প্রিয় স্টিমিয়াম
আশা করি আপনারা সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন।
আজকের বিষয়বস্তু হচ্ছে:- সপ্তম সেমিস্টারের নতুন বই নেওয়ার মুহূর্ত
দিনটি ছিল ২২ তারিখের। সেই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পর ভাবলাম ক্লাস তো হবে না আগে বই নিতে হবে আমাদের। কেননা আমাদের বই এখনো নেওয়া হয়নি।
শরিফুল এবং আমি কলেজ ড্রেস পরলাম। সকাল সাড়ে নয়টা কিংবা দশটার দিকে পুরাতন বইগুলো নিয়ে কলেজের দিকে রওনা হলাম।
কেননা দীর্ঘদিন পরীক্ষার পর বাড়িতে গিয়েছিলাম তাই বইগুলো লাইব্রেরীতে জমা দেওয়ার সময় হয়ে ওঠেনি। তাই দীর্ঘদিন ছুটি কাটিয়ে কলেজে আসার পর বই নেওয়ার জন্য লাইব্রেরীতে যাচ্ছি।
দুই বন্ধু কলেজে যাওয়ার জন্য প্রস্তুত। যেহেতু আমাদের একটি বান্ধবী আছে তাই তাকে কল দিলাম যে আমরা বই নিতে যাচ্ছি চলো তুমি সাথে। যেহেতু তুমিও বই নাওনি। বলল ঠিক আছে চলো তাহলে।
অনেক দিন পর দেখা তাই গল্প করতে করতে কলেজের দিকে চললাম আমরা তিন ক্লাসমেট। তিনতলায় গিয়ে দেখি জব্বার স্যার লাইব্রেরীতেই আছে। ছোটদের বই দিচ্ছে। আমরা পাশে গিয়ে বসলাম। একটু অপেক্ষা করলাম কেননা ছোটদের বই দিতে একটু সময় লাগবে।
ছোটদেরকে বিদায় দেওয়ার পর স্যারকে বললাম স্যার আমরা এখনও বই জমা দেইনি। স্যার বলল দাও তোমাদের বইগুলো, বইগুলো দেওয়ার পর স্যার বইগুলো এন্ট্রি করে নিল।
এরপর শরীফের বইগুলো দুজনের বইগুলোই এন্ট্রি করে নেওয়ার পর আমরা সিগনেচার দিলাম। কেননা যখন নিতে হয় কিংবা জমা দিতে হয় তখন প্রত্যেকটা বইয়ের হিসাব রক্ষণ করে।
পুরাতন বইগুলো জমা না দিলে, নতুন বই দেবে না এটা নিয়ম। কেননা এই বইগুলো ছাত্রদেরকে সম্পূর্ণই বিনামূল্যে আমাদের পলিটেকনিক থেকে বিতরণ করে থাকে।
যখন এই বইগুলো নষ্ট হয়ে যাবে কিংবা হারিয়ে যাবে ছাত্রদের কাছ থেকে তখন সেই বইগুলোর মূল্য পরিশোধ করে তারপর অন্য বই নিতে হয়।
আমাদের বইগুলো নষ্ট কিংবা হারিয়ে যায়নি তাই আমরা অতি সহজেই এবং তাড়াতাড়ি আমাদের বইগুলো জমা দিয়েছি এবং নতুন বই গুলো তাৎক্ষণিকভাবে নেওয়ার অনুমোদন দিয়েছে।
বইগুলো স্টোর রুমে ছিল স্যার বলল চল আমার সাথে যাই। স্যারের সাথে স্টোর রুমে গিয়ে বই নিয়ে আসলাম বইগুলোতে নাম লেখার জন্য স্যারের কাছ থেকে সাইন পেন গুলো নিলাম।
যেহেতু আমাদের এই বইগুলো অন্যান্য ডিপার্টমেন্টের মতো বই নয় এই বইগুলো ছাপিয়ে নেওয়া হয়। কেননা আমাদের এই সিরামিক ডিপার্টমেন্ট সরকারি একটি এবং বেসরকারি আমাদের এই প্রতিষ্ঠান। কেবলমাত্র দুইটি কলেজে আমাদের এই সিরামিক ডিপার্টমেন্ট তাই এই বইগুলো সচরাচর পাওয়া যায় না।
বইগুলোতে আমরা নাম লিখতে ছিলাম তখন ছোটরা আসছে আরো বই নেওয়ার জন্য। স্যার বলল তোমরা এখানে বইয়ে নাম লেখ আমি ওদেরকে বিদায় করে দিয়ে আসতেছি।
এখনো আমরা দুটি বই পাইনি তাই স্যারকে বললাম স্যার আপনি একটু লাইব্রেরীতে আসেন। আমাদের ডিপার্টমেন্টের স্যার।
একটু পরে স্যার চলে আসলো, স্যারের সাথে কথাবার্তা বলতেছি আমাদের যে আরো দুইটি বই রয়েছে সেই দিনগুলো নিয়ে। আমাদের মোট বই সাতটি।
এই ছবিতে আমাদের বান্ধবীকে আপনারা দেখতে পারতেছেন। বাকি বন্ধুরা এখনো বই নিতে আসেনি তবে অতি শীঘ্রই চলে আসবে। পরিশেষে জব্বার স্যার ছোটদেরকে বই দিয়ে বিদায় করে আমাদের বইগুলো দেওয়ার জন্য এন্ট্রি করতেছে খাতায়। বইগুলো এন্ট্রি করে আমাদের সিগনেচার নিলো আমরা বইগুলো নিয়ে চলে আসলাম।
আজকের মত এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লেখায় সে পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের সাথে যে শিক্ষা সফরের পর্ব শুরু করেছি অবশ্যই সেগুলো নিয়ে লিখব তবে মাঝে মাঝে গ্যাপ দেব।
Device | Name |
---|---|
Android | Tecno Spark 7 |
Camera | 16M Dual camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @jakaria121 |
বই মানুষের বন্ধু। বইয়ের মাধ্যমে ব্যক্তি তার জ্ঞান, বুদ্ধিমত্তা, চিন্তা চেতনাকে বিকাশ করে। বই মানুষকে তার বাচ বিচার ও চিন্তা চেতনার ধারাকে বিকশিত করে উচ্চ শিখরে আহরোন করতে অনন্য ভূমিকা পালন করে।
নতুন বইয়ের ঘ্রান খুবই অসাধারণ লাগে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি পোষ্ট নিজের ক্যাম্পাসে আপনারা বই পেয়ে যাচ্ছেন ৷ কোন ধরনের সমস্যা ছাড়াই এই সুযোগ সুবিধা খুবই ভালো লাগলো ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনি ও ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার স্কুল জীবনের যখন নতুন বই দিয়েছিল আমিও আমার বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ উপভোগ করছি। নতুন বই গুলো পড়ে আমি অনেক জ্ঞান অর্জন করেছি বই হলো প্রকৃত বন্ধু বই পড়লে আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারি। পড়াশোনা করে আপনি সামনে দিকে এগিয়ে যান জীবন ভালো কিছু করতে পারবেন
সবসময় চেষ্টা বিভিন্ন ধরনের বই পড়া তাহলে অনেক জানা যায় আপনার পোস্ট সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পলিটেকনিকেলে পড়ছেন আপনি সপ্তম সেমিস্টারের উঠে গিয়েছেন বিষয়টা জানতে পেরে আসলে সত্যিই অনেক ভালো লাগলো।
তার ওপর আজকে আপনারা নতুন বই নিতে গেছেন সেটা দেখে আরো বেশি ভালো লাগলো।
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি এই ভাবেই আপনারা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যান এবং জীবনে সফলতা অর্জনের পথ খুব তাড়াতাড়ি খুজে পেয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২২ তারিখে গিয়েছিলাম লাইব্রেরীতে বই আনতে। ধন্যবাদ আপনার শুভ কামনার জন্য এবং মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পলিটেকনিকেল মানেই হল কিছুদিন পরপর নতুন বইয়ের সমাহার। আবার বই শেষ না করতেই পরীক্ষা এসে হাজির।
নতুন বই, নতুন দায়িত্ব। বই নেয়ার দিনটি অনেক ভালই লেগেছিল। বই নেয়ার পর চারজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। ভালোই সময় কেটেছিল। ধন্যবাদ বন্ধু তোমাকে বই নেয়ার সময়কার পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বই পেলে নতুন বই নিয়ে পড়াশোনা করতে খুবই ভালো লাগে তার অনুভূতিটা অন্য আরেক রকম লাগে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই এটা আসলেই সঠিক নতুন বই পেলে পড়ার অনুভুতিই আলাদা। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit