খুবই দুঃখের সাথে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, কেননা বর্তমান পরিস্থিতি আমার ভালো যাচ্ছে না। বিশেষ করে আমি কি কারণগুলোর জন্য আজকে এমন একটি ধাপ Power Down করতেছি তা ক্রোমাধারে আপনাদের মাঝে তুলে ধরছি।
আমি এই প্লাটফর্মের সাথে দীর্ঘদিন কাজ করেছি। খুবই কষ্ট লাগছে Power Down এমন একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু কিছু করার নেই এখন আমার। কেননা পরিচিতি অনুকূলে নেই! ০৮-১১-২০২২ তারিখ থেকে আমি এই প্লাটফর্মের সাথে যুক্ত। আজ আমি অনেক দুঃখ ভরা মন নিয়ে Power Down দিচ্ছি।
আর্থিক অবস্থা খুব ভালো না, এজন্যই মূলত Power Down করতে হচ্ছে। বর্তমানে Steem price 0.16$ এরপরেও অর্থের প্রয়োজনে কম মূল্যে Power Down এর জন্য সিদ্ধান্ত। যদিও আজ থেকে দুই থেকে আড়াই মাস পূর্বে এক একটি স্টিম এর প্রাইজ অনেক হাই ছিল।
প্রথমত যে বিষয়ে তুলে ধরতে চাই তা হল কোম্পানি নিয়ে।
আপনারা সকলেই অবগত আছেন যে, আমি Lab Assistant হিসেবে কর্মরত আছি একটি সুনাম ধন্যবাদ প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান বা কলকারখানা এর নাম Star Porcelain Ltd. দীর্ঘ দুই থেকে তিন মাস হল এই শিল্প প্রতিষ্ঠানের অবস্থা নিম্নগামী।
এর পেছনে অনেক কারণ রয়েছে। এই শিল্প কলকারখানার মালিকানা তিনজনের সমন্বয়ে গঠিত। এটা আমি প্রতিষ্ঠানের, শিল্প কলকারখানা ছোট করে বলছি না কেননা এটাই বাস্তব কথা => শিল্প প্রতিষ্ঠান একাই পরিচালনা করতে চায় এ কারণে শেয়ার দেবে না ক্রয় করে নিতে চায় বাকি দুজনের কাছ থেকে। আর এর সমস্ত কারণেই নিম্নমুখী।
এছাড়াও রয়েছে ম্যানেজমেন্ট এর মধ্যে বেশ কিছু দুর্নীতি এবং বিশেষ করে যারা সিভিল ডিপার্টমেন্ট এ কর্মরত রয়েছে তাদেরকে অত্যন্ত বেশি পরিশ্রম করায় কিন্তু পারিশ্রমিক দেয় অনেক সীমিত। এছাড়াও তাদেরকে পার্মানেন্ট করার লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়েছে ৬ মাস কিংবা এক বছর অথবা স্বল্প কিছু মেয়াদ। অথচ তাদের দুই বছর তিন বছর অতিক্রম হয়ে যায় তাদের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি আর আগায় না এমনকি পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও দুই মাস অতিক্রম হয়ে যায় তৃতীয় মাসে এসে আন্দোলনের প্রেক্ষিতে এক মাসের টাকা প্রদান করে।
শুধু সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে নয় বরং প্রত্যেকটি সেকশন যেমন:- ল্যাবরেটরী, কোয়ালিটি কন্ট্রোল প্যানেল, ডেকোরেশন, ডিকেল্স, প্রেস, গ্লেজ লাইন, জিগার, বডি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইত্যাদি সেকশন এর ক্ষেত্রেও ঠিক একই ধারাবাহিকতায় তারা চলছে। এটা শুধু এক মাস দুই মাস নয় বরং আমি আসার আরো আগে থেকে এই অবস্থা আমি শুনতে পাচ্ছি।
এখন তো এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে কোম্পানি বন্ধ করে রেখেছে দীর্ঘ ১৩ থেকে ১৪ দিন হল এখন পর্যন্ত খুলে নাই। শুধু আশা দিয়ে যাচ্ছে দুইদিন পর খুলবে একদিন পর খুলবে আর দুইদিন অপেক্ষা করো এভাবেই চলছে তাদের মধ্যে । সুনিশ্চিত কোন তথ্য পাওয়া যাচ্ছে না কোম্পানি আদৌ খুলবে কিনা।
এদিকে বাড়ি ভাড়া সহ খাবার খাওয়ার অর্থ আনুষাঙ্গিক সমস্ত কিছু এখন হাতের কন্ট্রোলে নেই নিজের। আর এই কারণেই আমি এমন একটি স্টেপ গ্রহণ করতে চলছি।
আমার একটি কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার এর মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে যার কাছে নিয়ে গিয়েছিলাম সেই দোকানদার এর মতে। অর্থাৎ আমি যেখান থেকে এই কম্পিউটার বিল্ড আপ করেছিলাম তিনি বলেছেন।
তখন অর্থ না থাকার কারণে মেরামত করা হয়নি পরবর্তীতে আমি যখন আমার কর্মস্থলে আসি এবং সেখানে বাসা ভাড়া নেই এই জায়গায় নিয়ে এসেছি আমার কম্পিউটার এবং এখানে এসে অন্য একটি দোকানে নিয়ে যায় এবং মেরামত করার কথা বলি তখন তিনি বললেন মাদারবোর্ড ঠিক রয়েছে অল্প কিছু কাজ করলেই ঠিক হয়ে যাবে।
পরবর্তীতে তিনি মাদারবোর্ড পরিবর্তন না করে মেরামত করে দিল এর পরিবর্তে 1500 টাকা নিয়েছে। যাই হোক অনেক কম খরচে হয়ে গেল। কিন্তু কিছুদিন পর আবারো নষ্ট হয়ে গেছে বর্তমান অবস্থার কথা বলছি।
Computer
যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হচ্ছে, পিসি অন হয় আবার অফ হয়ে যায়। RAM খুলে পরিষ্কার করি কাজ হচ্ছে না। আবার কখনো কখনো অটোমেটিক ঠিক হয়ে যায় কম্পিউটার চালু হয় ৮-১০ ঘণ্টা অথবা একদিন ভালো থাকে তারপর আবার মনিটরে আলো আসে না। পিসি বারবার বন্ধ হয়ে যায়। মেরামত করার জন্য অর্থের প্রয়োজন।
অনেক বিষয় বিবেচনা করে আমি এমন একটি step নিতে যাচ্ছি যা আমার জন্য দুঃখজনক হলেও নিতে হচ্ছে এমন একটি পদক্ষেপ।
আমি এই প্লাটফর্মে অবশ্যই সক্রিয় থাকার চেষ্টা করব, দোয়া করবেন সকলেই আমি যেন আমার সকল সমস্যার সমাধানের দিকে যেতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।
সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন।
Date:- 16 Aug 2024
আশাকরি আপনার পোস্টে উল্লেখিত সকল সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে। তবে কমিউনিটির একজন পুরনো সদস্য হিসেবে, এইরকম একটি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে, বিষয়টি নিয়ে আপনি আমাদের সাথে একবার আলোচনা করবেন এরকম প্রত্যাশা ছিলো।
শুধু আপনি নন, কমিউনিটির প্রতিটি সদস্যের কাছ থেকে আমরা এমনটাই প্রত্যাশা করি। কারণ এটাকে আমরা পরিবার শুধু মুখে বলি এমনটা নয়, অন্তর থেকে সেটা বিশ্বাসও করি। যার প্রমাণ হয়তো সময় অসময়ে আপনারা সকলেই পেয়েছেন।
যাইহোক স্টিমিট এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করতে পারি। তাই ব্যক্তিগতভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অবশ্যই আপনার রয়েছে এবং ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত সম্পর্কিত পোস্টও আপনি শেয়ার করেছেন। আপনার আগামী পথ চলা সুগম হোক। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু প্রার্থনা রইলো। ধন্যবাদ 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি অনেক পুরাতন একজন ইউজার আপনার কাছ থেকে আমরা অনেক কাজ শিখেছি আপনার এমন খাবার অবস্থা আমাদের হৃদয় স্পর্শ করছে।
দিদি আমাদেরকে প্রতিনিয়তই বলেছে, আমরা একটি পরিবারের মতো কোন অসুবিধা হলে আমাদেরকে জানাবেন যদি আপনি একবার জানাতেন তাহলে হয়তো বা আপনার পাওয়ার ডাউন দেওয়া লাগত না সবাই অল্প অল্প করে সাহায্য করলে হয়তো বা আপনার সমস্যা কিছুটা সমাধান হতো যাই হোক দোয়া রইল আপনার সমস্যা যেন আল্লাহ সুবাহানাতালা সমাধান করে দেয় এবং আপনি আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন এই প্রত্যাশাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit