আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে যেহেতু রবিবার তাই সকাল থেকেই আমার কোন চাপ ছিল না। আমি গত কালকে যেমন আপনাদের বলেছিলাম যে আমি গত কালকে জেঠুর কারখানা থেকে পোস্ট দিচ্ছিলাম। আমি নিজেও ভাবতে পারিনি আমার বাড়ি ফিরতে ফিরতে আড়াইটা বেজে যাবে। আমি দিদি আর বাবা মিলে আড়াইটা নাগাদ বাড়ি ফিরেছি রাতে। আমি তো সাইকেল করে যাই। আর বাবা আর দিদি গাড়িতে যায়। জেঠুর কারখানা আমাদের বাড়ি থেকে দু মিনিটের দূরত্বে। ছোটবেলা থেকে আমার পরপর দুটো সাইকেল।
এই সাইকেলটা ও হয়তো আর কিছুদিন পরে আমি লম্বা হয়ে গেলে আর আমি চালাতে পারব না। কিন্তু আমার এই সাইকেলটা খুব প্রিয়। আমার পছন্দের লাল রং তাই আমি লাল সাইকেল কিনেছি। যাই হোক আজকে সকাল বেলায় তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কালকে অত রাত অব্দি জেগে ছিলাম বলে আজকে সকাল বেলায় দশটা পার হয়ে গিয়েছিল।
মা এবং দিদি অনেকবার ডাকাডাকি করার সত্ত্বেও আমার ঘুম ভাঙ্গেনি। ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করলাম। তারপর ভেবেছিলাম অনেকগুলো ছবি আঁকবো।
আজকে রবিবার আমার আকার ক্লাস থাকে। কিন্তু যেহেতু আমি সকালবেলায় দশটা অবধি ঘুমিয়েছি তাই আঁকতে যেতে পারিনি। কারণ ক্লাসটা আমার দশটা থেকেই থাকে। দশটা থেকে বারোটা অবধি ক্লাস হয়। কিন্তু আজ আমার যাওয়া হলো না। পরের ক্লাস গুলো তো ছুটি থাকবে। যেহেতু পুজো সামনে।
ইউটিউব লিংক
আজকে আমি শেয়ার করতে চলেছি একটা স্কেচ। একটা মন্দিরের স্কেচ, মন্দিরটা চারিদিকে জল দিয়ে ঘেরা। ঘাটের মধ্যে কিছুটা মন্দির ডুবে গেছে।এমন একটা ছবি । আমি ভিডিও করেছি। সেটা আমার ইউ টিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে।
পুরো ছবিটা আমি কালো পেন দিয়ে করেছি।এবার ধাপে ধাপে আমি দেখাবো।
প্রথম ধাপ
প্রথমে আমি মন্দিরের শিখর এঁকে নিচ্ছি। আমি কোনরকম পেন্সিল ছাড়াই ডাইরেক্ট পেন দিয়ে কাজ করছি।
দ্বিতীয় ধাপ
লম্বা মন্দিরটা আঁকার পর ছোট মন্দির যেটা জলের মধ্যে ডুবে আছে ,সেই মন্দিরটা একে নিচ্ছি।সাথে আমি সেড দিচ্ছি।
তৃতীয় ধাপ
ছোট মন্দিরের গেট গুলো এঁকে নিচ্ছি।
চতুর্থ ধাপ
জলের মধ্যে ডিঙি নৌকা গুলো এঁকে নিচ্ছি ।
পঞ্চম ধাপ
পাশের আরো বিল্ডিং গুলো, মন্দিরের বাকি পার্ট গুলো এঁকে নিচ্ছি।
ফাইনাল
আর এভাবেই একটা স্কেচ তৈরি হয়ে গেছে।
ছোটবেলা থেকে বইমেলা হলে আমি শুধুমাত্র আকার বই কিনি। বাবাও সময়ে সময়ে আমাকে নানান ধরনের ছবি আঁকার বই কিনে এনে দেয়। এরকমই একটা স্কেচ এর বই থেকে দেখে দেখে আমি এই ছবিটা আঁকলাম। আপনাদের কেমন লাগলো, জানাবেন ।
সন্ধ্যাবেলা ছুটির দিনেও আমাকে পড়াতে এসেছিল আমার ম্যাম। পিসিরা এবং পিসতুতো দিদির মেয়েরা এসেছিল আমার বয়সী।। যেহেতু আমাকে ম্যাম পড়াতে এসেছিল তাই আমি ওদের সাথে খেলতে পারিনি। আমার খুব রাগ হচ্ছিল। ম্যাম চলে যাওয়ার পর খাওয়া-দাওয়া করে আমি এখন পোস্ট লিখলাম।
@tipu curate
Pencil Draw
Las plantillas, hacen las fotos pequeñas, te recomiendo usar fotos más grandes y una por una, no en grupo. Gran trabajo,
Aporta valor colocando un video con parte del proceso.
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Once again you impressed me with your new sketch. This temple reminds of Varanasi. I am not gonna miss any of your post. 👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit