Incredible India monthly contest March #03|My staple food recipe(Bengali with fish and rice)

in hive-120823 •  2 years ago 

প্রিয় স্টিমিয়াম,
সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই সুন্দর পৃথিবীতে সুস্থ আছেন।

আমাদের এই কমিউনিটির এডমিন মহোদয় এবং এডমিন প্যানেলে থাকা সকলকেই জানাই ধন্যবাদ। কেননা আপনারা প্রত্যেক সপ্তাহে সুন্দর সুন্দর কনটেস্ট পরিচালিত করতেছেন।

20230314_220354_0000.png

Design by Canva

অসম্ভব আকর্ষণীয় এবং জানার বিষয় নিয়ে কনটেস্ট পরিচালিত করার জন্য এবং এখানে যারা অংশগ্রহণ করবেন তাদের সকলকেই জানাই আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা।



Subject:-
My country's staple food recipe

1.What is the name of main staple food of your country?
fish-2105233_640.jpg

source মাছে ভাতে বাঙালী

  • আমাদের দেশের প্রধান খাবার হচ্ছে ভাত মাছ। অর্থাৎ যাকে বলা হয় মাছে ভাতে বাঙালী

  • তাহলে তো অবশ্যই শুনতে ইচ্ছে করতেছে, কেন আমাদের দেশে ভাতে মাছে বাঙালি হলো। কেনই বা বাংলাদেশে ভাত আর মাছকে প্রধান খাদ্য হিসেবে বিবেচিত করা হয়েছে! একটু অপেক্ষা করুন এবং পড়তে থাকুন জানতে পারবেন।

2.Share the recipe and the nutritional value that the food carries.

মাছ:-
মাছে যথেষ্ট প্রোটিনের সাথে থাকে Vitamin-A, Vitamin-B, phosphorus, magnesium, selenium, iodine. মাছ হল খনিজ পদার্থ আর ভিটামিনের খনি। অনেকের ছোট মাছ খাওয়ার ঝোঁক আছে। যেমন আমি অনেক পছন্দ করি ছোট মাছ। ছোট মাছ বা শিং-মাগুর মাছ বেশি পুষ্টিকর।

ভাত:-
ভাত হচ্ছে শর্করা খাবার। তবে এর মধ্যে আমিষ খুঁজে পাওয়া যায় সামান্য। শর্করা ৭৯%, স্নেহ ৬%, কিছু পরিমানে আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে এই ভাতের মধ্যে। ভাত রান্না করার সময় মাড় বা ফেন ফেলে দিলে ভাতে স্টার্চের অংশ অনেক কমে যায়। ফলে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় না সুতরাং সম্পূর্ণ ভাবে রান্না করা উচিত।

এর আগে হাফিজুর ভাই এই মাড় বা ফেন নিয়ে একটি পোস্ট লিখেছিল বেশ ভালো লেগেছিল অনেক ভালো পোস্ট ছিল। কেননা এই মাড় বা ফেন এর মধ্যে অনেক পুষ্টি নিহিত থাকে।



Rice recipe

  • এখন আপনি ভাত রান্না করার জন্য প্রথমে পরিষ্কার পাতিল নিয়ে চাউল ধুয়ে নিতে হবে।

  • এখন চুলার উনুনে পাতিল বসিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে।

  • এরপর ধীরে ধীরে পানি গরম হয়ে ভাত ফুটতে আরম্ভ শুরু করবে।

  • ভাত হয়ে গেলে নামিয়ে নিতে হবে।


Fish recipe

  • এখন মাছ সুন্দর করে খোলস ছাড়িয়ে নিতে হবে। যেন এর খোলস না থাকে।

  • এরপর আজ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

  • এরপর মাছ ভুনা করার জন্য পিয়াজ পর্যাপ্ত পরিমাণে নিতে হবে যেহেতু পিয়াজ দিয়ে মাছের ভুনা।

  • এখন মাছকে আদা রসুন হলুদ মরিচ সমস্ত মায় মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং পাতিলের মধ্যে রাখতে হবে।

  • এরপর পাতিলের মধ্যে পানি দিয়ে মাছ গরম করতে হবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছ নামিয়ে রাখতে হবে।

  • এখন সেই পেঁয়াজগুলো আবার পাতিলের মধ্যে দিয়ে ঘন করে নিয়ে আসতে হবে, এরপর সেই সিদ্ধ মাছ পেঁয়াজের ভুনা মধ্যে ছেড়ে দিতে হবে।

  • এরপরেই সুস্বাদু খাবার উপযোগী হয়ে যাবে।



3.Why did your country choose the food as a staple food?
boat-164977_640.jpg

source

মাছে ভাতে বাঙালি বলার কারণ হলো:- এদেশের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয় ভাত এবং মাছ। এদেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়।

যখন একজন বাঙালিকে বড় বড় রেস্টুরেন্ট কিংবা ভালো ভালো খাবার দিবেন তারপরেও তার মনে হবে কি যেন একটা মিস হচ্ছে!

যখন সে বাড়িতে গিয়ে ভাত খাবে তখন একটু তৃপ্তি পাবে যে, না এখন মনে হচ্ছে কিছু খেয়েছি। যত খাবারই খাও না কেন তিন বেলা ভাত চাই চাই।

farmers-4897451_640.jpg

source

সবচাইতে ভালো পর্যবেক্ষণ করতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন যদি গ্রাম অঞ্চলে গিয়ে থাকেন। দেখবেন তারা তিন বেলায় ভাত মাছ থাকেই। নদীর মাছ গ্রাম অঞ্চলের মানুষ যেন প্রতিনিয়ত খায়। শাকসবজি প্রতিনিয়ত থাকেই।

যখন কোন মেহমান বাড়িতে আসে তখন দেশি মুরগি রান্না করে এবং তিন বেলা ভাত থাকেই, এমনকি নদী থেকে মাছ ধরে আনে।

আর এভাবেই বাংলাদেশের প্রিয় খাবারের মধ্যে মাছ ভাত ফুটে ওঠে। এভাবেই প্রচলিত হয়ে যায় মাছে ভাতে বাঙালি। আর এজন্যই আমি বেছে নিয়েছি আমার দেশের প্রধান খাদ্য মাছ ভাত।



এত সুন্দর একটি প্রতিযোগিতায় আমি আপনাদেরকেও আমন্ত্রণ জানাই:- @sduttaskitchen @memamun @hafizur46n @shariful12

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Sourcepixabay.com
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো, আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন লেখাগুলো।

তবে কনটেস্টে জয়েন করার জন্য, আপনাকে অবশ্যই নিজের ফোনে তোলা ছবি ব্যবহার করতে হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। বাঙালি হিসেবে ভাত মাছ ছাড়া যেন আমরা অসম্পূর্ণ। আমরা অন্যান্য যা কিছুই খাই, ভাত না খেলে কেন জানি তৃপ্তি আসে না। এটা আমাদের এক প্রকার অভ্যাস ও বলা চলে। যাই হোক তোমার উপস্থাপনাটি অনেক সুন্দর হয়েছে। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ।

একদমই তাই ভাত মাছ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। যত কিছুই খাই না কেন তৃপ্তি আসে না এই ভাত ছাড়া। ধন্যবাদ বন্ধু তোমার মতামত শেয়ার করার জন্য।

Loading...

প্রথমত আমাকে এই কনটেস্টে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শীগ্রই চেষ্টা করবো এই কনটেস্টে অংশগ্রহণের জন্য ইনশাআল্লাহ।

আপনি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে আমরা যা-ই খাইনা কেন, ভাত পেটে না গেলে মনে হয় পেট ভরেই না। আর মাছের ভরপুর বাংলাদেশে। তাই তো মাছে ভাতে বাংগালী৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

একদম ঠিক ভাত না খেলে মনে হয় পেট ভরেনা। ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান মতাম ত উপস্থাপনের জন্য।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আমার অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই।

Hola amigo es un gusto conocer la comida típica de tu país, el arroz con pescado debe de quedar delicioso por la manera como explicaste para preparalo.

El arroz es muy popular en todos lados, en mi país también lo consumimos mucho, y lo acompañamos con diversas proteínas.

Gracias por participar en el concurso. Te deseo mucha suerte.

Creo que este arroz es popular en todos los países. Gracias por enviar sus valiosos comentarios.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Thank you for your attention

আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি পোস্ট করেছেন সেটা দেখে খুবই ভালো লাগলো ৷ রেসিপি কন্টেসে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ৷ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ৷

ধন্যবাদ ভাইয়া