গ্রামের দৃশ্য || স্কেচ

in hive-120823 •  last month 

আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজ সকাল থেকে মা-বাবা বাড়িতে নেই। বাবা মা কলকাতায় ডাক্তার দেখাতে গেছে। আমি আর দিদি বাড়িতে একা। একা বলা ঠিক নয় কারণ পাশের বাড়ির কাকিমা আর বৌদি সকাল থেকে অনেকবার যাতায়াত করেছে। আমাদের বাড়িতে এমনিতেও সারাদিন লোকজন থাকে। তাই অসুবিধা হয় না।

20241014_165419.jpg

সকাল বেলায় ঘুম থেকে উঠলাম নটার সময়। মা বাবা কখন গেছে তা আমি জানিনা। তারপর স্নান খাওয়া-দাওয়া করলাম। দিদি মসুরের ডাল আর আলু ভাজা রান্না করেছিল।। দিদি আর আমি মিলে খাওয়া-দাওয়া করার পর , মিষ্টি খেলাম অনেকগুলো। তারপর আমি ছবি আঁকতে বসে ছিলাম। আজকে আমি ছবি এঁকেছি বেশ।

এই ছবিটা আঁকতে একটু টাইম বেশি লেগেছে। দিদি ট্রাইপড টা কিছুতেই সেট হতে চায় না। আমার মাটিতে বসে ছবি আঁকতে ভালো লাগেনা। তাই বেডের উপর বসে আঁকি। আর বেডের উঁচু-নিচু গদি থাকায়, ট্রাইপড পড়ে যেতে ধরে। এই অবস্থাতেই ছবি আঁকি। কি করবো নিচে বসতে ভালো লাগেনা।

লিংক

ছবি দুটো আঁকার পরে আমি দুপুরবেলায় কম্পিউটারে গেম খেলছিলাম। মাঝে সকাল থেকে মায়ের সাথে অনেক বার ভিডিও কলে কথা বলেছি। মাকে বলেছিলাম আমার জন্য অনেকগুলো পেন কিনতে, মা অনেক পেন কিনেছে। আমি আরো অনেক কিছু আনতে বলেছি সেগুলো আনবে কিনা জানিনা। তাও মাকে আমি জিজ্ঞেস করেছি ভিডিও কল করে। মা বলেছে সব কিনে এনেছে। এবার মা বাড়ি আসলে, বোঝা যাবে। আসলে ছবি আঁকতে অনেক ধরনের পেন লাগে। আমার পেন গুলো কেনার খুব শখ। কিন্তু অনেকগুলো পেন আমি এখানে পাইনা। কলকাতাতে সব রকম পাওয়া যায়। তাই মাকে বলেছিলাম।

আজকে আমি একটি গ্রামের দৃশ্য আঁকবো। পুরোটাই আমি পেন্সিল ছাড়া ডাইরেক্ট কালো জেল পেন দিয়ে এঁকেছি। এই দৃশ্যটি আমার স্কেচ বইয়ে রয়েছে। সেটাই দেখে দেখে এঁকেছি। সাথে ভিডিও করেছি এবং আমার চ্যানেল থেকে পোস্ট করেছি।

প্রথম ধাপ

প্রথমেই আমি কালোvজেল পেনের সাহায্যে গ্রামের মাটির বাড়ি টা আঁকা শুরু করেছি।

20241014_170701.jpg

দ্বিতীয় ধাপ

দোতলা মাটির বাড়ি আকার পর, সামনের একটা ছোট গাছ আঁকছি।

20241014_170836.jpg

তৃতীয় ধাপ

দরজা গুলো করে নেওয়ার সাথে সাথে করে নিচ্ছি আশে পাশের গাছপালা। আর এর সাথে সেড দিচ্ছি। যে জায়গাগুলো আমার মনে হচ্ছে শেড দেওয়ার মত।
20241014_170912.jpg

চতুর্থ ধাপ

এবার আমি সুপারি গাছ আঁকছি। আমি এখানে দুটো সুপারি গাছ এঁকেছি। লম্বা লম্বা দুটো সুপারি গাছ আঁকার পর আরো সুন্দর দেখাচ্ছে ছবিটা।

20241014_171010.jpg

পঞ্চম ধাপ

বাড়ির পেছনের দিককার ছোট একটা কলা গাছ এঁকে নিচ্ছি। সাথেই বাড়ির আশেপাশের গাছপালাগুলোকে ভালোভাবে আঁকছি।

20241014_171118.jpg

ষষ্ঠ ধাপ

এবার গ্রামের বড় রাস্তাটা এঁকে নিয়েছি। সাথে সেড দিয়েছি। দূরের দুটো ছোট ছোট বাড়ি এঁকে নিচ্ছি।

20241014_171204.jpg

সপ্তম ধাপ

এবারে আমি গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন মানুষ আঁকছি। দূর থেকে মানুষগুলোকে খুব ছোট লাগছে।

20241014_171245.jpg

অষ্টম ধাপ

চারিদিকের গাছপালাগুলোর মধ্যে ভালোভাবে কালো পেন দিয়ে শেড দিয়ে নিচ্ছি। যাতে ছবিটা আরো ভালোভাবে ফুটে ওঠে।

20241014_171304.jpg

ফাইনাল

এভাবেই তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা গ্রামের দৃশ্য।

20241014_165422.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

That is beautiful sketch, how long you are sketching?
Looks really nice!

Loading...

@tipu curate


Ink Drawing

artonsteemit1b.jpeg.jpg
#artonsteemit
Manual Curation of TipU Curators Project

ছবিটা আঁকতে তোমাকে আমি দেখে আসলাম। বই দেখে ছবিটা ছেলে। এত সুন্দর ছবি এঁকেছ মনে হচ্ছে বইটাকে তুলে ধরেছো। দিন দিন ছবি আঁকা খুব সুন্দর হচ্ছে। এভাবে আঁকতে থাকলে আরো সুন্দর ছবি আঁকতে পারবে।

cc01ab456aeaff68ede60ae0d6128461.jpg