সক্রিয় স্টিমিয়ান বন্ধুরা,
আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে আমি জাকারিয়া।
প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি টপিক নিয়ে প্রতিযোগিতা পরিচালিত করার জন্য। অসম্ভব সুন্দর এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে চলেছি। চলুন তাহলে মূল কথায় ফিরে যাই।
প্রথমেই বলতে চাই আমি কর্মকে বেশি বিশ্বাস করি। তবে ভাগ্যকে ব্যতিরেকে নয়। অবশ্যই ভাগ্য আমাদের নির্ধারণ করা আছে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
এখন আমি যদি বলি ভাগ্যে যা আছে তাই হয়ে যাবে। তাহলেতো আপনি কর্মে বিশ্বাসী না। এমন হতে হবে যে, আমি আমার কাজ সঠিকভাবে করছি এবং কাজের বা কর্মের ফল স্বরূপ যা আসবে সেটাই ভাগ্য। তাই আমি কর্মকে বেশি বিশ্বাস করি। কেননা কর্মের মাধ্যমেই ভাগ্যের পরিবর্তন সম্ভব।
এখানে আমি ভাগ্যকে বেশি শ্রেষ্ঠ মনে করি। মানুষ তার জীবনকে ধরে রাখতে পারি না। সময় যেমন একাধারে চলতে থাকে ঠিক তেমনি মানুষের জীবন চলমান।
মানুষ অতীতে অনেক কিছুই করেছে। এখন সে অনুধাবন করছে আমার এই কাজগুলো যদি সঠিকভাবে করতাম তাহলে আমার ভাগ্যে আজ এমন হতো না।
ভাগ্য কখনো দেখা যায় না, তবে ভাগ্য বিশ্বাস করতে হয়। আপনি অতীতের ভুল থেকে বুঝতে পেরেছেন যে কাজটি আমি করেছি সেই কাজ যদি আরো একটু ভালোভাবে করতাম তাহলে আজ আমার পরিবর্তন হতো ফলাফলের।
ভাগ্যকে দোষ দিয়ে নয় বরং নিজেকে কঠোর পরিশ্রমের (কর্ম) মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। সৃষ্টিকর্তার কাছে শুধু প্রার্থনা করে নয় বরং কাজ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে তবেই সেই প্রার্থনা কৃতকার্য হবে।
পরীক্ষার আগেই আপনাকে পড়তে হবে। তাহলে আপনি ভালো ফলাফল অর্জন করবেন। পরীক্ষার পর হাজারো বই পড়ুন না কেন পরীক্ষার ফলাফল প্রকাশের সময় আপনার পরিশ্রম অনুযায়ী ফল প্রকাশিত হবে। আর ভাগ্যে দুর্ঘটনা থাকলে সেটাও হয়েই যাবে।
ভাগ্যের লিখন যায় না খন্ডন। আপনার পরিশ্রমের ফল প্রকাশিত হওয়ার পর আর সেই লিখন খন্ডন করা সম্ভব নয়।
মানুষ জন্মগ্রহণের পর থেকেই তার জীবনের গল্প ইতিহাস শুরু হয়। শুধু গল্প আর ইতিহাসেই শেষ নয় বরং সাহস কর্ম তখন থেকেই শুরু হয়।
যখন একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করে তখন সেই শিশু বাচ্চা কিন্তু অবুঝ। ওই শিশু বাচ্চার যখন হামাগুড়ি দেওয়ার সময় চলে আসে তখন বোঝা যায় তার সাহস কেমন হবে। যদি লক্ষ্য করেন দেখবেন শিশু বাচ্চারা কিন্তু হামাগুড়ি দেয়।
হামাগুড়ি দেওয়ার পর ব্যথা পাবে। যদি ব্যথার ভয়ে হামাগুড়ি না দেয় তাহলে তার অনেক সময় লেগে যায়। পরিবার-পরিজন তাকে শেখায় তবে অনেক সময় লাগবে।
এভাবে আবার যখন হাঁটা শেখার বয়স হয়ে যায়। তখন তাকে ধাপ অনুসরণ করে যেতে হয়। যেমন সেই শিশু বাচ্চাটিকে দাঁড়িয়ে থাকা শিখতে হয় এরপর এক পা দু পা করে সামনে পা বাড়াতে হয়।
যদি সাহস নিয়ে সামনে পা বাড়ায় তাহলে অতি শীঘ্রই হাঁটতে শিখে। তবে পড়ে যায় ব্যথা পায়। তবুও প্রচেষ্টা তাকে হাঁটা শেখায়। এভাবে ছোট বাচ্চার সাহস ও কর্মে এবং পরিবারের প্রচেষ্টায় হাঁটতে শিখে।
The understanding that luck also plays an important role In life is a valid view. Luck or unforeseen circumstances often play a role In our lives, and humans do not always have absolute control over every event that occurs. However, by taking good and responsible actions, you believe that the results can change for the better.
It is a view that recognizes the importance of acting wisely and making the best out of the situation at hand. Belief in destiny and striving for the right course of action can complement each other In creating desired change and results.
Good luck.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Of course those who are intelligent act and believe in luck. It is through hard work that the fruits of fortune are revealed. I thank you very much for reading this contest post of mine and giving a nice comment. (Thanks)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Md_Jakaria121/status/1662336770837708800?t=B4gPGkNlHjolpdUyzx-kYw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য।
আপনি কর্ম আর ভাগ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যা আমাকে মুগ্ধ করেছে, আসলে কর্মই হলো আসল হাতিয়ার, সর্বপ্রথম আমাদের এটা বিশ্বাস করতেই হবে যে কর্মই হলো আসল কাজ, তারপর হলো ভাগ্যের স্থান।
আমাদের জীবনে আল্লাহ তায়ালা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, এই ভাগ্য একটুও পরিবর্তন হবে না, তবে কর্ম ও আল্লাহর কাছে চাওয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব, এটা একান্ত আল্লাহর নিকট দোয়ার ব্যবস্থা করা। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানাই আমার এই প্রতিযোগিতার পোষ্টের মধ্যে সুন্দর একটি মন্তব্য করার জন্য। অবশ্যই ভাগ্য নির্ধারণ করা থাকে তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে এবং নিজের পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thankyou for inviting me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
দ্বিতীয়ত আপনি আমার মতোই কর্মকে বিশ্বাস করেন। তবে ভাগ্যকে তার সাথেই রেখেছেন। কারণ ভাগ্য আমাদের স্রষ্টার কাছ থেকে পাওয়া বড় উপাদান।
ভাগ্য এবং কর্মকে নিয়ে আপনি অসাধারণ সুন্দর একটা যুক্তি তুলে ধরেছেন। যেটা পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit