আপু কথাটি সত্যি বলেছেন আপনি যতই শিখবেন সফলতার কাছে এগোতে থাকবেন। একবার শুরু করে দেন শুরু করলে ওই কাজটা আর থেমে থাকে না একটু একটু করেও হলেও ওই কাজটা সম্পন্ন হয়ে যায়।
এখন লেয়ার ফার্মে করে অনেকে মানুষ লাভবান হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আপনার ইচ্ছা যাতে পূরণ হয়।
আমার পোস্টটি পড়ে সুন্দর একটা কমেন্ট ও তার সাথে আপনার একটা ইচ্ছা জানতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।