আজকের ফুটবল খেলার আয়োজনে শিক্ষক ভার্সেস অফিস সহকারী টিম।
আমি প্রথমেই খুবই দুঃখিত কারণ স্যারদের যখন ফুটবল খেলা শুরু হয় আমি সেখানে অংশগ্রহণ করেছি একটু দেরি হয়েছে। এ কারণেই আমি তাদের ছবিগুলো তুলতে পারিনি। 🥲
ভূমিকা:
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সকলের আকর্ষণীয় খেলা ফুটবল খেলা নিয়ে হাজির হলাম। ফুটবল খেলা হচ্ছে আমাদের সকলের প্রিয় খেলা। এই খেলাতে সকলেরই অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ 11 জন টিম মেম্বার থাকে।
আবার কোন কোন খেলায় খেলোয়ার কম হলে তারা সেই ভাবেই কম বেশি করে খেলে এটা হচ্ছে গ্রাম অঞ্চলের সাধারণভাবে খেলা। যাই হোক ফুটবল খেলায় কিংবা যে কোন খেলাতেই হারজিত থাকে। এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই।
ফুটবল খেলায় শিক্ষকদের টিম:
এই ফুটবল খেলায় শিক্ষকদের টিমে রয়েছিল আটজন শিক্ষক। শিক্ষক তারা অনেক আগে থেকেই ফুটবল খেলা ছেড়ে দিয়েছে। তাদের প্রফেশন এখন শিক্ষকতা করা। তাদের খেলাধুলা এখন নাই বললেই চলে। এরপরেও আমাদের কলেজে যেহেতু ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেহেতু ফাইনাল খেলার দিন শিক্ষক এবং অফিস সহকারী টিম তারা দুই দল আনন্দ উপভোগ করার জন্য এবং নিজেরাও আনন্দ নেওয়ার জন্য কিছু সময় ফুটবল খেলা হয় তাদের নিয়ে। খুবই মজার সময় কেটেছে তখন যখন শিক্ষকরা ফুটবল খেলায় অংশগ্রহণ করল। শিক্ষকদের অনুভূতি কি খুবই ভাল ছিল।
শিক্ষকদের নামের তালিকা:
- রেজাউল করিম
- আরিফ হাসান
- মিজানুর রহমান
- আলিম
- মাহমুদ হাসান
এখানে আরো অনেকেই ছিল সবার নাম উল্লেখ করা হলো না।
ফুটবল খেলায় অফিস সহকারী টিম:
অফিস সহকারী টিম তারা অফিস থেকে শিক্ষক বাদে যে সমস্ত কর্মকর্তারা কাজ করেন। অফিসের কাগজ পাতি ঠিক করেন কিংবা কলেজের আনুষঙ্গিক বিষয় নিয়ে কাজ করেন তারা সবাই মিলে একটি টিম গঠন করেন। তাদের এই টিম গঠন হওয়ার পরে তারা মাঠে প্রবেশ করেন। এই টিমের ভিতরে প্রায় বেশ কয়েকজন ভালই খেলেন ফুটবল। কারণ তারা এখনো মাঝে মাঝে ফুটবল খেলেন কিংবা ফুটবল খেলার অভিজ্ঞতা তাদের মনে হয় কিছুটা ছিল। তবে শিক্ষকদের ভিতরেও দুই থেকে তিনজনকে দেখলাম মোটামুটি তারা ভালোই খেলেন তারা আগে ফুটবল খেলতো। যাইহোক অফিস সহকারী টিম ভালো খেলেছে এবং শিক্ষকদের টিম ও ভালো খেলেছে।
অফিস সহকারী নামের তালিকা:
- সাকিল
- মোকসেদ আলী
- ফারুক
- টিপু
- রিপন
এখানে আরো অনেকেই ছিল সবার নাম উল্লেখ করা হলো না।
গুলি ও রেফারি:
গুলিছিলেন স্যারদের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক ছাত্র তার নাম আরাফাত হোসেন। এবং রেফারী ছিলেন শিক্ষকদের ভেতর থেকে জব্বার স্যার।
ফুটবল খেলার ফলাফল:
এখানে ফুটবল খেলা মানেই গোল গুটির খেলা কখন কোন দিকে গোল হয়ে যায় বলা খুবই কঠিন। এখানে মন খারাপ করার কিছু নেই। এক দল হারবে একজন জিতবে এটাই স্বাভাবিক। আর যে গুলি রাখা হয়েছিল দুই দলের গুলিই তারা ফুটবল খেলে না গুলিও কোনদিন থাকেনি এমন দুজনকে বাছাই করে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে গুলি রাখা হয়েছে। শিক্ষক তারা তাদের তিন থেকে গোল দিতে পারেনি গোল দিয়েছে অফিস সহকারী টিম। এই খেলায় বিজয় লাভ করেছে অফিস টিম।
@jakaria121ফুটবল খেলা আমার ছেলের খুব প্রিয় খেলা। আর আমিও পছন্দোকরি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলাধুলা করতে দিন । কারণ খেলাধুলা শরীরকে এবং মনকে ভালো রাখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখার ধরন, ভাষা এবং উপস্থিতি দেখে মনেই হয় না আপনি এই প্লাটফর্মে নতুন। ভালো লেখার পাশাপশি আমার প্রিয় খেলা ফুটবলের বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভাবেই একাগ্রতার সাথে এখানে কাজ করে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সম্পূর্ণই নতুন এই প্লাটফর্মে কিন্তু অনেকদিন আগেই এই অ্যাকাউন্ট খুলি কিন্তু কোন জায়গায় আমি আমার আর্টিকেল শেয়ার করার মতো মাধ্যম পাচ্ছিলাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@pulook আপনাকে ধন্যবাদ জানাই খুবই সুন্দরভাবে আপনার মনোভাব প্রকাশ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো দেখে এখন ঘরের বাইরে খেলা চলছে দেখে, কারণ আধুনিক প্রযুক্তি ছেলে মেয়েদের ঘরের চার দেয়ালে এখন বেধে রেখেছে। একটা ছোট সাজেশন লেখার প্রথমটা শব্দগুলো বড়ো করবেন না, সেটা দেখতে ভালো লাগে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে সাজেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ লেখার মাধ্যমে আমরা ওখানকার ফুটবল খেলা দেখতে পেলাম। ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ আমার এই পোষ্টের মাধ্যমে আপনি খেলাটা দেখতে পারলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit