থ সুন্দর একটি জায়গায় থাকতে , মুরগির ঘরের আশেপাশে ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেখান থেকেই ঘর করা থেকে বিরত থাকতে হবে। আর লেয়ার মুরগির ফার্ম আছে সেখানে কেননা মারা জীব যন্ত্র পালানো থেকে বিরত থাকতে হবে। আরেকটি বিশেষ করে একটার পাশাপাশি আরেকটা মুরগি রাখার ঘর তোলা যাবে না।

IMG20250119172837.jpg

। একটাই যদি ভাইরাস ছড়ায় আরেকটা চলে যায় তাহলে একসাথে দুইটাই নষ্ট হয়ে যাবে, মাঝখানে এরকম ফাঁকা রাখতে হবে যাতে একটার ভাইরাস থেকে আরেকটা ভাইরাসের দূরত্বটা ও অনেকটাই হয়ে যায় সহজে তারা ছড়াতে না পারে।

পুরাতন ঘর থাকলে যা যা করণীয়।

আমাদের যাদের নিজেদের বা আত্মীয়দের মুরগির ঘর আছে তাহলে ঘর এতে আপনার অনেক সময় পাবেন প্রায় ৮ থেকে ৯ মাস ওই ঘর টাকে প্রথমে ঘরের যা কিছু আছে ভিতরে সবকিছু বাহিরে বের করে, জীবাণু মুক্ত স্প্রে করতে হবে, এরপরে বিচিং পাউডার দিয়ে সম্পন্ন ফ্লোর পরিষ্কার করতে হবে পানি দিয়ে একটু ফাঁকা যাকে ও যাতে না থাকে। বাহিরে চুন তার সাথে জীবাণু মুক্ত স্প্রে করতে হবে। চারপাশ নেট দিয়ে বেড়া দিতে হবে।

আজকের পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে বলব ,এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি মাঝে মাঝে এই রকম বাচ্চা মুরগি কিনে আনি,এবং বড় করি, আপনার পোস্টটি আমার জন্য প্রয়োজন ছিল। আজকে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম বাচ্চা মুরগি কিভাবে পালন করতে হয়। আপনি এত সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন যা বুঝতে অনেক সহজ হয়েছে। ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

Loading...

আপনার মুরগির ফার্ম দেখে আমাদের নিজেদেরও একটা মুরগির ফার্মের কথা মনে পড়ে গেল। আপনার মত আমাদেরও এইরকম একটা পোল্ট্রি মুরগি ফার্ম ছিল। ঠিক এইরকম ভাবেই যত্ম করা হতো। আপনাদের মত আমাদেরও আশেপাশের মানুষ বলতো মুরগি ভোরবেলা উঠে ডাকে এছাড়াও বিভিন্ন রকমের গন্ধের জন্য অনেকেই অবজেকশন জানাত। আপনার মুরগির ফার্মের মতনই ঠিক এইরকমই একটা ফার্ম আমরাও গড়ে তুলেছিলাম।

বয়লার মুরগি লালন পালন করা অনেক বেশি কষ্ট করে অনেকের কাছ থেকেই শুনেছি তবে আপনার পোস্ট পরিদর্শন করে যতটুকু বুঝতে পারলাম একটু সাবধানতা অবলম্বন করলে অবশ্যই সঠিক সময়ে এই মুরগি লালন পালন করা যায় এবং অনেক বেশি লাভবান হওয়া যায় আপনি ঠিকই বলেছেন অনেকের ক্ষেত্রে মুরগির বিষ্ঠার গন্ধ অনেক বেশি বাজে হয়ে থাকে তবে কাজ করতে করতে আপনার যখন একটা নেশা আপনার মনে প্রবেশ করবে যে আমি এখান থেকে ভালো কিছু করব তখন কিন্তু আপনার এত সমস্যা হবে না অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

প্রতিটি মানুষ ব্যবসা করে লাভবান করতে চাই কিন্তু সঠিকভাবে না করাই অনেকেই লস করে থাকে।। দ্বিতীয় ধাপে কি কি করতে হবে এ বিষয়ে আপনি খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন।। আসলে একটু ব্যবসা করার ক্ষেত্রে অনেক জ্ঞান রাখা দরকার।।