বিজয়ের মুহূর্ত আনন্দ উল্লাস।

in hive-120823 •  2 years ago 

বিজয়ের মুহূর্ত আনন্দ উল্লাস।

কেউ পাঠক বৃন্দ সকলকে জানাই শুভেচ্ছা আজকের এই আনন্দময় ব্লগে। প্রথমেই আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। ফুটবল খেলায় বিজয়ের কাপ নিয়ে হাজির হয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তাদের এই আনন্দ উল্লাস আমরাও উপভোগ করব।

Screenshot_20221117-174631.png

সূচনা:

ফুটবল খেলার ফাইনাল ম্যাচে ট্রফি নিলেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এই খেলায় অংশগ্রহণ করেছিলেন বিপক্ষ দল হিসেবে সিভিল ডিপার্টমেন্ট ছিল। এই ফাইনাল খেলার দিন তাদের জন্য খুবই সুন্দরভাবে মাঠ সাজানো হয়েছিল। এবং তাদের এই খেলাটি আমাদের কলেজের যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে একি সাথে সবাই মিলে উপভোগ করেছি। শেষ অবধি প্লান্টিতে উপনীত হয়েছিল এই ফাইনাল ম্যাচ।

IMG_20221113_170224_683.jpg

IMG_20221113_170152_872.jpg

IMG_20221113_170312_420.jpg

সান্তনা মূলক কথা:

খেলাধুলা করলে আমাদের মন ভালো থাকে। এমনকি শরীর ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা পড়াশোনার দিকে ফুকাচ দিতে পারে বেশি। আরো বলা হয়েছে যারা খেলাধুলার দিকে ধাবিত থাকে তারা একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারে। কমিউনিকেশন ভালো হয় এমনকি নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন হয়। যেহেতু আমাদের ডিপার্টমেন্ট বেশ কয়েকটি রয়েছে এমনকি আমাদের প্রতিষ্ঠানের সাথেই আরো তিনটি প্রতিষ্ঠান সংযুক্ত রয়েছে এ কারণে আমরা যেন সবার সাথে তাল মিলিয়ে সামনে অগ্রসর হতে পারে এই লক্ষ্য নেই আমাদের খেলাধুলা। আর খেলাধুলার ভেতর হার-জিত থাকে। যখন খেলাধুলার উত্তেজনাম মুহূর্ত থাকে তখন একটু খারাপ লাগে যে হেরে গিয়েছি। আর অবশ্যই এই খেলাধুলার হার-জিত নিয়ে যেন কারো সাথে গন্ডগোল না করি সেদিকে খেয়াল রাখতেই হবে।

IMG_20221113_170503_586.jpg

IMG_20221113_170944_775.jpg

বিজয়ের মুহূর্ত:

ফুটবল খেলায় বিজয়ীরা তাদের আনন্দ উল্লাস আজ ধরে রাখতে পারতেছে না। আপনারা অবশ্যই ছবিতে দেখতে পারতেছেন তাদের আনন্দ উল্লাস। তারা সবাই একে অপরকে নিয়ে উল্লাসে মিটে উঠেছে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাপোর্ট হিসেবে যারা ছিলেন তারা ও আনন্দে মেতে উঠেছেন। বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক অনেক আশাবাদী ছিলেন তাদেরকে নিয়ে খুবই গর্ব করবেন। কারণ তাদের যে ইলেকট্রিক্যাল ২ দল ছিল সিটি হেরে গিয়েছে। বাকি রয়েছে শুধু ইলেকট্রিক্যাল তাদের উপরেই ভরসা ফাইনাল ম্যাচ টফি অর্জন করবে।
IMG_20221113_170604_422.jpg

IMG_20221113_170845_308.jpg

সমস্ত ছবি আমি আমার মোবাইল ক্যামেরা দিয়ে ধারণ করেছি।

Device 📛 Tecno Spark 7

Camera 📸 16M Dual Camera

Location 🌍 Bogura

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক অভিনন্দন এবং শুভেচ্ছাবার্তা রইলো বিজয়ী দল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাদের মাঝে পুরো খেলাটি বিস্তারিত ভাবে তুলে ধরবার জন্য।

ধন্যবাদ আপনাকে

ছবিগুলো দেখেই জয়ের আনন্দ আন্দাজ করতে পারছি, আপনাকে Discord এও জানিয়েছি, এখানেও জানাচ্ছি, প্রতি সপ্তাহে একবার আপনাকে পাওয়ার আপ করতে হবে।

ঠিক আছে আপু আমি অবশ্যই পাওয়ার আপ করব।
এখনই আমি পাওয়ার আপ করতেছি।

@sduttaskitchen ১০ টি কয়েন ছিল পাওয়ার আপ করেছি।

বিজেতা দলের জন্য শুভেচ্ছা বার্তা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে

Loading...