দুর্ঘটনা মানুষের জীবনে কখন আসে বলা বাহুল্য। বর্তমানে আধুনিকতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যা আপনার এই উল্লেখিত লেখা পড়লেই বোঝা যাচ্ছে এবং নিজেদের জীবনেও সেই বিষয়গুলো প্রতিনিয়ত করতেছে যেমনটি ভাবে সেই ভদ্র মেয়েটির সাথে এক মধ্যবয়সী লোকের কথোপকথনে ভদ্র মেয়েটির কোন কৃতজ্ঞতা প্রকাশ পায়নি। প্রত্যেকের বাবা-মা তার সন্তানের ভালোর জন্য সেই কথাগুলো বলে রাস্তা পার হওয়ার সময় ডানে-বামে তাকিয়ে পার হওয়া; এই আধুনিকতার অতি ছোঁয়ায় আমরা সবই হারিয়ে ফেলেছি। মানুষের প্রতি কৃতজ্ঞতাবোধ ভালোবাসা সবকিছুই।
আমি অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগতেছে নিজের কাছেই আপনি সেই সময়গুলোতে ফিরে যেতে চাচ্ছেন যেই সময়গুলো এখন প্রত্যেকেই মিস করে তার জীবনে কেননা সবাই এখন আধুনিকতার অতিরিক্ত ছোঁয়ায় মিশিয়ে আছি।
আর যে কারণে আমাদের জীবনে রাত জেগে থাকা সহ অনেক মূল্যবান সময় গুলোকে অর্থ উপার্জনের উপর ন্যস্ত করেছি। নিজেও এই অসুস্থতার মধ্যে শামিল।
আপনার জন্য অনেক দোয়া রইল মন থেকে আল্লাহতালা আপনার সেই পুরনো দিনগুলোতে পৌঁছানোর তৌফিক দান করুন আমাদের সকলকেই, কেননা আমাদের সেই অতীত সময়গুলো সত্যিই চমৎকার ছিল বর্তমান এই আধুনিকতার ছোঁয়ায় সেই প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলতেছি, শুধু প্রিয় মানুষগুলো নয় বরং নিজের মনুষত্ববোধ সহ এক অসুস্থমত জীবন ডেকে আনতেছি আগামী দিনের জন্য।