হ্যালো প্রিয় পাঠক / পাঠিকা,
আশা করি সবাই সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি লেখা নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে।
source
মায়া! খুব সাধারণ একটি শব্দ কিন্তু এই শব্দটির আছে এক বিশাল পরিধি যা দু-একটি শব্দ বা বাক্য দিয়ে অনুধাবন করা সম্ভব নয়। এটি কেবল একটি শব্দ নয় এর সাথে যুক্ত থাকে কত কাল, মহাকাল, সাজানো স্মৃতি, ভালবাসার একরাশ অনুভুতি, হাজারো পদচারণা, অজস্র সময়, রাত -দিন, বেলা অবেলার গল্প, এক রাশ দুঃখ, এমন হাজারো ব্যকুলতা, উৎকন্ঠা নিয়ে তৈরী হয় মায়া। সে কি মায়া, ভীষন মায়া।
Source
মায়া নামক শব্দটা আমদের সকলের কাছে খুবই সুপরিচিত। এর ভাবধারা ও অর্থ ও আমরা জানি কিন্তু এই শব্দের অর্ন্তনিহিত ভাবধারার উপলব্ধি কয় জনই বা করতে পারি বা জানি। জীবন জীবনের মতই চলতে থাকে কিন্তু এই মায়া নামক জিনিসটা যে কখন নিজের অজান্তেই জীবনের সাথে মিশে যায় সেটা আমরা হয়ত বুঝতে পারি না। কোন কিছুর প্রতি মায়া যে কখন তৈরী হয়ে যায় যেটা আমরা বুঝি সেই বিষয়বস্তুটি অনুপস্থিতিতে বা হারিয়ে গেলে। যখনই মহাকাল আমাদের আকড়ে ধরে তখনি মায়া এসে দরজায় কড়া নাড়ে।
Source
তবে কি মায়া,
এ কি মায়া,
সবই কি মায়া,
ছিলো কি মায়া,
আছে কি মায়া,
থাকবে ও কি মায়া।
তবে তাই হোক যেটুকু আছে সেটুকুই সম্বল, সেটুকুই প্রাপ্তি, সেটুকুই পাওয়া, সেটুকুই প্রশান্তি, সেটুকুই অক্ষয়।
এই তো সেই মায়া, খুবই মায়া, স্মৃতির মায়া, আহ্ বড় শান্তির মায়া..............
জীবন মানেই মায়া, মায়া অনেক মায়া। তোমার স্পর্শতে মায়া, তোমার স্নিগ্ধতায় মায়া, তোমার চঞ্চলতায় মায়া।
মায়া যেন তোমার সাথে জড়িত, তুমি নামক শব্দটাই মায়া।
পথ চলাতেই মায়া, নির্ঘুম রাতের মায়া, তোমার স্মৃতিচারনে মায়া, এখনো বেচে আছে মায়া।
তোমার হাসিতে মায়া, তোমার ব্যকুলতায় মায়া, তোয়ার স্থিরতায় মায়া।
তোমার ঠোঁটের স্নিগ্ধ উষ্ণতায় মায়া, তোমার ঐ ভেজা চুলের সুবাসিত মায়া, তোমাকে জড়িয়ে ধরার মায়া, সে কি মায়া, ভীষন এক মায়া।।
তোমার ভালবাসার মায়া, তোমাকে কাছে পাওয়ার মায়া, তোমার পরিপূর্ণতার মায়া, আবার তুমি হারিয়ে যাওয়ার মায়া, তোমাকে না পাওয়ার মায়া। এ কি মায়া, কি ভীষন মায়া,
হ্যাঁ, তুমি সত্যিই খুব মায়া।
Source
ধন্যবাদ সবাইকে।
মায়া জিনিসটা অতি সাধারণ একটা শব্দ হলেও এর মূল্য কিন্তু অনেক বেশি। কারো প্রতি যদি একবার মায়া লেগে যায়। তাহলে সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা অসম্ভব।
ভালোবাসার মায়া বড়ই খারাপ। কারণ আপনি যদি প্রকৃত মানুষকে ভালবাসতে পারেন। তাহলে আপনার জীবনটা ধন্য। আর যদি আপনি এমন একজন মানুষকে ভালোবাসেন। যে কিনা আপনার ভালোবাসার মূল্যটা দিতে জানে না, তাহলে আপনার জীবনটা শেষ।
একদমই ঠিক বলেছেন, জীবন মানেই মায়া তার ভালোবাসায় জড়িয়ে গেলে সেটাও মায়া। তারপরেও এ পৃথিবীতে মায়া নামক শব্দটার কাছে সবাই হেরে যায় হেরে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন কিছু ভালোবাসা।
মায়া নিয়ে বেশ সুন্দর একটা পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়া এমন একটি জিনিস যেটা একবার কারো উপর পড়লে সেটা ভুলার অনেক কঠিন হয়ে যায় ৷ তারপরও মানুষজন মায়া ত্যাগ করে অনেক জায়গায় চলে যায় শুধু প্রিয়জনদের খুশি করার জন্য ৷
এতে দেখা যায় অনেক ভালোবাসা মায়ার জন্য বঞ্চিত হয়ে যাচ্ছে কষ্ট সহ্য করতে না পেরে ৷ পুরো পৃথিবী মায়ায় ভরা ৷ বিশেষ করে ভালোবাসার মুল্য সবাই দিতে পারে না ৷ যার জন্য মানুষ মায়া ত্যাগ করে অনেক কিছু় ঘটে থাকে তার জীবনে ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবন ফুরিয়ে যাবে কিন্তু মায়ার স্মৃতি কখনো ফুরাবে না এটাই বাস্তব আমরা জীবনে যে স্মৃতিগুলো পড়ে আছে সবকিছুই মায়ার পর চলে বা জীবনে যে দিনগুলো আমাদের আসছে সেই দিনগুলো আমাদের মায়ার পরে চলতে হবে এটাই বাস্তব।
যাইহোক আজ আপনি খুব সুন্দর একটি পোষ্ট উপহার দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit