অনেক সুন্দর সময় অতিবাহিত হয়েছে এই মেলার মধ্যে। আসলে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু জানা ছিল না কোথায় মেলা হইতেছে।
সেখানে গিয়ে মাছ নাগরদোলা এছাড়াও আরো বিভিন্ন খাবারের স্টল সহ বিভিন্ন স্টল পরিদর্শন করলাম খুবই ভালো লাগলো। সর্বোপরি মেলাটি খুবই ভালোভাবে কাটিয়েছো।
একটি পরামর্শ দেই লেখার সৌন্দর্য বৃদ্ধি হবে। সুতরাং প্রত্যেক তিন থেকে চার লাইন লেখার পর একটি করে স্পেস দিলে ছোট ছোট প্যারা হবে, তখন দেখতে অনেক সুন্দর্য পূর্ণ হয়।
একই সাথে অন্যদের পোস্টগুলোতে ভিজিট করার পাশাপাশি upvote প্রদান করে নিজের voting CSI বৃদ্ধি কর।(ধন্যবাদ)
ধন্যবাদ বন্ধু এতো সুন্দর মন্তব্য করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit